ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ ২০২২- Highlights

ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ ২০২২- Highlights

ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ ২০২২: ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ ২০২২: ধরমশালায় দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত। এরপর শ্রীলংকা ব্যাটে নেমে ওপেনার জুটি ৬৭ রানের পার্টনারশিপ তুলে দেয়। শ্রীলংকার ওপেনার পথুম নিসাঙ্কা ৭৫ রান করে ৫৩ বলে। এছাড়া শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন সংকা ৪৭ রান করে মাত্র ১৯ বলে। এর ফলে শ্রীলংকার ২০ ওভারে মোট রান সংখ্যা দাঁড়ায় ১৮৩।

এরপর ভারতের ওপেনার ব্যাটসম্যান রোহিত শর্মা ১ রানে সাজঘরে ফিরলেও শ্রেয়াস আইয়ার ৭৪ রান করে ৪৪ বলে। সঞ্জু স্যামসন করেন ৩৯ বলে ২৫ রান, এছাড়া উপরে ব্যাটিং করতে নেমে রবীন্দ্র জাদেজা ৪৫ রান করে মাত্র ১৮ বলে। ভারত ৭ উইকেটে শ্রীলঙ্কাকে পরাজিত করে। ম্যাচের সেরা নির্বাচিত হন শ্রেয়াস আইয়ার।

Match Summary

শ্রীলংকান ব্যাটিং
খেলোয়াররান
পথুম নিসাঙ্কা৭৫(৫৩)
দানুশকা গুনাথিলাকা৩৮(২৯)
দানুস শঙ্কা৪৭(১৯)
মোট১৮৩

আরো পড়ুন- ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ২০২২- Highlights

ভারতের ব্যাটিং
খেলোয়াররান
শ্রেয়াস আইয়ার৭৪(৪৫)
সঞ্জু স্যামসাং৩৯(২৫)
রবীন্দ্র জাদেজা৪৫(১৮)
মোট১৮৬

ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ২০২২- Click here to watch match highlights>>

Previous articleরতন টাটার সাথে কে এই ছেলেটি, কেমন করে হলো দুজনের বন্ধুত্ব
Next articleচন্দ্রপৃষ্ঠ পর্যবেক্ষণে এবার পাঁচটি ক্ষুদ্র রোবট চাঁদে পাঠাবে মেক্সিকো
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply