ঘন্টায় ১৮০ কিমি বেগে ছুটবে ভারতের ট্রেন? বন্দে ভারত না, Rapid Rail

ঘন্টায় ১৮০ কিমি বেগে ছুটবে ভারতের ট্রেন? বন্দে ভারত না, Rapid Rail

বন্দে ভারত সুপার ফাস্ট ট্রেনের কথা তো আমরা সবাই শুনেছি, বর্তমানে পশ্চিমবঙ্গে এই ট্রেন চালু হয়ে গিয়েছে কিন্তু ট্রেনটির বর্তমান স্পিড অনেক কম। কারণ ভারতের রেল ট্রাক এখনো অতটা মজবুত নয়। কিন্তু আজ যে র‍্যাপিড রেল এর কথা বলা হচ্ছে সেই ট্রেন ভারতে তৈরি হয়ে গিয়েছে এবং তার ট্রাক নির্মাণকার্য শেষ আর কিছুদিনের মধ্যেই হয়তো আমরা এই ট্রেনটিকে দেখতে পাবো ১৮০ কিলোমিটার বেগে ছুটতে।

প্রসঙ্গত র‍্যাপিড রেল তৈরি করেছে NCRTC (National Capital Region Transport Corporation)। এই ট্রেনটি সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে যা ঘণ্টায় ১৮০ কিলোমিটার বেগে ছুটতে সক্ষম। বর্তমানে দিল্লিতে ১৭ কিলোমিটার এই ট্রেনটির ট্রাক নির্মাণ কার্য সম্পন্ন। ২০২৩ সালের মার্চ মাসে এই ট্রেনটির উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও পরীক্ষামূলকভাবে ট্রেনটি চালানো করা হয়েছে, যার ভিডিও প্রকাশ করা হয়েছে।

আরো পড়ুন- Realme: ১৫ হাজারের কম দামে গেমিং চিপসেট সহ ভারতের বাজারে লঞ্চ হচ্ছে এই স্মার্টফোন

NCRTC ধারা নির্মিত এই র‍্যাপিড রেল দিল্লির সাহিবাদ থেকে দুহাই পর্যন্ত প্রথমে চালনা করা হবে। পরবর্তীকালে ট্রাক আপগ্রেডের পর এই ট্রেনের যাতায়াতের রাস্তা লম্বা করা হবে।

Rapid rail trial test video

Twitter credit- NCRTC
Previous articleবিরিয়ানি লাল কাপড় দিয়ে ঢাকা থাকে কেন?
Next articleস্বাধীনতার পরেও এখনো ভারতের এক রেলওয়ে ব্রিটিশদের অধীনে
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply