বিশ্বের সবচেয়ে বড় চিড়িয়াখানা ভারতে। থাকছে ড্রাগন ও অন্যান্য প্রাণী

ভারতে তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় চিড়িয়াখানা। থাকছে কোমোডো ড্রাগন

সারা বিশ্ব জুড়ে রয়েছে অনেক চিড়িয়াখানা তবে এবার ভারতে তৈরি হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় চিড়িয়াখানা। ভারতীয় রিলায়েন্স কোম্পানি এই চিড়িয়াখানাটি নির্মাণ করতে চলেছে। এই সম্প্রতি এই কথাটি জানা যায়। রিলায়েন্স-জিও কোম্পানির হাত ধরে গড়ে উঠতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় চিড়িয়াখানা, এই খবরটি নিয়ে এখন জল্পনা রয়েছে তুঙ্গে।

বিশ্বের সবচেয়ে বড় চিড়িয়াখানা

বিশ্বের সবচেয়ে বড় চিড়িয়াখানা টি তৈরি হবে গুজরাটের জামনগরে। চিড়িয়াখানাটিতে থাকতে চলেছে দেশ-বিদেশের নানা প্রজাতির পশুপাখি। বিশ্বের সবচেয়ে বড় এই নতুন চিড়িয়াখানাটি দেখার জন্যে উদগ্রীব দেশের পশুপ্রেমী ব্যক্তিরা। চিড়িয়াখানায় যে সমস্ত পশুদের আনা হবে সেগুলি হল জলহস্তী, রয়েল বেঙ্গল টাইগার, ওরাংওটাং, চিতা, নেকড়ে, আফ্রিকান সিংহ, জাগুয়ার ইত্যাদি। এছাড়াও থাকবে আরো বেশ কিছু প্রাণী।

আরও পড়ুন – পৃথিবীর ওজন স্তরে ফাটলের আশঙ্কা, চীনকেই দায়ী করছেন গবেষকরা

ভারতের সবচেয়ে বড় চিড়িয়াখানা

দেশ-বিদেশের যে সমস্ত প্রাণীগুলি কে চিড়িয়াখানায় রাখা হবে তাদের মধ্যে আরেকটি বিশেষ আকর্ষণ হল ইন্দোনেশিয়া সরীসৃপ প্রাণী কোমোডো ড্রাগন। এবার ভারতের চিড়িয়াখানায় দেখা যাবে দেশ বিদেশের নানা পশুপাখি। চিড়িয়াখানাটি তৈরি হতে চলেছে ২৮০ একরের বেশি জমির উপর। তবে এই চিড়িয়াখানা তৈরিতে কত খরচ হতে পারে সে বিষয়ে এখনও কিছু জানাননি রিলায়েন্স জিও কোম্পানির মালিক মুকেশ আম্বানি

Previous articleপৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ। ব্ল্যাক মাম্বা শিকার পদ্ধতি, স্বভাব-চরিত্র, নামকরণ, অজানা তথ্য
Next articleবৃশ্চিক ও বিছে কি একই প্রজাতির। বৃশ্চিক বা বিচ্ছু ও বিছার মধ্যে পার্থক্য

1 COMMENT

Leave a Reply