জাসপ্রিত বুমরার ইনজুরি: বড় ধাক্কা মুম্বাই ইন্ডিয়ান্সে, ভারতীয় দলের

জাসপ্রিত বুমরার ইনজুরি: ২০২৩ সালের আইপিএলে বড় সমস্যায় পড়তে চলেছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। জাসপ্রিত বুমরার ইনজুরির সংবাদ আশা জনক হলো না ভারতের ক্রিকেটপ্রেমীদের জন্য। ন্যাশনাল ক্রিকেট একাডেমির তরফ থেকে ছাড়পত্র দেয়া হলো না জাসপ্রিত বুমরার কে। রিপোর্ট অনুসারে জাসপ্রিত বুমরার ইনজুরি থেকে সুস্থ হতে যে সময় আশা করা হয়েছিল তার চেয়ে আরো বেশি সময় লাগবে বলে মনে করা হচ্ছে। ফলে এই ফাস্ট বোলার আগত ২০২৩ সালের আইপিএলেবিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল মিস করতে চলেছেন।

এখন ভারতের নির্বাচন কমিটির জাসপ্রিত বুমরা কে নিয়ে প্রধান লক্ষ্য আইসিসি ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ যা আজ থেকে প্রায় সাত মাস পরে ভারতে আয়োজন করা হবে। যদি এর পূর্বে বুমরা সুস্থ হয়ে ওঠেন তবে এশিয়া কাপে তাকে খেলানো হবে।

আরো পড়ুন- আইপিএল ২০২৩ সবচেয়ে দামি খেলোয়ারদের তালিকা

গত বছর সেপ্টেম্বর মাস থেকে জাসপ্রিত বুমরা ভারতীয় দলের বাইরে রয়েছেন। বর্তমানে আসন্ন সিরিজ ভারত অস্ট্রেলিয়া ওডিআই ম্যাচের পূর্বে তাকে NCA তরফ থেকে ম্যাচ ফিটের সবুজ সংকেত দেওয়া হয়নি। জাসপ্রিত বুমরা প্রায়সই ইনজুরি সমস্যায় জড়িত থাকেন ফলে এই মুহূর্তে বিসিসিআই তাকে নিয়ে কোন তড়িঘড়ি করতে নারাজ। ক্রিকেট বিশ্বকাপ শুরুতে এখনো সাত মাস বাকি সেই কারণে বুমরা কে সম্পূর্ণ ম্যাচ ফিট করে তোলার প্রচেষ্টা করা হচ্ছে।

মন্তব্য করুন