পশ্চিমবঙ্গ NMMS result 2023

পশ্চিমবঙ্গ NMMS result 2023: National Means Merit Scholarship (NMMS) যা ভারত সরকারের পক্ষ থেকে চালু করা হয়েছিল। প্রত্যেক বছর এই স্কলারশিপের জন্য পরীক্ষা নেওয়া হয় সরকারি স্কুলগুলিতে। এই পরীক্ষায় কেবলমাত্র অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে এবং শুধুমাত্র সরকারি বিদ্যালয় গুলি এই স্কলারশিপের আওতায় আসবে। কোনরকম প্রাইভেট স্কুল বা বেসরকারি প্রতিষ্ঠান এই স্কলারশিপ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এ বছর ১৮ ফেব্রুয়ারি ২০২৩ এই NMMS পরীক্ষা সংঘটিত হয়। এই পরীক্ষার রেজাল্ট এখনো পর্যন্ত বেরোয়নি তবে খুব শীঘ্রই ছাত্রছাত্রীরা অফিশিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে তাদের রেজাল্ট জানতে পারবে, আজ এই বিষয়ে আলোচনা করা হবে।

পশ্চিমবঙ্গ NMMS result 2023: বিবরণ

পরীক্ষাপশ্চিমবঙ্গ NMMS
রাজ্যপশ্চিমবঙ্গ
পরীক্ষার বিভাগপ্রতিযোগিতামূলক স্কলারশিপ
স্কলারশিপের নামNMMS
বছর২০২৩
শ্রেণীঅষ্টম শ্রেণী
অর্থমূল্য১২,০০০ প্রতিবছর
পরীক্ষার তারিখ১৮ ডিসেম্বর ২০২২
রেজাল্টঘোষণা হয়নি
ওয়েবসাইটwbbse.wb.gov.in

ভারত সরকার সরকারি স্কুল গুলির জন্য এই স্কলারশিপ প্রকল্প চালু করেছিল যেখানে পরীক্ষার মাধ্যমে অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া পড়ুয়ারা প্রত্যেক বছর ভারত সরকারের পক্ষ থেকে স্কলারশিপ অর্থ মূল্য ১২০০০ টাকা করে পেয়ে থাকেন। অষ্টম শ্রেণীর পাশ করে নবম শ্রেণী থেকে পড়ুয়ারা এই স্কলারশিপের লাভ পেয়ে থাকেন। এই অর্থমূল্য সরাসরি ছাত্র-ছাত্রীদের ব্যাংক একাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। সম্প্রতি ডিসেম্বরে হওয়া এই পরীক্ষার Answer key প্রকাশ করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। নিচের দেওয়া লিংক এর মাধ্যমে আপনারা সরাসরি ওয়েবসাইটে গিয়ে Answer key ডাউনলোড করতে পারবেন।

কিভাবে ডাউনলোড করবেন পশ্চিমবঙ্গ NMMS Answer key 2023

  • প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে scholarships.wbbse.gov.in।
  • এরপর আপনাকে নোটিশ অপশনে যেতে হবে।
  • সেখানে আপনার সামনে কয়েকটি অপশন থাকবে।
  • Final answer key of NMMS 2022 আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার ডিভাইসে পিডিএফ ফাইলটি সেভ হয়ে যাবে।
  • পিডিএফ ফাইল ওপেন করে আপনি পরীক্ষার উত্তর পত্র দেখতে পারবেন।

পশ্চিমবঙ্গ NMMS Cut off মার্কস

  • এই ধরনের স্কলারশিপ পরীক্ষায় প্রচুর ছাত্র ছাত্রী আবেদন করে থাকবে এবং পরীক্ষা দেয়, সেই কারণে পরীক্ষার্থীর উপর ভিত্তি করে Cut Off মার্কস নির্ধারণ করা হয়ে থাকে।
  • যদিও এই বিষয়ে এখনও কোন অফিসিয়াল ঘোষণা করা হয়নি।
  • পরীক্ষার রেজাল্ট বেরোনোর সাথে আপনারা এই কাট অফ মার্কস দেখতে পাবেন।
  • কাট অফ মার্কস পরীক্ষায় কিছু বিষয়ের উপর নির্ধারণ করা হয়ে থাকে যেমন পরীক্ষার প্রশ্নপত্র কিরকম হয়েছিল।
  • এ বছর স্কলারশিপের জন্য কত স্থান ধার্য করা হয়েছে।
  • পরীক্ষায় পড়ুয়ারা কি রকম নম্বর পেয়েছেন এই সমস্ত বিষয়ের উপর।

পশ্চিমবঙ্গ NMMS result 2023: কি কি তথ্য উল্লেখ থাকবে রেজাল্টে

  • পরীক্ষার্থীর নাম
  • পরীক্ষার্থীর রোল নাম্বার
  • NMMS পরীক্ষায় প্রাপ্ত নম্বর
  • SAT পেপারে প্রাপ্ত নম্বর
  • NMMS পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বর কত হলো

মেধা তালিকা পশ্চিমবঙ্গ NMMS result 2023

  • এই স্কলারশিপ পরীক্ষায় মেধাতালিকা বা মেরিট লিস্ট প্রকাশ করা হয়।
  • এই পরীক্ষায় যারা সর্বোচ্চ নম্বর পায় তাদের একটি মেধা তালিকা তৈরি করা হয় যা অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
  • মেধা তালিকায় প্রাপ্ত নম্বর অনুযায়ী RANK সিস্টেমে তাদের সাজানো হয়।
  • এই মেরিট লিস্ট আপনারা scholarships.wbbse.gov.in ওয়েবসাইটে পেয়ে যাবেন।
  • নোটিশ অপশনের মধ্যে মেরিট লিস্ট বলে একটি লিংক থাকবে যেখান থেকে আপনারা পিডিএফ নিজের ডিভাইসে সেভ করতে পারবেন।

পশ্চিমবঙ্গ NMMS পরীক্ষা: যোগ্যতা

  • সরকারি বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে ছাত্র বা ছাত্রীকে থাকতে হবে।
  • সপ্তম শ্রেণীতে প্রাপ্ত নম্বর সর্বনিম্ন ৫৫% হতে হবে।
  • ছাত্র-ছাত্রী পিতা-মাতার আয় বার্ষিক ১৫০,০০০ এর বেশি হলে চলবে না।
  • এই স্কলারশিপে সৈনিক বিদ্যালয়, কেন্দ্রীয় বিদ্যালয়, বেসরকারি স্কুল আবেদন করতে পারবে না।

পশ্চিমবঙ্গ NMMS Exam Pattern 2023

পশ্চিমবঙ্গের এই NMMS স্কলারশিপ পরীক্ষা মোট ১৮০ নম্বরে আয়োজন করা হয়। এই ১৮০ নম্বরের মধ্যে দুটি ভাগ থাকে SAT ও MAT, দুটি বিভাগে ৯০ নম্বর করে থাকে।

SAT- scholastic ability test ৯০ নম্বরে সংগঠিত হয় এই বিভাগের মধ্যে মাল্টিপল চয়েস, বিজ্ঞান, গণিত ইত্যাদি বিষয়ে পরীক্ষা করা হয়। এই প্রশ্নগুলি সাধারণত ষষ্ঠ শ্রেণি ও সপ্তম শ্রেণীর থেকে করা হয়।

MAT- mental ability test এই বিভাগেও ৯০ নম্বরের প্রশ্ন থাকে এখানেও মাল্টিপল চয়েস, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ ইত্যাদি বিষয়ের উপর থাকে।

পশ্চিমবঙ্গ NMMS পরীক্ষা 2023

পশ্চিমবঙ্গের NMMS পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ ছাত্রছাত্রীদের জন্য। অষ্টম শ্রেণীতে থাকাকালীন এই পরীক্ষা আয়োজন করা হয় এই পরীক্ষার মাধ্যমে পড়ুয়াদের জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, গণিত, বিজ্ঞান ইত্যাদি বিষয় পরীক্ষা করা হয়ে থাকে। এই স্কলারশিপ প্রধানত পশ্চিমবঙ্গের গরীব নিম্নবিত্ত ঘরের ছাত্রছাত্রীদের জন্য তৈরি করা হয়েছে, যারা পড়াশোনায় ভালো কিন্তু পড়াশোনার খরচা তারা ঠিকমতো চালাতে পারেন না।

পশ্চিমবঙ্গ NMMS Answer keyCLICK HERE
পশ্চিমবঙ্গ NMMS ResultCLICK HERE
অফিসিয়াল ওয়েবসাইটCLICK HERE

Q&A: পশ্চিমবঙ্গ NMMS result 2023

কবে পশ্চিমবঙ্গ NMMS Result প্রকাশিত হবে?

এখনো পর্যন্ত তারিখ প্রকাশিত করা হয়নি তবে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এই পরিচয় ফলাফল জানতে পারবেন।

পশ্চিমবঙ্গ NMMS Result কি করে দেখবেন?

scholarships.wbbse.gov.in ওয়েবসাইটের মাধ্যমে আপনারা পশ্চিমবঙ্গ NMMS পরীক্ষার ফলাফল দেখতে পারবেন।

পশ্চিমবঙ্গ NMMS স্কলারশিপ এ কত টাকা পাওয়া যায়?

১২,০০০ টাকা প্রতি বছর সরকারের তরফ থেকে স্কলারশিপ গ্রুপে দেয়া হয় ছাত্রছাত্রীদের, যাতে তারা উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করতে সক্ষম হন।

মন্তব্য করুন