শ্রীলঙ্কায় দ্বিতীয় সারির দল পাঠিয়ে অপমানিত করেছে ভারত

১৩ জুলাই থেকে শুরু হচ্ছে ভারত শ্রীলঙ্কা ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। ইতিমধ্যে ভারতীয় দল শ্রীলঙ্কায় পৌঁছে গেছে। কিন্তু শ্রীলঙ্কায় ভারতের প্রধান দল যায়নি, একপ্রকার দ্বিতীয় সারির দল পাঠানো হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার পর ভারতীয় দল ইংল্যান্ড থেকে আর দেশে ফেরেনি। ইংল্যান্ডে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য থেকে গেছে। এর প্রধান কারণ হলো ভারত যদি পুনরায় দেশে ফিরে আসত তবে ইংল্যান্ডে গিয়ে আবারও তাদেরকে কোয়ারেন্টাইনে থাকতে হতো।

সেই কারণে বিসিসিআই ২০ জনের অপর একটি দল শ্রীলঙ্কায় পাঠিয়েছে। যে দলের অধিনায়কত্ব করবেন শিখর ধাওয়ান ও কোচ রূপে রাহুল দ্রাবিড় কে নির্বাচন করা হয়েছে। কিন্তু ভারতের এই সিদ্ধান্তে মোটেই খুশি নয় শ্রীলংকার বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুন রনতুঙ্গা। ১৯৯৬ সালে রনতুঙ্গার নেতৃত্বেই শ্রীলংকা প্রথমবার বিশ্বকাপ জয়ী হয়। অবশ্য তার ক্ষোভ ভারতীয় দল নয় শ্রীলংকা ক্রিকেট বোর্ডের ওপর।

আরো পড়ুন- বিরাট কোহলির ১ টি ইনস্টাগ্রাম পোস্টের আয় কত? দেখলে অবাক হবেন, রোনাল্ডো? মেসি?

তার মতে শ্রীলংকার বোর্ড টিভিতে খেলা দেখিয়ে আয় করতে চেয়েছে, সেই কারণে তারা ভারতীয় বোর্ডের এই সিদ্ধান্ত কে সমর্থন জানিয়েছেন। এছাড়া তিনি আরও বলেন শ্রীলঙ্কায় ভারতের দ্বিতীয় সারির দল আসা শ্রীলঙ্কান ক্রিকেট কে অপমান। ভারত তার প্রধান দল ইংল্যান্ডের পাঠিয়েছে এবং দ্বিতীয় দল শ্রীলঙ্কায় পাঠিয়েছে এর সম্পূর্ণ দায় শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে নিতে হবে। প্রসঙ্গত ভারত যদি দ্বিতীয় সারির দল না পাঠাত তবে এই সিরিজ বর্তমানে আয়োজন করা সম্ভব হতো না।

“শ্রীলঙ্কায় দ্বিতীয় সারির দল পাঠিয়ে অপমানিত করেছে ভারত”-এ 2-টি মন্তব্য

মন্তব্য করুন