“এটা ঘরোয়া ক্রিকেটকে অপমান করা”- ভেঙ্কটেশ প্রসাদ বিসিসিআই নির্বাচন কমিটিকে

প্রাক্তন ভারতের ফাস্ট বোলার ভেঙ্কটেশ প্রসাদ বিসিসিআই নির্বাচন কমিটির বিরুদ্ধে কঠিন শব্দ উচ্চারণ করলেন। তার মতে বিসিসিআই ভারতের ঘরোয়া ক্রিকেট কে অপমান করেছে। প্রসঙ্গত তার এই বক্তব্য ভারতের তরুণ ক্রিকেটার সারফারাজ খানের প্রসঙ্গে। সারফারাজ খান ভারতের ঘরোয়া ক্রিকেটে রঞ্জিত ট্রফিতে সম্প্রতি দারুণ পারফরম্যান্স করেছেন। শেষ তিনটি রঞ্জিত ট্রফিতে ভারতের এই ক্রিকেটারের পারফরম্যান্স দেখার মত তবুও তাকে ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে দলে নেওয়া হয়নি।

তাই এই কারণে ভেঙ্কটেশ প্রসাদ টুইটারে লিখেছেন যে, “৩টি ব্লকবাস্টার ঘরোয়া মরসুম থাকা সত্ত্বেও তাকে টেস্ট দলে না রাখা শুধু সরফরাজ খানের জন্যই অন্যায় নয়, বরং এটি ঘরোয়া ক্রিকেটের প্রতি অপব্যবহার, প্রায় যেন এই প্ল্যাটফর্মটি কোন ব্যাপারই না। আর সেই রান করার জন্য তিনি ফিট। যতদূর শরীরের ওজন যায়, সেখানে অনেক কেজি বেশি আছে,” প্রসাদ সরফার্জের ফিটনেসের বিরুদ্ধে রিপোর্টের নিন্দা করে টুইট করেছেন।

Credit- twitter

আরো পড়ুন- আইসিসি ওয়ানডে রাঙ্কিং তালিকা ২০২২

শেষ দুটি রঞ্জিত ট্রফিতে সারফারাজ খান ১৯১০ রান করেন ১২ ম্যাচে। ১৩৬ গড় রানের সঙ্গে ১৮ ইনিংসে তিনি সাতটি সেঞ্চুরি করেছেন। ২০১৯ সালের পর থেকে সারফারাজ খান ৯ টি সেঞ্চুরি, ২ টি ডাবল সেঞ্চুরি ও ১ টি টিপিল সেঞ্চুরি করেছেন। বিসিসিআই ঘরোয়া টুইটার প্রোফাইলে ক্যাপশন সহ ভিডিওটি শেয়ার করেছে “শতরান এবং চলছে সরফরাজ খানের আরেকটি চিত্তাকর্ষক নক…” এই টুইটকে রিটুইট করে ভেঙ্কটেশ প্রসাদ এই কথা লেখেন।

Previous article“রাইডুর সঙ্গে এর করেছে বিরাট কোহলি”- সঞ্জয় মাঞ্জরেকর ঈশান কিষান প্রসঙ্গে
Next articleAuto Expo 2023: ৩টি নতুন ক্রুজার বাইক লঞ্চ করল Benelli
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply