ঈশান কিসানের বড় সাপোর্ট আসলো সৌরভ গাঙ্গুলীর কাছ থেকে

প্রাক্তন ভারত অধিনায়ক ও প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী বর্তমান ভারত শ্রীলংকা সিরিজে দল নির্বাচন নিয়ে কিছুটা প্রশ্ন তোলেন। যদিও সৌরভ গাঙ্গুলীর পূর্বে ভেঙ্কটেশ প্রসাদ ও মোঃ কাইফ ভারতের শ্রীলংকার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিল। তাদের মতে ভারতের ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গে শুভমান গীলের বদলে ইশান কিশান কে আগে সুযোগ দেওয়া উচিত ছিল।

কি বলেছেন সৌরভ গাঙ্গুলী?

কারণ ঈশান কিশান সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে একটি ডাবল সেঞ্চুরি করেছেন। কিন্তু শ্রীলংকার বিপক্ষে একদিনের ম্যাচে তাকে ভারতের একাদশে রাখা হয়নি। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন ক্রিকেটার সহ সৌরভ গাঙ্গুলী। সংবাদমাধ্যমে সৌরভ গাঙ্গুলী বলেছেন, “আমি নিশ্চিত সে (কিষাণ) সুযোগ পাবে। তার সময় আসবে। আমি জানি না… এটা বলা আমার পক্ষে কঠিন। ভারতে, আমাদের অনেক মতামত আছে, (প্রধান কোচ) রাহুল দ্রাবিড় এবং (অধিনায়ক) রোহিত শর্মা সিদ্ধান্ত নিন। যারা প্রকৃতপক্ষে গেমটি খেলে তাদের মধ্যে কে সেরা তা নির্ধারণ করা উচিত।”

আরো পড়ুন- আইসিসি ওয়ানডে রাঙ্কিং তালিকা ২০২৩

যদিও ভারত শ্রীলংকা প্রথম একদিনের ম্যাচের পূর্বে সাংবাদিক বৈঠকে রোহিত শর্মা আভাস দিয়েছিলেন, যে ওপেনার শুভমান গিল ও শ্রেয়াস আইয়ার একদিনের ক্রিকেটে লম্বা রান দেওয়া হবে অর্থাৎ অনেক ম্যাচে তাদের সুযোগ দেয়া হবে। প্রসঙ্গত এ বছরই ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হবে অক্টোবর নভেম্বরে তার পূর্বে দল গোছানোর কাজ করছে ভারতীয় ব্রিগেড।

Leave a Reply