হৃদরোগে আক্রান্ত হলেন সৌরভ গাঙ্গুলী

হৃদরোগে আক্রান্ত হলেন সৌরভ গাঙ্গুলী

হঠাৎই শনিবার সকালে অসুস্থ হয়ে পড়লেন সৌরভ গাঙ্গুলী। জানা যায় সৌরভ শনিবার সকাল বেলায় বাড়িতে ট্রেডমিলে শরীরচর্চা করছিলেন, তখন হঠাৎ তার হাতে ও পিঠে ব্যথা শুরু হয় এবং এরপর মাথা ঘুরে পড়ে যান তিনি। দুপুরের দিকে তাকে তার পরিবারের লোকেরা উডল্যান্ড হাসপাতালে নিয়ে যায়। তার সঙ্গে হাসপাতালে যায় স্ত্রীর ডোনা গাঙ্গুলী এবং সৌরভ গাঙ্গুলীর দাদা স্নেহাসিশ গাঙ্গুলি। সানা গাঙ্গুলী তাদের পরে হাসপাতালে যায়। 

হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে যে বর্তমানে তিনি নিরীক্ষণ এর মধ্যেই থাকবেন। তবে তার অবস্থা খুব একটা খারাপ নয়। তাকে ৪৮ ঘন্টা হাসপাতালেই থাকতে হবে। হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে ট্রিপল ভেসেল ডিজিজে ভুগছেন সৌরভ গাঙ্গুলী।

জানা গেছে সৌরভ গাঙ্গুলী হৃদপিন্ডের তিনটি ধমনীতে ব্লকেজ রয়েছে। সেই তিনটির মধ্যে একটি ধমনীতে অ্যানজিওপ্লাস্টি করে স্টেন্ট বসানো হয়েছে। চিকিৎসকরা আরো দুটো ধমনীতে স্টেন্ট বসাবেন। হাসপাতালে তরফ থেকে তাঁকে স্থিতিশীল বলে ঘোষণা করা হয়েছে। স্টেন্ট বসানোর পর তিনি এখন ডাক্তারি পর্যবেক্ষণের মধ্যে রয়েছেন।

তাকে হালকা খাবার খেতে দেওয়া হয়েছে। তার শরীরের নানা প্যারামিটার চিকিৎসকদের নজরদারিতে রয়েছে। রক্ত চলাচল এবং অন্যান্য প্যারামিটার স্বাভাবিক আছে। সৌরভের চিকিৎসার জন্য ৫ জন চিকিৎসকের বোর্ড গঠন করা হয়েছে। যাদের মধ্যে একজন ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ এবং তিনজন হৃদরোগ বিশেষজ্ঞ।

আরও পড়ুন – উনুনে মাংস রান্না করছেন সালমান খান। ভাইরাল হলো ভিডিও, নিজের হাতে মাংস রান্না করলেন অভিনেতা সালমান খান

হঠাৎই শনিবার সকালে অসুস্থ হয়ে পড়লেন সৌরভ গাঙ্গুলী

সৌরভ গাঙ্গুলীর হঠাৎ অসুস্থতায় চিন্তিত হয়ে পড়েছে সকলেই। একটাই কামনা দ্রুত সুস্থ হয়ে উঠুন দাদা। বিসিসিআই প্রেসিডেন্ট তথা ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক তিনি। তার অসুস্থতার খবর মুহূর্তের মধ্যে সারাদেশে ছড়িয়ে পড়েছে। তার অসুস্থতার খবর পেয়ে তাকে হাসপাতালে দেখতে যান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় রাজ্যপাল জগদীশ ধনকর। এছাড়াও সৌরভকে হাসপাতালে দেখতে যান সকল রাজনৈতিক দলের নেতারা।

মাইল্ড হার্ট অ্যাটাকে আক্রান্ত হলেও বর্তমানে তিনি ভালো আছেন। তবে আচমকা এই হৃদরোগের ব্যাপারে কিছু মত প্রকাশ করেছেন চিকিৎসকরা। তাদের মতে বংশগত কারণে অথবা অতিরিক্ত কাজের চাপের কারণে এরকম ঘটনা ঘটেছে। সৌরভ গঙ্গোপাধ্যায় এর বর্তমান বয়স ৪৮ বছর। প্রাক্তন অধিনায়ক হলেও তার রয়েছে যথেষ্ট কর্মব্যস্ততা। যেমন তিনি বিসিসিআইয়ের প্রেসিডেন্ট অন্যদিকে তিনি একাধিক ব্র্যান্ডের অ্যাম্বাসেডর। শুধু তাই নয় রিয়েলিটি শো এর হোস্টিংও করেন তিনি। প্রত্যেক দিনের এই চাপ হতে পারে তার এই হৃদরোগের কারণ।

আবার অন্যদিকে বংশগত কারণের কথা উল্লেখ করা হয়েছে। ২০১৩ সালে মৃত্যু হয় সৌরভ গাঙ্গুলির পিতার। তার পিতার মৃত্যু হয়েছিল হৃদরোগে। চিকিৎসকদের মতে যেহেতু তিনি একজন খেলোয়াড় তাই তার শারীরচর্চা এবং দৈনিক জীবন যাপন ভালো। তাই এই হঠাৎ অসুস্থতায় বংশগত কারণ থাকাটা একেবারে অস্বাভাবিক নয়।

বর্তমানে তিনি ভাল আছেন। তার সুস্থতা কামনা করে টুইট করেছেন শচীন টেন্ডুলকারবিরাট কোহলি এবং আজিংকিয়া রাহানের মত ক্রিকেটাররা।

“হৃদরোগে আক্রান্ত হলেন সৌরভ গাঙ্গুলী”-এ 1-টি মন্তব্য

Leave a Reply