SSC MTS পরীক্ষার তারিখ ২০২৩, এডমিট কার্ড ডাউনলোড

SSC MTS পরীক্ষার তারিখ ২০২৩, SSC MTS এডমিট কার্ড ডাউনলোড: বিশেষ গুরুত্বপূর্ণ খবর, আজকে আমরা এই নিবন্ধে দেখে নেব SSC MTS এডমিট কার্ড ডাউনলোড কিভাবে করতে হবে এছাড়া SSC MTS পরীক্ষার তারিখ কবে, এই বিষয়গুলি নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হলো। যারা এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করেছিলেন তারা তাদের লোকেশন সিলেক্ট করে পরীক্ষার দিন কবে সেটা দেখতে পারেন এছাড়া এডমিট কার্ড কিভাবে ডাউনলোড করতে হবে সেই ব্যাপারে নিচের বিস্তারিত দেওয়া আছে। অবশ্যই মনে রাখবেন প্রত্যেকটি লোকেশন এর জন্য পরীক্ষার তারিখ আলাদা দেওয়া হয়েছে। সেই কারণে আবেদনকারীকে অনুরোধ করা হচ্ছে নিজের সঠিক লোকেশন বাছাই করে পরীক্ষার দিনগুলি দেখুন। এডমিট কার্ড এখনো অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি পরীক্ষার ঠিক ১০ দিন আগে এই এডমিট কার্ড প্রকাশিত হবে।

SSC MTS পরীক্ষার তারিখ ২০২৩

এডমিট কার্ডের জন্য আপনারা আমাদের ওয়েবসাইট কে ফলো করতে পারেন। এডমিট কার্ড রিলিজ হলে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনি সরাসরি এডমিট কার্ড নিজের মোবাইলে ডাউনলোড করতে পারবেন। SSC MTS নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল 18 জানুয়ারি 2023, মাল্টি টাস্কিং স্টাফের সঙ্গে SSC পিয়ন, হাবিলদার, জামাদার, চৌকিদার, সাফাইওয়ালা ইত্যাদি পোস্টে নিয়োগ করতে চলেছে। এই নিয়োগ প্রক্রিয়ায় মোট শূন্য পদের সংখ্যা রয়েছে MTS-10880 ও হাবিলদার 529 টি। SSC MTS পরীক্ষার তারিখ ২০২৩ ঘোষণা করা হয়েছে 29 মার্চ, মে ও জুন মাসে প্রথম পর্বের পরীক্ষা সংগঠিত হবে। এছাড়া সরকারি চাকরির বিভিন্ন খবরা-খবরের জন্য আপনারা এখান থেকে পড়তে পারেন।

SSC MTS পরীক্ষার তারিখ ২০২৩: বিবরন

নিয়োগSSC MTS
বিষয়পরীক্ষার তারিখ
পরীক্ষাMTS
শূন্যপদ১১৪০৯
বিজ্ঞপ্তি১৮-০১-২০২৩
নিয়োগ প্রক্রিয়াCBT
ওয়েবসাইটssc.nic.in

SSC MTS পরীক্ষার তারিখ ২০২৩

এই নিউ প্রক্রিয়ার প্রথম পর্বের পরীক্ষা আয়োজিত হতে চলেছে মে ও জুন মাসে। এডমিট কার্ড আপনারা পরীক্ষার ১০ দিন আগে পেয়ে যাবেন। নিচের টেবিলে আপনারা পরীক্ষার তারিখ গুলি দেখতে পাবেন।

মে মাসের পরীক্ষার তারিখ-
০২-০৫-২০২৩ থেকে ১৯-০৫-২০২৩

জুন মাসের পরীক্ষার তারিখ-
১৩-০৬-২০২৩ থেকে ২০-০৬-২০২৩

SSC MTS এডমিট কার্ড ডাউনলোড

অফিসিয়াল ওয়েবসাইটে এখনো এডমিট কার্ডের ব্যাপারে কোন খবর জানানো হয়নি। তবে বিগত পরীক্ষাগুলি অনুসারে এডমিট কার্ড পরীক্ষার ১০ দিন আগে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

কিভাবে SSC MTS এডমিট কার্ড ডাউনলোড করতে হবে ?

  • প্রথমে আপনাকে আপনার লোকেশন অনুযায়ী অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • এরপর সেখানে আপনার রেজিস্ট্রেশন নম্বর, জন্ম তারিখ এছাড়া যা চাইবে সেগুলি দিতে হবে।
  • এরপর আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
  • এরপরে আপনার সামনে পরীক্ষার তারিখ, পরীক্ষার সময় ও পরীক্ষার শহর চলে আসবে।
  • এরপর আপনি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন।
  • এডমিট কার্ড দুই কপি প্রিন্ট করে নিতে ভুলবেন না যেন এটি আপনার পরীক্ষার সেন্টারে লাগবে।

SSC MTS পরীক্ষার নিয়ম প্রক্রিয়া

  • এই পরীক্ষা কম্পিউটার বেস টেস্ট (CBT) পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। দুটি পর্বে এই পরীক্ষা সংঘটিত হবে।
  • প্রথম পর্বে কোন নেগেটিভ মার্কিং থাকবে না পরীক্ষায়।
  • দ্বিতীয় পর্বের পরীক্ষায় প্রত্যেকটি ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিন থাকবে, যা আপনারা পরীক্ষার প্রশ্নপত্রে দেখতে পাবেন।

SSC MTS প্রথম পর্বের পরীক্ষার নম্বর বিভাগ

প্রথম পর্বের পরীক্ষানিউমোরিক্যাল এবং গণিত
প্রশ্ন২০ টি
নম্বর৬০
সময়৪৫ মিনিট
প্রথম পর্বের পরীক্ষারিজনিং ও প্রবলেম সলভিং
প্রশ্ন২০ টি
নম্বর৬০
সময়৪৫ মিনিট
দ্বিতীয় পর্বের পরীক্ষাইংরেজি ও অনুচ্ছেদ
প্রশ্ন২৫ টি
নম্বর৭৫
সময়৪৫ মিনিট
দ্বিতীয় পর্বের পরীক্ষাজেনারেল নলেজ
প্রশ্ন২৫ টি
নম্বর৭৫
সময়৪৫ মিনিট

SSC MTS পরীক্ষার স্থান লোকেশন অনুযায়ী

পূর্ব ভারত- পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, সিকিম, ঝাড়খন্ড আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ

পরীক্ষা সেন্টার- পোর্ট ব্লেয়ার, রাঁচি, বালাসোর সম্বলপুর, গ্যাংটক, হুগলি, কলকাতা, শিলিগুড়ি, বহরমপুর (উড়িষ্যা), ভুবনেশ্বর, কটক, ঢেঙ্কনাল, রাউরকেলা।

পশ্চিম ভারত- মহারাষ্ট্র, গুজরাট, গোয়া, দমন, ডিউ, দাদরা, নগর হাভেলি।

পরীক্ষার সেন্টার- পানাজি, আমেদাবাদ, আনন্দ, গান্ধী নগর, রাজকোট, সুরাট, ভাদোদরা, আমরাবাতি, আওরঙ্গাবাদ, জালগণ, কলাপুর, মুম্বাই, নাগপুর, নান্দেদ, নাসিক, পুনে।

মধ্য ভারত- মধ্যপ্রদেশ, ছত্রিশগড়

পরীক্ষার সেন্টার- ভূপাল, গোয়ালিয়র, ইনডোর, জাবালপুর, সাতনা, সাগর, উজ্জয়িনী, বিলাসপুর, রায়পুর, দুর্গ ভিলাই।

দক্ষিণ ভারত- অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, তেলেঙ্গানা, পন্ডিচেরি।

পরীক্ষার সেন্টার- চিরালা, গুন্টুর, কাকিনাদা, কুরনুল, নেল্লোর, রাজমুন্দ্রি, তিরুপতি, ভিজিয়ানগরম, বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম, পুদুচেরি, মাদুরাই, সালেম, তিরুচিরাপল্লি, ওয়ারাঙ্গল, চেন্নাই, কোয়েম্বাটোর, তিরুনেলভেলি, ভেলোর, হায়দ্রাবাদ, করিমনগর।

উত্তর ভারত- রাজস্থান, দিল্লি, উত্তরাখন্ড।

পরীক্ষার সেন্টার- দেরাদুন, হালদায়ানি, হরিদ্দার, দিল্লি, আজমির, আলোয়ার, ভারতপুর, বিকানের, জয়পুর, যোধপুর, কোটা, শ্রীগঙ্গানগর, উদয়পুর, শিকার।

উত্তর-পূর্ব ভারত- অরুণাচল, প্রদেশ, আসাম, মনিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা।

পরীক্ষার সেন্টার- ইটানগর, ডিব্রুগড়, গুয়াহাটি (দিসপুর), জোড়হাট, শিলচর, কোহিমা, শিলং, ইম্ফল, চুরাচাঁদপুর, উখরুল, আগরতলা, আইজল।

উত্তর-পশ্চিম ভারত- চন্ডিগড়, হরিয়ানা, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, জম্মু এবং কাশ্মীর।

পরীক্ষার সেন্টার- চন্ডিগড়, মোহালি, হামিরপুর, সিমলা, জম্মু, লে, সাম্বা, শ্রীনগর, জালান্ধার, লুদিয়ানা, পাতিয়ালা, অমৃতসর।

কর্ণাটক, কেরালা- কর্ণাটক, কেরালা, লক্ষদ্বীপ।

পরীক্ষার সেন্টার- বেলাগাভি, বেঙ্গালুরু, হুব্বল্লি এর্নাকুলাম,  কান্নুর,  কোল্লাম, কোট্টায়াম, কোঝিকোড়,  কাভারত্তি, কালাবুরাগী (গুলবর্গা), ম্যাঙ্গালুরু, মাইসুরু, শিবমোগা, উডুপি, ত্রিশুর, তিরুবনন্তপুরম।

মন্তব্য করুন