কর্ণাটক প্রথম বর্ষের PUC Result 2023

কর্ণাটক প্রথম বর্ষের PUC Result 2023: কর্নাটকের প্রথম বর্ষের PUC Result প্রকাশিত হয়েছে প্রত্যেক প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তারা তাদের রেজাল্ট চেক করতে পারেন। নিজের রেজাল্ট চেক করার জন্য আমাদের ওয়েবসাইটে দেওয়ার লিংক এর মাধ্যমে আপনারা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার নাম, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজাল্ট দেখতে পারেন। কর্ণাটক প্রথম বর্ষের PUC পরীক্ষা সংঘটিত হয়েছিল এ বছর ২০ ফেব্রুয়ারি ও ৩ মার্চ। Karnataka Pre University examination board (PUC) ৩১ মার্চ পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। যে সমস্ত ছাত্র-ছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তারা পরীক্ষার ফলাফল দেখতে পারেন।

কর্ণাটক প্রথম বর্ষের PUC Result 2023

বোর্ডKSEEB
পরীক্ষার নাম১১ ক্লাস
পরীক্ষার তারিখ২০ ফেব্রুয়ারি, ৩ মার্চ
পরীক্ষার ফল৩২ মার্চ
রাজ্যকর্ণাটক
ওয়েবসাইটkarresults.nic.in

যে সমস্ত ছাত্র ছাত্রী এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা পরবর্তী বছরের জন্য নিজেদের প্রস্তুত করতে পারেন। কর্ণাটক সেকেন্ডারি এডুকেশন এক্সামিনেশন বোর্ড সম্প্রতি কর্ণাটক প্রথম বর্ষের PUC পরীক্ষার রেজাল্ট ঘোষণা করেছে। অবশ্যই ছাত্র ছাত্রীদের জন্য ১১ ক্লাসের এই রেজাল্ট পরের বছর হায়ার সেকেন্ডারি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি পর্ব ছিল। কর্ণাটক প্রথম বর্ষের PUC Result 2023 পরীক্ষা সফলভাবে সম্পন্ন করার জন্য অবশ্যই কর্নাটকের বোর্ড কৃতিত্ব গ্রহণ করার যোগ্য।

কিভাবে প্রথম বর্ষের PUC Result দেখবেন ?

  • প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে result.dkpucpa.com
  • এরপর হোম পেজে আপনি দেখতে পাবেন PUC Result 2023, এই লিংকে ক্লিক করতে হবে।
  • এরপর একটি নতুন পেজ আপনার সামনে খুলে যাবে।
  • যেখানে আপনাকে আপনার রেজিস্ট্রেশন নাম্বার ও জন্ম তারিখ দিতে হবে।
  • এরপর আপনি আপনার রেজাল্ট দেখতে পাবেন।
  • আপনি চাইলে রেজাল্টটিকে প্রিন্ট করে নিতে পারেন।

কর্ণাটক প্রথম বর্ষের PUC Result-এ কিকি থাকবে

রেজাল্টটি ডাউনলোড করলে আপনি দেখতে পাবেন,

  • বোর্ডের নাম
  • ছাত্র বা ছাত্রীর নাম
  • ক্লাস
  • পিতা মাতার নাম
  • বিষয়
  • কত শতাংশ নম্বর পেয়েছেন
  • গ্রেড কত হয়েছে
  • কোন ডিভিশনে পাশ করেছেন
  • সমস্ত বিষয়ের গড় নম্বর কত

যে সমস্ত ছাত্র-ছাত্রী সফলভাবে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা পরবর্তী বছরের জন্য নিজেদের তৈরি করতে পারবেন। এছাড়া কর্ণাটকের দ্বিতীয় বর্ষের PUC পরীক্ষার ফলাফল আশা করা হচ্ছে ২০২৩ সালের মে মাসে ঘোষণা করা হবে। যদিও অফিসিয়াল ওয়েবসাইটে এখনো কোনো তথ্য এই ব্যাপারে ঘোষণা করা হয়নি। কর্নাটকে এই পরীক্ষা আয়োজন করে কর্ণাটক স্টেট সেকেন্ডারি এডুকেশন এক্সামিনেশন বোর্ড। প্রথম বর্ষের PUC বলতে ১১ ক্লাস কে বোঝানো হয়েছে, ১১ ক্লাসের ফাইনাল পরীক্ষা কে প্রথম বর্ষের PUC গলা হয়ে থাকে। এই পরীক্ষার পর পড়ুয়ার দ্বিতীয় বর্ষের PUC অর্থাৎ ১২ ক্লাসের জন্য প্রস্তুত হতে পারবে।

এই ধরনের বিভিন্ন পরীক্ষার রেজাল্ট বা সরকারি যোজনাশিক্ষাগত বিষয়ের তথ্যের জন্য আমাদের ওয়েবসাইট কে ফলো করতে পারেন। ধন্যবাদ।

মন্তব্য করুন