ইন্ডিয়ান আইডল বিজেতা ২০২৩

ইন্ডিয়ান আইডল বিজেতা ২০২৩: ভারতের অন্যতম জনপ্রিয় একটি টেলিভিশন গানের শো ইন্ডিয়ান আইডল এর বিজেতার নাম ঘোষণা হয়েছে। যা আমরা আজকের এই নিবন্ধে আলোচনা করব, প্রত্যেক বছর ভারতের টেলিভিশন নেটওয়ার্ক সনি টিভিতে এই জনপ্রিয় গানের রিয়ালিটি শো আয়োজন করা হয় যা বিগত ১৩ বছর ধরে চলে আসছে। সেরকম ২০২৩ সালের ইন্ডিয়ান আইডল বিজেতা কে হলো, দ্বিতীয় স্থানে কে, তৃতীয় স্থানে আর নাম রয়েছে এই ব্যাপারে নিচে বিস্তারিত আলোচনা করা হলো। এবছর ইন্ডিয়ান আইডলের ফাইনাল পর্ব ১ ও ২ এপ্রিল শনি ও রবিবার সম্প্রচার করা হয়।

ইন্ডিয়ান আইডল ১৩: বিবরণ

টিভি চ্যানেলসনি টিভি
প্রোগ্রামইন্ডিয়ান আইডল
প্রডিউসারFremantle India
কত বছর চলছে১৩
ওয়েবসাইটsonyliv.com

ইন্ডিয়ান আইডল বিজেতা ২০২৩

ইন্ডিয়ান আইডল ১৩ বিজেতা হলেন ঋষি সিং, দ্বিতীয় স্থানে রয়েছেন দেবস্মিতা রয় এবং তৃতীয় স্থানে রয়েছেন চিরাগ কটওয়াল

ইন্ডিয়ান আইডল ১৩ বিজেতা ঋষি সিং
ঋষি সিং, ইন্ডিয়ান আইডল বিজেতা ২০২৩
দ্বিতীয় স্থানে রয়েছেন দেবস্মিতা রয়
দেবস্মিতা রয়, ইন্ডিয়ান আইডল বিজেতা ২০২৩
তৃতীয় স্থানে রয়েছেন চিরাগ কটওয়াল
চিরাগ কটওয়াল, ইন্ডিয়ান আইডল বিজেতা ২০২৩

ইন্ডিয়ান আইডল ১৩ বিজেতা ২০২৩

র‍্যাঙ্কপ্রতিযোগীপুরস্কার
বিজেতাঋষি সিং২৫ লাখ টাকা ও মারুতি সুজুকি কোম্পানির তরফ থেকে নতুন গাড়ি ‘Brezza’।
প্রথম রানার আপদেবস্মিতা রায়ট্রফি ও ৫ লক্ষ টাকা
দ্বিতীয় রানার আপচিরাগ কটওয়ালট্রফি ও ৫ লক্ষ টাকা
তৃতীয় স্থানবিদিপ্তা চক্রবর্তী৩ লক্ষ টাকা
চতুর্থ স্থানশিবম সিং৩ লক্ষ টাকা

ইন্ডিয়ান আইডল ১৩ বিচারক

নেহা কক্কর- নেহা কাক্কার ভারতের একজন জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার, যিনি একজন প্রাক্তন ইন্ডিয়ান আইডল প্রতিযোগী। ২০০৫ সালে তিনি ইন্ডিয়ান আইডলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং তিনি ফাইনাল পর্যন্ত পৌঁছেছিলেন।

বিশাল দাদলানি-  বিশাল দাদলানি ভারতের একজন প্লেব্যাক সিঙ্গার, গানের লেখক, মিউজিক কম্পোজার ও তার মিউজিক স্টুডিও রয়েছে। ওম শান্তি ওম, আনজানা আনজানি, দোস্তানা, আই হেট লাভ স্টোরিস, ব্যাং ব্যাং, সুলতান, স্টুডেন্ট অফ দ্যা ইয়ার ইত্যাদি সিনেমাতে গান লিখেছেন এবং মিউজিক পরিচালনা করেছেন।

হিমেশ রেশমিয়া- হিমেশ রেশমিয়া ভারতের অন্যতম জনপ্রিয় একজন গায়ক যাকে ভারতের তরুণ জগৎ এক ডাকে চেনে। তিনি একধারে গায়ক, মিউজিক কম্পোজার এছাড়া তিনি হিন্দি সিনেমায় মিউজিক প্রোডিউস ও পরিচালনা করেছেন।

কিভাবে ইন্ডিয়ান আইডলের অডিশন হয়

বিগত ১৩ বছর ধরে ভারতের সনি টিভি চ্যানেলে ইন্ডিয়ান আইডল আয়োজিত হয়ে আসছে সফলভাবে। সারা ভারতের সঙ্গীতপ্রেমী মানুষেরা ও যারা সঙ্গীত চর্চা করেন তারা এই প্রতিযোগিতার অপেক্ষায় থাকে। সনি টিভিতে প্রায় ৬ থেকে ৭ মাস ধরে এই ইন্ডিয়ান আইডল রিয়েলিটি শো দেখানো হয়ে থাকে প্রত্যেক শনি ও রবিবার।

  • এই ইন্ডিয়ান আইডলের সমস্ত প্রতিযোগীদের সারা ভারত থেকে বাছাই করে আনা হয়।
  • ভারতের প্রত্যেকটি বড় শহরে ইন্ডিয়ান আইডলের বিচারকরা জান এবং সেখানে অডিশনের মাধ্যমে প্রতিযোগীদের বাছাই করা হয়।
  • অডিশনে বাছাই হওয়া প্রতিযোগিতা মুম্বাইয়ে আসার ছাড়পত্র পায়।
  • মুম্বাইতে প্রত্যেক সপ্তাহে এলিমিনেশন রাউন্ডের মাধ্যমে, প্রতিযোগীদের পরের রাউন্ডের জন্য বাছাই করা হয়।
  • এই এলিমিনেশন রাউন্ডের মাধ্যমে সেরা ৩০ জন প্রতিযোগী, ও পরবর্তীকালে সেরা ১৫ জন প্রতিযোগী বাছাই করা হয়।
  • এইভাবে ফাইনাল রাউন্ডের জন্য সেরা ৫ জনকে নির্বাচন করা হয় বিচারকদের দেওয়া নম্বর ও দর্শকদের ভোটের উপর নির্ভর করে।

ইন্ডিয়ান আইডল ২০২৩: সঞ্চালক

আদিতিয়া নারায়ন- ইন্ডিয়ান আইডল ২০২৩ মরশুমে অদিতিয়ান নারায়ণ সম্পূর্ণ প্রোগ্রামের সঞ্চালনা করেছেন। ইন্ডিয়ান আইডল ছাড়া তিনি ভারতের বিভিন্ন টেলিভিশন প্রোগ্রামে সঞ্চালনার ভূমিকা পালন করেছেন।

ইন্ডিয়ান আইডল ১৩: সেরা ১৫ প্রতিযোগী

  1. নবদীপ ওয়াদালি
  2. সোনাক্ষী কর
  3. শিবম সিং
  4. ঋষি সিং
  5. আনুশকা পাত্র
  6. সঞ্চারী সেনগুপ্ত
  7. চেরাগ কোতোয়াল
  8. সেঁজুতি দাস
  9. বিদীপ্তা চক্রবর্তী
  10. দেবস্মিতা রায়
  11. বিনীত সিং
  12. রূপম ভরনারহিয়া
  13. কাব্য লিমায়ে
  14. প্রীতম রায়
  15. শগুন পাঠক

ইন্ডিয়ান আইডল ১৩: সেরা ৩০ প্রতিযোগী

  1. নবদীপ ওয়াদালি
  2. সোনাক্ষী কর
  3. শিবম সিং
  4. ঋষি সিং
  5. আনুশকা পাত্র
  6. সঞ্চারী সেনগুপ্ত
  7. চেরাগ কোতোয়াল
  8. সেঁজুতি দাস
  9. বিদীপ্তা চক্রবর্তী
  10. দেবস্মিতা রায়
  11. বিনীত সিং
  12. রূপম ভরনারহিয়া
  13. কাব্য লিমায়ে
  14. প্রীতম রায়
  15. শগুন পাঠক
  16. শীর্ষা রক্ষিত
  17. তাবিশ আলী
  18. রিতো রিবা
  19. বান্টি ভন্ডাল
  20. প্রভুপাদ মোহান্তি
  21. অতুল রাও
  22. জুনেত্র দাস
  23. প্রতিক্ষা ডেকা
  24. প্রতীক অরুণ সোলে
  25. মুসকান তোমর
  26. অনন্যা নন্দা
  27. কৌশিক চক্রবর্তী
  28. গণেশ মেস্ত্রী
  29. নাহিদ আফরিন
  30. বর্নালী হোতা

ইন্ডিয়ান আইডল ২০২৩ সালের বিজেতা কে ?

ঋষি সিং

ইন্ডিয়ান আইডল ২০২৩ সালের প্রথম রানার আপ কে ?

দেবস্মিতা রয়

ইন্ডিয়ান আইডল ২০২৩ সালের দ্বিতীয় রানার আপ কে ?

চিরাগ কটওয়াল

মন্তব্য করুন