স্বাধীনতার পরেও এখনো ভারতের এক রেলওয়ে ব্রিটিশদের অধীনে

স্বাধীনতার ৭৫ বছর পরেও এখনো ভারতের একটি রেলওয়ে ব্রিটিশদের অধীনে বহুবার ভারত সরকার সেটিকে নিজেদের অধীনে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। কিন্তু কি আছে ওই রেলওয়েতে কেনই বা এতদিন ব্রিটিশরা রেলওয়ে টিকে দখল করে রেখেছে। যার জন্য ভারত সরকারকে এখনো প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করতে হয়, আসুন জেনে বিশদে।

প্রসঙ্গত এই রেলওয়ে ট্র্যাকটি একটি প্রাইভেট ব্রিটিশ কোম্পানির, হ্যাঁ আপনার হয়তো ভাবছেন রেলওয়ে কি করে ব্যক্তিগত কাজের জন্য ব্যবহৃত হতে পারে। ভারতের রেলওয়ে ভারত সরকারের অধীনস্থ। কিন্তু এই রেলওয়ে ট্র্যাকটি এখনো পর্যন্ত ব্রিটিশ কোম্পানির অধীনে রয়েছে। রেলওয়েটির নাম শকুন্তলা রেলওয়ে, যা মুম্বাইতে অবস্থিত।

শকুন্তলা রেলওয়ে একটি ন্যারোগেজ রেল লাইন, যা মহারাষ্ট্রের অমরাবতী থেকে মুর্তজাপুরের মধ্যে বিস্তৃত। তবে এই লাইনে প্যাসেঞ্জার ট্রেন ও চলে। শকুন্তলা রেলওয়ে ১৯১৬ সাল থেকে চলাচল করে আসছে, রেলওয়েতে যে ট্রেন চলে তার পাঁচটি বগি রয়েছে। ১৯৯৪ সালের আগে স্টিম ইঞ্জিনে চলত এই ট্রেন তারপর ডিজেল ইঞ্জিন আনা হয়। তারপর থেকে এখনো পর্যন্ত ট্রেনটি ডিজেল ইঞ্জিনে চালানো হয়।

আরো পড়ুন- Whatsapp New Feature: ইন্টারনেট ছাড়াই চ্যাট করতে পারবেন বন্ধুদের সাথে, জেনে নিন নতুন Proxy feature সম্পর্কে

ট্রেনটির রক্ষণাবেক্ষণ এর জন্য এখনো পর্যন্ত ব্রিটিশ কোম্পানি কাজ করে, যদিও এই রেল লাইনের জন্য ভারত সরকার প্রতি বছর র কোটি কোটি টাকা খরচা করে। ব্রিটেন এই রেলওয়েতে টাকা দিল ভারতীয় রেলওয়ের মতে এই রেল ট্রাকটি গত ৬০ বছরের মেরামত করা হয়নি। এই রেল লাইনে ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ থাকে ২০ কিমি/ঘন্টা। বিভিন্ন সময় এই রেল ট্র্যাক টি কেনার পরিকল্পনা থাকলেও এখনো পর্যন্ত এটি ব্রিটিশ কোম্পানির অধীনে রয়েছে।

Leave a Reply