IQOO Z7: অ্যামাজন থেকে আজই কিনুন দুর্দান্ত এই স্মার্টফোন, জানুন দাম ও স্পেসিফিকেশন

IQOO Z7: অ্যামাজন থেকে আজই কিনুন দুর্দান্ত এই স্মার্টফোন, জানুন দাম ও স্পেসিফিকেশন

IQOO Z7: ভারতে স্মার্টফোনটি লঞ্চ হয়েছে দুটি স্টোরেজ ভেরিয়ান্টে। অ্যামাজন থেকে দেয়া হচ্ছে এই স্মার্টফোনে দুর্দান্ত অফার।

ভারতে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন কোম্পানিগুলির মধ্যে IQOO স্মার্টফোন ব্র্যান্ডটি সবাইকে ছাড়িয়ে তালিকার শীর্ষে উঠে এসেছে। বর্তমানে ভারতের সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে এই কোম্পানির স্মার্টফোন। এই ব্র্যান্ডের IQOO Z7 স্মার্টফোনটির বর্তমানে ভারতের সবচেয়ে বেশি বিক্রিত স্মার্টফোন হিসেবে সামনে উঠে এসেছে। অ্যামাজন থেকে এই স্মার্ট ফোনে দেয়া হচ্ছে দুর্দান্ত অফার। ২০,০০০ টাকার প্রাইজ রেঞ্জে এই স্মার্টফোন অফার করছে সবচেয়ে দুর্দান্ত পারফরম্যান্স। চলুন এই স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

IQOO Z7 স্মার্টফোনে থাকছে দুটি স্টোরেজ ভারিয়ান্ট অপশন ৬ ও ১২৮ জিবি মডেলের দাম ১৮,৯৯৯। ৮ ও ১২৮gb স্টোরেজ ভেরিয়েন্ট-এর দাম ১৯,৯৯৯। দুটি রঙে লঞ্চ করা হয়েছে স্মার্টফোনটি একটি নরওয়ে ব্লু এবং অন্যটি প্যাসিফিক নাইট। অ্যামাজন থেকে কিনতে পারবেন এই স্মার্টফোনটি।

IQOO এর এই স্মার্টফোনটিতে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ ফাইভ জি প্রসেসর, এই ক্যাটাগরিতে এই স্মার্টফোনটি সবচেয়ে সেরা প্রফেসর অফার করছে। AnTuTu বেঞ্চমার্কে এর স্কোর ৪৮৫K।

এই ফোনে থাকছে ৬৪ মেগাপিক্সেলের আলট্রা স্টেবল ক্যামেরা, ফ্ল্যাশ চার্জ সাপোর্ট, আমোলেড স্ক্রীন, আলট্রা গেম মোড। স্মার্টফোনটি গ্রেটার নয়ডাই ভিভো ফ্যাসিলিটি তে তৈরি করা হচ্ছে। জানানো হয়েছে ভারতের ৬৫০+ টিরও বেশি সার্ভিস সেন্টার রয়েছে এই স্মার্টফোনের, অর্থাৎ আফটার সার্ভিস পেতে কোনো অসুবিধাই হবে না গ্রাহকদের।

Previous article16 Psyche: এই গ্রহানুতে রয়েছে ১০,০০০ কয়াড্রিলিয়ন মার্কিন ডলারের সোনা
Next articleবিনামূল্য সামাজিক সুরক্ষা যোজনা ২০২৩
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply