১৮ই জানুয়ারি হায়দ্রাবাদে শুরু হতে চলেছে ভারত নিউজিল্যান্ড প্রথম ওডিআই ম্যাচ। যে কারণে হায়দ্রাবাদে রয়েছে ভারতীয় দল এরই মধ্যে ভারতীয় দলের কিছু সদস্যকে RRR মুভিস্টার NT রামা রাও এর সঙ্গে ছবি তুলতে দেখা গেছে। যুজবেন্দ্র চাহাল, শুভমান গিল, সূর্যকুমার যাদব, ইশান কিষাণ এবং শার্দুল ঠাকুর কে দেখা গেছে দক্ষিণ ভারতের এই হিরোর সঙ্গে।
টুইটারের ছবিটি প্রকাশিত দ্রুত গতিতে ভাইরাল হয়ে যায়।
প্রসঙ্গত ভারতীয় দল হায়দ্রাবাদে প্রথম ম্যাচ খেলার পর রায়পুর ও ইনডোরে দ্বিতীয় ও তৃতীয় ওডিআই ম্যাচ খেলবে। এরপরে তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৭ তারিখ থেকে যা আয়োজন হবে, রাচি, লখনৌ ও আমেদাবাদে।

আরো পড়ুন- নিউজিল্যান্ডের এই স্পিনার অধিনায়কত্ব করবেন ভারতের বিরুদ্ধে
নিউজিল্যান্ডের সিরিজে ভারতীয় দল
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ইশান কিশান (উইকেটরক্ষক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, কেএস ভরত (উইকেটরক্ষক), হার্দিক পান্ড্য (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মো.শামী, মো. সিরাজ, উমরান মালিক।