WhatsApp Update: ছবি, ভিডিও, মেসেজ এডিট করা যাবে হোয়াটসঅ্যাপেই! নয়া আপডেট

WhatsApp Update: ছবি, ভিডিও, মেসেজ এডিট করা যাবে হোয়াটসঅ্যাপেই! নয়া আপডেট

WhatsApp Update: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম মেটার মালিকাধীন WhatsApp সকল ব্যাবহারকারীদের জন্যে নতুন একটি ফিচার নিয়ে হাজির হয়েছে। নয়া এই ফিচারের নাম ‘Text Editor’।

বর্তমানে সারা বিশ্ব জুড়ে WhatsApp ব্যাবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দায়। যারা এই ইনস্ট্যান্ট ম্যাসেজিং এপ্লিকেশনটি ব্যাবহার করেন তাদের জন্যে আসতে চলেছে একটি সুখবর। মেটা অধিকৃত হোয়াটসঅ্যাপ প্রায়শই ব্যাবহারকারীদের কথা মাথায় রেখে নিত্যনতুন ফিচার নিয়ে আসে। কখনো এগুলোর বিশেষ প্রয়োজন হয়না, আবার কখনো এগুলো বিশেষ প্রয়োজনীয় হয়ে ওঠে।

WhatsApp ব্যাবহারকারীরা সকলেই জানেন হোয়াটসঅ্যাপের বিভিন্ন ফিচার যুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে উভয়ের জন্যে ম্যাসেজ ডিলিট, পেমেন্ট অপশন আরো অনেক কিছু। তবে এতদিন মেসেজ পাঠানোর পর সেই মেসেজ পুনরায় এডিট করা যেত না। সে ক্ষেত্রে মেসেজ ডিলিট করা ছাড়া উপায় ছিল না। এই কথা মাথায় রেখেই whatsapp নতুন ফিচারটি নিয়ে এসেছে। হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানোর পরে যদি আপনার মনে হয় কোথাও ভুল হয়েছে সেটি পুনরাই এডিট করে পাঠাতে পারবেন এই ফিচারের সাহায্যে। ফিচারটির নাম হল ‘Text Editor’।

WABetaInfo এর তরফ থেকে সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী নতুন এই আপডেটে টেক্সট এডিটর এর সাহায্যে টেক্সট, ফটো, ভিডিও এবং gif ফাইল এডিট করা যাবে।

WhatsApp Update: কিভাবে কাজ করে Text Editor

হোয়াটসঅ্যাপে নতুন এই আপডেটের মাধ্যমে জানানো হয়েছে ব্যবহারকারীরা কিবোর্ড এর উপরে লেখা যেকোনো ফন্ট ট্যাপ করলে একাধিক ফন্ট দেখানো হবে তারপরে টেক্সট এলাইনমেন্ট বাদিকে মাঝখানে বা ডানদিকে পরিবর্তন করা যেতে পারে। এছাড়াও ছবি, ভিডিও এবং gif টেক্সট ফরম্যাট পরিবর্তন করা যাবে। বিটা ব্যবহারকারীরা ইতিমধ্যেই এই আপডেটটি পেয়ে যাবেন যেখানে টেক্সট এর রং-ও পরিবর্তন করতে পারবেন ব্যবহারকারীরা।

এছাড়াও হোয়াটসঅ্যাপ ম্যাসেজিং অ্যাপ্লিকেশনে নতুন একটি ফিচার যুক্ত করা হবে আগামী দিনে, এই ফিচারের নাম ‘অডিও চাটস’। আপাতত কাজ চলছে এই ফিচারটির উপর। অন্যদিকে টেক্সট এডিটর ফিচার বর্তমানে বিটা ভার্সনে উপলব্ধ। সমস্ত সমীক্ষা সম্পূর্ণ হলেই এই ফিচারটি মেইন হোয়াটসঅ্যাপ এপ্লিকেশনের যুক্ত করা হবে খুব শীঘ্রই। তবে ফিচারটি কবে থেকে whatsapp-এ চালু হয়েছে সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

Previous articleরাজস্থান বনাম হায়দ্রাবাদ আইপিএল ম্যাচ হাইলাইটস- ভিডিও
Next articleপশ্চিমবঙ্গ NMMS result 2023
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply