রাজস্থান ফ্রি স্মার্টফোন যোজনা ২০২৩ অনলাইন রেজিস্ট্রেশন

রাজস্থান ফ্রি স্মার্টফোন যোজনা ২০২৩ অনলাইন রেজিস্ট্রেশন: রাজস্থান ফ্রি স্মার্টফোন যোজনা ২০২৩ অনলাইন রেজিস্ট্রেশন, রাজস্থান ফ্রি স্মার্টফোন যোজনা ২০২৩ জেলাভিত্তিক তালিকা ইত্যাদি আপনারা জানতে পারবেন রাজস্থান ফ্রি স্মার্টফোন যোজনা ২০২৩ অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এই নিবন্ধের মাধ্যমে আপনি এই যোজনার বিষয়ে আরো বিস্তারিত জানতে পারবেন। এই ধরনের সকল কেন্দ্র সরকারি রাজ্য সরকারি যোজনার বিষয়ে জানার জন্যে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

রাজস্থান ফ্রি স্মার্টফোন যোজনা ২০২৩ এর বিষয়ে ইতিমধ্যেই রাজস্থান সরকার ঘোষণা করেছে যে ১.৩৩ কোটি রাজস্থানী মহিলা ২০২৩ সাল থেকে বিনামূল্যে স্মার্টফোন পাবেন। রাজস্থান সরকারের এই যোজনায় কারা স্মার্টফোন পাওয়ার যোগ্য, রাজস্থান ফ্রি স্মার্টফোন যোজনা ২০২৩ অনলাইন রেজিস্ট্রেশন, তালিকা, আবেদন পদ্ধতি, আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র, স্মার্টফোনের বিবরণ এবং চিরঞ্জীবি যোজনার সুবিধা গুলোর বিষয়ে জানবো। এই নিবন্ধে যোজনা সম্পর্কে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

রাজস্থান ফ্রি স্মার্টফোন যোজনা ২০২৩: ওভারভিউ

প্রকল্পের নামরাজস্থান ফ্রি স্মার্টফোন যোজনা
চালু করেছেনরাজস্থান রাজ্য সরকার
যে রাজ্যে এই প্রকল্প চালু হয়েছেরাজস্থান
প্রকল্পের সুবিধাভোগীরাজস্থানের মহিলা
প্রকল্পের উদ্যেশ্যমহিলাদের স্মার্টফোন বুঝতে এবং কিনতে অনুপ্রাণিত করা এবং ডিজিটালেশনের দিকে এগিয়ে যাওয়া
অফিসিয়াল ওয়েবসাইটrajasthan.gov.in

রাজস্থান ফ্রি স্মার্টফোন যোজনার আরেক নাম হলো মুখ্যমন্ত্রী ডিজিটাল সেবা যোজনা। এই যোজনার মাধ্যমে রাজস্থানের মহিলারা বিনামূল্যে স্মার্টফোন পাবেন। এই যোজনার আওতায় যে সমস্ত মহিলারা স্মার্টফোন পাবেন তাদের তালিকা এবং এই যোজনার সুবিধাগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।

বর্তমান সময়ে স্মার্টফোন প্রত্যেকটি মানুষের এক জরুরি অঙ্গ হয়ে উঠেছে। সামাজিক দিক দিয়ে, শিক্ষাগত দিক দিয়ে এবং বিভিন্ন তথ্য সরবরাহ করতে স্মার্টফোন সবচেয়ে বেশি উপযোগী। তবে ভারতে বয়স্ক মহিলারা ইন্টারনেট এবং স্মার্টফোন প্রযুক্তি থেকে বর্তমানে অনেকটাই দূরে। এই কথা মাথায় রেখেই রাজস্থান সরকার একটি নতুন যোজনা চালু করেছে। এই যোজনার আওতায় রাজস্থানে বিনামূল্যে স্মার্টফোন বিতরণ করা হবে। এই যোজনা রাজস্থান ফ্রি মোবাইল যোজনা ২০২৩ নামে পরিচিত। এই যোজনার মাধ্যমে রাজ্যের মহিলারা শিক্ষিত এবং প্রযুক্তির দিক দিয়ে উন্নত হবেন, তাছাড়াও কিভাবে সমাজের সাথে যোগাযোগ রক্ষা করতে হয়, তাও শিখবেন তারা।

রাজস্থান সরকার ঘোষণা করেছিল রাজস্থানের ১.৩৩ কোটি মহিলারাই নয়, ১.৩৫ কোটি জন আধার ধারক মহিলাদের বিনামূল্যে স্মার্টফোন বিতরণ করা হবে। রাজস্থান সরকার জানিয়েছে কিভাবে রাজ্যের মহিলাদের বিনামূল্যে স্মার্টফোন দেয়া হবে এবং তার সাথে আনলিমিটেড ডাটা দেয়া হবে। যার ফলে মহিলারা স্বনির্ভর হতে পারবেন এবং প্রগতিশীলভাবে এগিয়ে যেতে পারবেন।

রাজস্থান ফ্রি স্মার্টফোন যোজনা ২০২৩: যোগ্যতা

এই যোজনার আওতায় যোগ্যতার মানদন্ড পূরণ করার জন্যে নিম্নলিখিত বিষয় গুলো মাথায় রাখতে হবে। এই যোজনায় রাজস্থান সরকার বাড়ির প্রধান সকল মহিলাকে বিনামূল্যে স্মার্টফোন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এই যোজনার সুবিধা লাভ করার জন্যে এগুলো আপনাকে মেনে চলতে হবে।

  • বাড়ির প্রধান মহিলাকে অবশ্যই রাজস্থানের বাসিন্দা হতে হবে
  • বাড়ির প্রধান মহিলার অবশ্যই জন আধার কার্ড থাকতে হবে
  • চিরঞ্জীবি যোজনার আওতায় নতিভুক্ত মহিলারা এই যোজনার আওতায় বিনামূল্যে স্মার্টফোন পাবেন
  • মোট বার্ষিক আয় ২ লক্ষ টাকার কম হতে হবে
  • বাড়ির প্রধান মহিলার BPL বা APL কার্ড থাকতে হবে

রাজস্থান ফ্রি স্মার্টফোন যোজনা ২০২৩: সুবিধা

  • ২০২৩ অর্থবছরে অশোক গেহলট বাজেট ঘোষণা করেছিলেন, এই বাজেট পেশেই এই যোজনার ঘোষণা করা হয়।
  • এই যোজনার আওতায় রাজ্যের মহিলাদের বিনামূল্যে স্মার্টফোন প্রদান করা হবে। অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন ১.৩৫ লক্ষ মহিলারা।
  • বাড়ির প্রধান মহিলারা যারা চিরঞ্জীবী যোজনার আওতায় রয়েছেন তারা এই যোজনার আওতায় বিনামূল্যে স্মার্টফোন পাবেন এই স্মার্টফোন পাওয়ার জন্য কোন অর্থ তাদের দিতে হবে না।
  • বিনামূল্যে মহিলাদের স্মার্টফোন দেওয়ার জন্য এই যোজনা চালু করা হয়েছে। মহিলা জনসংখ্যা কে অনলাইন প্লাটফর্মের সাথে সংযুক্ত করা হবে, যার ফলে তারাও বাকি সকলের মতোই ডিজিটাল সেবা ব্যবহার করতে পারবে।

রাজস্থান ফ্রি স্মার্টফোন যোজনা ২০২৩ অনলাইন রেজিস্ট্রেশন:

রাজস্থান ফ্রি স্মার্টফোন যোজনা ২০২৩ অনলাইন রেজিস্ট্রেশনের জন্য সবার প্রথমে জানতে হবে এই যোজনার আওতায় আপনার নাম নথিভুক্ত আছে কিনা।

আপনি তখনই এই যোজনা সমস্ত সুবিধা গুলি পাবেন যখন আপনার নাম এই যোজনার তালিকা নতুভুক্ত থাকবে। আপনার নাম তালিকায় নতিভুক্ত আছে কিনা তা জানতে ও পদ্ধতিগুলি অনুসরণ করতে হবে আপনাকে।

  • প্রথমে আপনাকে যেতে হবে অফিশিয়াল ওয়েবসাইটে rajasthan.gov.in
  • এরপর আপনাকে বেছে নিতে হবে ‘Registration status menu’ অপশন
  • যিনি নিজের নাম এই তালিকায় নথিভুক্ত করতে চান বা তালিকায় নিজের নাম খুঁজছেন তার জন আধার নম্বর এন্টার করতে হবে
  • সার্চ অপশন বেছে নিতে হবে এরপর
  • সার্চ অপশনে ক্লিক করার পর আপনার সামনে আপনার নাম আপনার বাবার নাম সহ এই যোজনার আওতায় যোগ্যতা বিষয়ক তথ্যগুলি দেখতে পারবেন ওয়েবসাইটে

রাজস্থান ফ্রি স্মার্টফোন যোজনা ২০২৩: স্মার্টফোনের বিষয়ে বিস্তারিত

সিম টাইপডুয়াল
OTG সামঞ্জস্যতাহ্যাঁ
ডিসপ্লে আকার৫.৫ ইঞ্চি
অ্যান্ড্রয়েড ভার্সনঅ্যান্ড্রয়েড ১১
প্রসেসর স্পীড১৮২ GHz
অপারেটিং ফ্রিকোয়েন্সি3G, 4G
ইন্টারনাল স্টোরেজ৩২ জিবি, বাড়ানো যাবে ১২৮ জিবি
RAM৩ জিবি
ক্যামেরাপিছনে ১৩ মেগাপিক্সেল, সামনে ৫ মেগাপিক্সেল
অন্যান্য ফিচারWiFi, Bluetooth, USB
ব্যাটারি ক্যাপাসিটি৫০০০ mAh

মন্তব্য করুন