১ এপ্রিল থেকে UPI পেমেন্টে কত অতিরিক্ত চার্জ লাগবে?

১ এপ্রিল থেকে UPI পেমেন্টে কত অতিরিক্ত চার্জ লাগবে: ১ এপ্রিল থেকে ইউপিআই পেমেন্টে কত অতিরিক্ত চার্জ লাগবে জানেন? হ্যাঁ! ঠিকই শুনছেন। বিনামূল্যে UPI পেমেন্ট বন্ধ হতে চলেছে ১ এপ্রিল এর পর।

National payments corporation of india (NPCI) ইউপিআই (UPI) এর মাধ্যমে ব্যাংক একাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা লেনদেনের ক্ষেত্রে গ্রাহক এবং ব্যবসায়ীদের জন্য বিনামূল্যে করা হবে কিনা সে বিষয়ে স্পষ্ট বক্তব্য রাখেছে। যদি আপনি ইউপিআই ব্যবহার করে থাকেন তবে আপনার অবশ্যই জেনে রাখা প্রয়োজন ১ এপ্রিল থেকে বিভিন্ন ইউপিআই অ্যাপগুলিতে আসছে বড় পরিবর্তন। ইউপি এপ্লিকেশন যেমন google pay, phone-pe, paytm ইত্যাদি অ্যাপের মাধ্যমে পেমেন্ট করার জন্য এর পূর্বে কোন চার্জ দিতে হতো না। তবে সম্প্রতি ইউপিআই এর মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে ফি ধার্য করা হয়েছে।

আগামী পয়লা এপ্রিল থেকে ইউপিআই অর্থাৎ (উনিফাইড পেমেন্ট ইন্টারফেস) এর মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে দিতে হবে বাড়তি চার্জ। NPCI লেনদেনের উপরে প্রিপেড পেমেন্ট ইন্সট্রুমেন্ট বা PPI ফি ধার্য করার পরামর্শ দিয়েছে। রিপোর্ট অনুযায়ী ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে ২,০০০ টাকার বেশি অংকের ইউপিআই পেমেন্টে PPI ফি ধার্য করার কথা বিবেচনা করছে। এক্ষেত্রে লেনদেনের পরিমাণের ১.১% হারে লেনদেন চার্জ কার্যকর করা হবে।

ইপিএফ পেমেন্ট এর ক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে। অনেকেই বিভিন্ন অ্যাকাউন্টে অর্থ পাঠানোর জন্য ইউপিআই সক্ষম অ্যাপে ব্যাংক একাউন্ট লিংক করে লেনদেন করেন। এ ক্ষেত্রে ৯৯.৯ শতাংশ অবদান রাখে এই ধরনের অ্যাপ্লিকেশন গুলি। গ্রাহক এবং ব্যবসায়ীদের জন্য এই ব্যাংক অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট লেনদেনগুলি বিনামূল্যে অব্যাহত রেখেছে NPCI।

Read More, হোয়াটসঅ্যাপ কিভাবে টাকা ইনকাম করে?

১ এপ্রিল থেকে UPI পেমেন্টে কত অতিরিক্ত চার্জ লাগবে?

ইউপিআই এর মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে অতিরিক্ত চার্জ দিতে হবে ১ এপ্রিলের পর থেকে। কিন্তু ১ এপ্রিল থেকে UPI পেমেন্টে কত অতিরিক্ত চার্জ লাগবে লেনদেনের ক্ষেত্রে এবং এই নিয়মাবলী কাদের জন্য প্রযোজ্য চলুন জেনে নেওয়া যাক। NPCI এর তরফ থেকে জানানো হয়েছে ২০০০ টাকার বেশি ইউপিআই লেনদেনের ক্ষেত্রে ১.১% হারে চার্জ করা হবে।

২০০০ টাকার উপর অতিরিক্ত ১.১ শতাংশ হারে চার্জ করা হবে। কিন্তু একধিক ক্ষেত্রে এই হার নিয়ে অস্পষ্টতা রয়েছে। যেমন ৩০০০ টাকা লেনদেনের ক্ষেত্রে কেবলমাত্র ১০০০ টাকার উপরে ১.১ শতাংশ চার্জ করা হবে নাকি পুরো ৩০০০ টাকার উপরে ১.১ শতাংশ চার্জ করা হবে, তা এখনও স্পষ্ট ভাবে জানানো হয়নি।

১ এপ্রিল থেকে UPI পেমেন্টে অতিরিক্ত চার্জ কাদের জন্য?

তবে এখানে আপনার চিন্তা করার কোনো কারণ নেই। NPCI এর তরফ থেকে জানানো হয়েছে এই অতিরিক্ত চার্জ শুধুমাত্র PPI বাণিজ্যিক লেনদেনের জন্য প্রযোজ্য। গ্রাহকদের জন্য কোন চার্জ নেই। কারণ এই ফি ব্যাংক একাউন্ট এবং PPI ওয়ালেট এর মধ্যে পিয়ার টু পিয়ার (P2P) এবং পিয়ার টু মার্চেন্ট (P2M) লেনদেনের জন্য প্রযোজ্য হবে না।

সহজ ভাষায় বলতে গেলে কোন ব্যবসায়ী বা ব্যক্তি যদি অনলাইনে সরাসরি ব্যাংক একাউন্ট থেকে টাকা লেনদেন করে তবে তার জন্য কোন চার্জ নেওয়া হবে না। যদি কোন ইউপিআই ওয়ালেট ব্যবহার করে, ২০০০ টাকার বেশি লেনদেন করা হয় সেক্ষেত্রে ১.১ শতাংশ চার্জ দিতে হবে।

সম্প্রতি ইউপিআই লেনদেনের ক্ষেত্রে ৭০ শতাংশ ২০০০ টাকার বেশি লেনদেন করা হয়, অর্থাৎ এই নতুন নিয়মে বড় ব্যবসায়ীদের অনেক ক্ষতি হতে চলেছে, যা বলা বাহুল্য। বর্তমানে বহু মানুষ ইউপিআই অ্যাপ্লিকেশন যেমন google pay, phonepe, paytm এর মত অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকে, বর্তমানে দেশে Phone-Pe সর্বাধিক ব্যবহৃত ইউপিআই প্ল্যাটফর্ম। গোটা দেশে ৬৭ মিলিয়ন এক্টিভ ইউজার রয়েছে এই অ্যাপ্লিকেশনে।

NPCI একটি টুইট বার্তার মাধ্যমে গ্রাহকদের জানিয়েছে গ্রাহকদের জন্য কোন অতিরিক্ত চার্জ লাগবে না ব্যাংক একাউন্ট থেকে অন্য ব্যাংক একাউন্টে ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে, যেমনটা সাধারণ ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে হয়ে থাকে। এই অতিরিক্ত চার্জ শুধুমাত্র প্রিপেইড পেমেন্ট ইন্সট্রুমেন্ট PPI মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য।

Read More,

রাজশ্রী রেঙ্গান FIS এর ইন্ডিয়া হেড অফ ডেভেলপমেন্ট ব্যাংকিং এবং পেমেন্টস এর তরফ থেকে জানানো হয়েছে NPCI তরফ থেকে নেওয়া প্রিপেড পেমেন্ট ইন্সট্রুমেন্টের এই নতুন পদক্ষেপ সারা ভারত জুড়ে নির্বিঘ্ন ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম তৈরির দিকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।

তিনি আরো বলেন পেমেন্ট সিস্টেম এর মধ্যে বৃহত্তম আন্তঃ অপরেবিলিটি সহ গ্রাহকরা ব্যবসায়ীদের সাথে লেনদেন করে সে সম্পর্ক আরো উন্নতি ঘটাবে, যার ফলে ডিজিটাল পেমেন্ট গ্রহণ বৃদ্ধি পাবে এবং শেষ পর্যন্ত আর্থিক অন্তর্ভুক্তি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি চালনা করবে। এই পদক্ষেপটি ডিজিটাল পেমেন্ট স্পেস উদ্ভাবনকে উৎসাহিত করবে। প্রতিযোগিতা বাড়বে এবং গ্রাহকদের দেওয়া পরিষেবার মান উন্নত করবে।

মন্তব্য করুন