লাল শাড়িতে হট পূজা হেগড়ে, দেখুন তার ছবিগুলি

লাল শাড়িতে হট পূজা হেগড়ে, দেখুন তার ছবিগুলি

পূজা হেগড়ে: ভারতের এই অভিনেত্রী দক্ষিণ ভারতের তামিল, তেলেগু সিনেমা তে সবচেয়ে বেশি দেখা যায়। বলিউডে তার প্রথম সিনেমা হৃত্বিক রোশনের সঙ্গে “মহেঞ্জোদারো“, তারপর থেকে তিনি যথেষ্ট জনপ্রিয় হন অভিনেত্রী রূপে। এরপর ২০১৭ সালে আলু অর্জুনের সঙ্গে “দুৰ্ভাদা জগন্নাধাম” নামে একটি সিনেমা করে যা যথেষ্ট জনপ্রিয় হয়। এছাড়া হাউসফুল-4 সিনেমাতে তাকে দেখা গেছে।

পূজা হেগড়ে তার ইনস্টাগ্রামে সম্প্রতি কিছু অসাধারণ ছবি পোস্ট করেছে লাল শাড়ি পড়ে।

পূজা হেগড়ের ইনস্টাগ্রাম পোস্ট

২০২২ সালে এই অভিনেত্রী সার্কাস বলে একটি হিন্দি সিনেমায় অভিনয় করেন যেখানে রণবীর সিং, জ্যাকলিন ফার্নান্ডেজ ও বরুন শার্মা তার সঙ্গে অভিনয় করেছেন। ছবিটি পরিচালক ছিলেন রোহিত শেট্টি, ছবিটি হিন্দি ভাষার একটি কমিটি ফিল্ম ছিল যা প্রকাশ পেয়েছে ২৩ ডিসেম্বর ২০২২।

আরো পড়ুন- ২৫ তম জন্মদিন টাটা ইন্ডিকার, আবেগপ্রবণ বার্তা রতন টাটার

Previous articleলাল হট ড্রেসে জাহ্নবী কাপুর, দেখুন সেই ছবি
Next articleলালচে পিঙ্ক শাড়িতে জাহ্নবী কাপুর, দেখুন তার অসাধারণ ছবিগুলি
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply