ভারতীয় দল RRR স্টার NT রামা রাও এর সঙ্গে, দেখুন ছবিগুলি

ভারতীয় দল RRR স্টার NT রামা রাও এর সঙ্গে, দেখুন ছবিগুলি

১৮ই জানুয়ারি হায়দ্রাবাদে শুরু হতে চলেছে ভারত নিউজিল্যান্ড প্রথম ওডিআই ম্যাচ। যে কারণে হায়দ্রাবাদে রয়েছে ভারতীয় দল এরই মধ্যে ভারতীয় দলের কিছু সদস্যকে RRR মুভিস্টার NT রামা রাও এর সঙ্গে ছবি তুলতে দেখা গেছে। যুজবেন্দ্র চাহাল, শুভমান গিল, সূর্যকুমার যাদব, ইশান কিষাণ এবং শার্দুল ঠাকুর কে দেখা গেছে দক্ষিণ ভারতের এই হিরোর সঙ্গে।

টুইটারের ছবিটি প্রকাশিত দ্রুত গতিতে ভাইরাল হয়ে যায়।

প্রসঙ্গত ভারতীয় দল হায়দ্রাবাদে প্রথম ম্যাচ খেলার পর রায়পুর ও ইনডোরে দ্বিতীয় ও তৃতীয় ওডিআই ম্যাচ খেলবে। এরপরে তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৭ তারিখ থেকে যা আয়োজন হবে, রাচি, লখনৌ ও আমেদাবাদে।

IMG 20230117 46547
image credit- twitter

আরো পড়ুন- নিউজিল্যান্ডের এই স্পিনার অধিনায়কত্ব করবেন ভারতের বিরুদ্ধে

নিউজিল্যান্ডের সিরিজে ভারতীয় দল

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ইশান কিশান (উইকেটরক্ষক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, কেএস ভরত (উইকেটরক্ষক), হার্দিক পান্ড্য (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মো.শামী, মো. সিরাজ, উমরান মালিক।

Previous articleহবু জামাইয়ের খেলাতে খুশি সুনীল শেট্টি, IND VS SL 2ND ODI
Next articleSamsung galaxy: স্যামসাং লঞ্চ করল দুর্দান্ত দুটি স্মার্ট ফোন, জানুন দাম ও স্পেসিফিকেশন
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply