দূষণ কমাতে কাঠের তৈরী  উপগ্রহ মহাকাশে পাঠাবে জাপান

দূষণ কমাতে কাঠের তৈরী  উপগ্রহ মহাকাশে পাঠাবে জাপান 

প্রাচীন কাল থেকে দৈনন্দিন জীবনে কাঠের সরঞ্জামএর ব্যবহার চলেই আসছে। মানুষের মাঝে সভ্যতার আগমনের কাল থেকে যন্ত্রপাতি, যানবাহন থেকে শুরুকরে যেকোনো দৈনন্দিন জীবনে কাঠের প্রয়োজনীয়তা ছিল অন্যতম। কিন্তু আমরা কি কখনো কল্পনা করে দেখেছি যে এই কাঠ দিয়ে উপগ্রহও তৈরী সম্ভব। হ্যা! এমনই চমকে দেওয়ার মতোই ঘটনা ঘটিয়ে ফেললো জাপানের বিজ্ঞানীরা। আর মাত্র কয়েক বছরের মধ্যেই মহাকাশে কাঠের তৈরী উপগ্রহ পাঠাতে চলেছেন তারা। 

২০২৩ সালের মধ্যেই মহাকাশে পৃথিবীকে প্রদক্ষিণ করতে চলেছে  জাপানের বিজ্ঞানীদের তৈরী কাঠের উপগ্রহ। আপাতত এমনটাই  আসা করছেন তারা। কিন্তু মহাকাশে আধুনিক প্রযুক্তিতে তৈরী উপগ্রহ না পাঠিয়ে কাঠের তৈরী উপগ্রহ কোনো পাঠাতে চাইছেন বিজ্ঞানীরা। এর কারণ হিসেবে বিজ্ঞানীরা জানান, গত কয়েকযুগ  ধরে ক্রমাগত উপগ্রহ ও অন্যান্ন মহাকাশযান গুলো মহাকাশে পাঠানোর পর তার বেশিরভাগই মহাকাশে ধীরে ধীরে জমা হচ্ছে সেখানে। যে আবর্জনাকে বলা হয় space junk and debris। মহাকাশে পাঠানো বিভিন্ন যন্ত্রাংশের মেয়াদ ফুরিয়ে গেলে তা মহাকাশে থেকে যায়। যার কারণে যত দিন যাবে মহাকাশে আবর্জনার পরিমান ততই বাড়তে থাকবে।

আরো পড়ুন -হৃদরোগে আক্রান্ত হলেন সৌরভ গাঙ্গুলী

দূষণ কমাতে কাঠের তৈরী  উপগ্রহ মহাকাশে পাঠাবে জাপান

এই সমস্যার সমাধানের উপায় বার করতে গিয়েই এমন অভিনব ধারণা মাথায় আসে জাপানের বিজ্ঞানীদের। তাদের মতে কাঠের তৈরী উপগ্রহ এক্ষেত্রে এই সমস্যার সমাধান করবে। কাঠ যেহেতু তারাতারি পুড়ে যেতে সক্ষম সে কারণে বায়ুমণ্ডলের ঘর্ষণের ফলে দ্রুত এটি নষ্ট হয়ে যাবে এবং এর থেকে কোনো রকম দূষণের সম্ভাবনাও থাকবে না।                                          

বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে, জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয় (kyoto university) এবং ফরেষ্ট্রী কোম্পানি(forestry company) একদল গবেষক কাঠের একটি উপগ্রহ বানানোর উদ্যোগ নিয়েছে। যদি তারা এটি করতে সক্ষম  হন তবে সেই উপগ্রহটি হবে বিশ্বের প্রথম কাঠের তৈরী উপগ্রহ। বিজ্ঞানীদের এই গবেষণাকে কেন্দ্র করে কিয়োটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক takao doi বলেন –যেসমস্ত কৃত্রিম উপগ্রহগুলি পুনরায় পৃথিবীতে ফিরিয়ে আনা হয় সেগুলো বায়ুমণ্ডলে ঘর্ষণের কারণে ধ্বংস হয়ে তার ক্ষুদ্র ক্ষুদ্র কণা  গুলো বায়ুমণ্ডলে ছড়িয়ে দেয়। যা ভবিষতে দূষণের একটি বড় কারণ হিসেবে দেখা দিতে পারে। এই দূষণের হাত থেকে পৃথিবীর মানুষদের  বাঁচানোর জন্যে কাঠের উপগ্রহ বানানোর পরিকল্পনা করেন তারা। যা পৃথিবীতে ফিরিয়ে আনার সময় উত্তপ্ত হয়ে ধ্বংস হওয়ার সাথে সাথেই কোনো রকম দূষণের কারণ হয়ে দাঁড়াবে না। 

“দূষণ কমাতে কাঠের তৈরী  উপগ্রহ মহাকাশে পাঠাবে জাপান”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন