ভারতীয় ক্রিকেটার যারা সরকারি চাকরি করেন: ভারতবর্ষে ক্রিকেট সবচেয়ে জনপ্রিয় খেলা এবং এই খেলায় যুক্ত খেলোয়াড়রা প্রচুর টাকা আয় করে। ভারতের যারা জাতীয় দলের ক্রিকেটার রয়েছে তাদের আয় কেরকম হয় সেটা সবারই জানা। প্রসঙ্গত বিসিসিআই ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এবং বিশ্বের বর্তমানে সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড। সেই কারণে ভারতের বিসিসিআইয়ের অন্তর্গত সমস্ত খেলোয়াড়দের মাইনেও প্রচুর।
তবে ক্রিকেটাররা শুধুমাত্র বোর্ডের দেওয়া মাইনের উপর অর্থ পায় না, প্রত্যেক আন্তর্জাতিক ম্যাচ বাবদ আলাদা অর্থ বরাদ্দ থাকে। এছাড়া বিভিন্ন সংস্থার বিজ্ঞাপন, ব্র্যান্ড অ্যাম্বাসেডর ইত্যাদি রয়েছ। কিন্তু ভারতের সাম্প্রতিক সময়ে জাতীয় দলের কিছু ক্রিকেটার খেলাধুলার পাশাপাশি বিভিন্ন সরকারি উচ্চ পদে রয়েছেন। আজ এই বিষয়ে নিচে আলোচনা করা হলো।
সরকারি চাকরি করা ভারতীয় ক্রিকেটার|Indian cricketer who are in government jobs
৮. যোগিন্দর শর্মা (Joginder Sharma)

পোস্ট- ডেপুটি পুলিশ সুপার
যোগিন্দর শর্মা নামটা অচেনা লাগলেও যারা মহেন্দ্র সিং ধোনির ভক্ত তারা খুব ভালোভাবে জানেন। ভারত তথা ধোনির প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ইতিহাসে যোগিন্দর শর্মা নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কারণ পাকিস্তানের বিরুদ্ধে শেষ ওভারে তার দৌলতেই ভারত প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী হয়েছিল। কিন্তু ভারতীয় ক্রিকেটে তিনি বেশিদিন স্থায়ী হতে পারেননি। পরবর্তীকালে তিনি ক্রিকেট ছেড়ে হরিয়ানা পুলিশে যোগ দান করেন। বর্তমানে তিনি হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্র জেলায় ডেপুটি পুলিশ সুপার পদে রয়েছেন।
৭. কপিল দেব (Kapil Dev)

পোস্ট- লেফটেন্যান্ট কর্নেল
ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবের নাম সবারই জানা। ১৯৮৩ সালে কপিল দেবের হাত ধরে ভারত প্রথমবারের জন্য বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল। ১৯৭৮-১৯৯৪ সাল পর্যন্ত তিনি ভারতের জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বর্তমানে তাকে ধারাভাষ্যকার, ম্যাচ পর্যবেক্ষক রূপে বিভিন্ন টিভি চ্যানেলে দেখা যায়। কিন্তু ক্রিকেটের দায়িত্ব ছাড়াও তাকে ইন্ডিয়ান টেরিটোরিয়াল আর্মির লেফটেন্যান্ট কর্নেল পদ দ্বারা সম্মানিত করা হয়।
৬. শচীন টেন্ডুলকার (Sachin Tendulkar)

পোস্ট- গ্রুপ ক্যাপ্টেন, ভারতীয় বায়ুসেনা
ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ক্রিকেটার মাস্টার ব্লাস্টার শচীন রমেশ টেন্ডুলকার ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ২০১৩ সালে। ২০১১ ক্রিকেট বিশ্বকাপে ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন তিনি এবং মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে ২৮ বছর পর একদিনের ক্রিকেট বিশ্বকাপ ঘরে তুলেছিল ভারত। ক্রিকেটীয় জীবনে থাকাকালীন ভারত সরকারের তরফ থেকে বহু খেতাব পেয়েছেন তিনি যার মধ্যে ভারতরত্ন অন্যতম। এরপর তাকে ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন পদ দ্বারা সম্মানিত করা হয়।
৫. হরভজন সিং (Harbhajan Singh)

পোস্ট- ডেপুটি পুলিশ সুপার
ভারতের আরো এক কিংবদন্তি অফস্পিনার হরভজন সিং যে টেস্ট ক্রিকেটে ৪০০ উইকেট নিয়েছেন। এছাড়া তিনি ভারতের দুটি বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন ২০০৭ এবং ২০১১। হরভজন ১৯৯৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত ভারতের জাতীয় দলের সদস্য ছিলেন। বর্তমানে তিনি আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এর হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন। ক্রিকেট ছাড়াও ধারাভাষ্যকার রূপে ও ম্যাচ পর্যবেক্ষকের ভূমিকায় তাকে দেখা গেছে। তাকে পাঞ্জাব সরকার ডেপুটি পুলিশ সুপার পদ দ্বারা সম্মানিত করেছেন।
(ভারতীয় ক্রিকেটার যারা সরকারি চাকরি করেন, সরকারি চাকরি করা ভারতীয় ক্রিকেটার)
আরো পড়ুন- পৃথিবীর সেরা 10 ধনী ক্রিকেটার 2023
৪. উমেশ যাদব (Umesh Yadav)

পোস্ট- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, RBI
ভারতের বর্তমান জাতীয় দলের সদস্য ফাস্ট বোলার উমেশ যাদব ২০১০ সাল থেকে ভারতের জাতীয় ক্রিকেট দলের সদস্য। বর্তমানে তিনি ভারতের টেস্ট দলে স্থায়ীভাবে খেলে যাচ্ছেন। ভারতের ঘরোয়া ক্রিকেটে তিনি ভিদার্ভার হয়ে প্রতিনিধিত্ব করেন। খেলাধুলার পাশাপাশি তিনি সরকারি পদেও রয়েছেন, ২০১৭ সালে খেলাধুলা কোটা থেকে তিনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে যোগদান করেছেন। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তিনি এই সরকারি চাকরিতে যোগদান করবেন বলে বলেছেন।
৩. যুবেন্দ্র চাহেল (Yuzvendra Chahal)

পোস্ট- ইনকাম ট্যাক্স অফিসার
যুবেন্দ্র চাহেল ভারতের বর্তমান সীমিত ওভারের ক্রিকেট এর স্থায়ী একজন লেগ স্পিনার। ভারতের তিনি বর্তমানে টি-টোয়েন্টি ও একদিনের ক্রিকেট দলের সদস্য। ২০১৬ সাল থেকে তিনি ভারতের জাতীয় দলের যোগদান করেছেন। তবে শুধুমাত্র ক্রিকেট নয় পূর্বে তিনি দাবা খেলায় চ্যাম্পিয়ন হয়েছিলেন। এখন ক্রিকেটের সঙ্গে তিনি ভারতের ইনকাম ট্যাক্স বিভাগের একজন অফিসার পদে রয়েছেন।
২. মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)

পোস্ট- লেফটেন্যান্ট কর্নেল
দুটি বিশ্বকাপ ও একটি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতের সর্বকালের অন্যতম সেরা একজন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বর্তমানে তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলা চালিয়ে যাচ্ছেন। ক্রিকেট ছাড়াও তিনি ভারতের টেরিটোরিয়াল আর্মির লেফটেন্যান্ট কর্নেল পদে রয়েছেন। ইতিমধ্যে বিভিন্ন সময়ে তিনি এই পদে যোগদান করেছেন, ২০১৯ সালে ক্রিকেট বিশ্বকাপের পর তিনি আর্মি ক্যাম্পে যোগদান করেছিলেন।
১. কেএল রাহুল (KL Rahul)

পোস্ট- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, RBI
কেএল রাহুল ভারতের বর্তমান জাতীয় ক্রিকেট দলের একজন সদস্য। টি-টোয়েন্টি, একদিনের ক্রিকেটের পাশাপাশি টেস্ট ক্রিকেটেও নিজেকে মেলে ধরতে সক্ষম হয়েছেন। ভারতের অন্যতম নির্ভরযোগ্য একজন ব্যাটসম্যান কেএল রাহুল। উমেশ যাদবের মতো তিনিও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিযুক্ত রয়েছেন।