লাল হট ড্রেসে জাহ্নবী কাপুর, দেখুন সেই ছবি

লাল হট ড্রেসে জাহ্নবী কাপুর, দেখুন সেই ছবি
Image credit-Instagram janhvi Kapoor

জাহ্নবী কাপুর: বলিউডের উদীয়মান অভিনেত্রীদের মধ্যে জাহ্নবী কাপুরের নাম অবশ্যই আসবে। সবসময় খবরে থাকতে পছন্দ করেন তিনি, বিভিন্ন সময় তিনি তার ইনস্টাগ্রামে ছবি পোস্ট করতে থাকেন। যা সবার সংবাদ মাধ্যমে অত্যন্ত ভাইরাল হয়। সম্প্রতি এমন একটি বোল্ড ছবি ইনস্টাগ্রামে প্রকাশিত হয় যা অত্যন্ত ভাইরাল হয়েছে।

লাল হট ড্রেসে জাহ্নবী কাপুরের এই ছবি প্রকাশ করা হয়েছে জাহ্নবীর স্টাইলিস্ট তানিয়া ঘাভরির ইনস্টাগ্রাম প্রোফাইল থাকে।

জাহ্নবী কাপুরের ইনস্টাগ্রাম পোস্ট

সম্প্রতি জাহ্নবী কাপুরের সিনেমা “মিলি” প্রকাশিত হয়েছে নেটফ্লিক্স-এ। এটি হিন্দি ভাষার সারভাইবেল থ্রিলার ফিল্ম যার পরিচালক মাথুকুট্টি জেভিয়ার। এই সিনেমাতে জাহ্নবী কাপুর ছাড়া সানি কুশল ও মনোজ পাওয়া রয়েছেন। সিনেমাটির হলেন তার বাবা বনি কাপুর ও ছবিটিতে মিউজিক দিয়েছেন এ এ আর রহমান। জাহ্নবী কাপুরের ২০২৩ সালে আগত সিনেমাগুলির মধ্যে রয়েছে বাওয়াল যেখানে জাহ্নবী কাপুরের সঙ্গে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান। এছাড়া “মিস্টার এন্ড মিসেস মাহি” নামে এক সিনেমা প্রকাশিত হতে চলেছে যে সিনেমায় অভিনয় করেছেন জাহ্নবী কাপুরের সাথে রাজকুমার রাও।

আরো পড়ুন- আসতে চলেছে দেবের নতুন সিনেমা বাঘাযতীন, কে হচ্ছে নতুন নায়িকা?

Previous article২৫ তম জন্মদিন টাটা ইন্ডিকার, আবেগপ্রবণ বার্তা রতন টাটার
Next articleলাল শাড়িতে হট পূজা হেগড়ে, দেখুন তার ছবিগুলি
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply