শ্রেয়াস আইয়ারের পরিবর্তে এই বিধ্বংসী ইংল্যান্ড ব্যাটসম্যান আনলো KKR

কলকাতা: শ্রেয়াস আইয়ারের পরিবর্তন নিয়ে আসলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। কিন্তু এখনও পর্যন্ত সাকিব আল হাসানের পরিবর্তন খেলোয়াড়ের নাম ঘোষণা করেনি নাইট রাইডার্স কর্তৃপক্ষ। আমরা সবাই জানি শ্রেয়াস আইয়ার ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ চলাকালীন কোমরে চট পায়, যে কারণে তিনি শেষ দুটি টেস্ট ম্যাচ খেলতে পারেনি। বর্তমানে সম্পূর্ণ আইপিএল থেকে ছিটকে গেলেন KKR অধিনায়ক শ্রেয়াস আইয়ার। এরপরই KKR শ্রেয়াস আইয়ারের পরিবর্তন খেলোয়াড় রূপে ইংল্যান্ড ক্রিকেটার জেসন রয় কে দলে নিল।

প্রসঙ্গত জেসন রয় এবারের আইপিএল ২০২৩ নিলামে অবিক্রিত থাকে, তার বেস্ট প্রাইস ছিল ১.৫ কোটি টাকা। সংবাদ মাধ্যমে খবর অনুযায়ী ২.৮ কোটি টাকাতে কলকাতা নাইট রাইডার্স জেসন রয় কে কন্ট্রাক্ট সাইন করিয়েছে। এছাড়া কলকাতার আরো এক অলরাউন্ডার সাকিব আল হাসান সম্প্রীতি আইপিএল ২০২৩ খেলতে পারবে না বলে জানিয়েছে। যদিও এই তারকা অলরাউন্ডার এর পরিবর্তন কোনো খেলোয়াড়ের নাম এখনো KKR ঘোষণা করেনি।

জেসন রয় আইপিএলে শেষবার খেলেছেন ২০২১ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। ২০২২ সালে গুজরাট টাইটানস জেসন রয় কে নিলামে কিনলেও, শেষ পর্যন্ত জেসন রয় আইপিএল ২০২২ থেকে নিজের নাম তুলে নেয় শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে। বর্তমানে কলকাতা আইপিএলে একটি ম্যাচ খেলেছে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে, যেখানে KKR কে হাড়ের সম্মুখীন করতে হয়েছে। এবছর আইপিএল শুরুর পূর্বে কলকাতার বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় তাদের নাম তুলে নিয়েছে আইপিএল থেকে। তাদের মধ্যে ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটসম্যান স্যাম বিলিংস, অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার প্যাট কামিন্স ও সম্পত্তি সাকিব আল হাসান।

প্যাট কামিন্স এর মা প্রয়াত হওয়ায় তিনি এ বছর আইপিএল থেকে নিজের নাম তুলে নিয়েছে। শাকিব আল হাসান প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে এ বছর আইপিএলে যেতে নিষেধ করেছে। বাংলাদেশের আরও এক খেলোয়াড় লিটন দাস বর্তমানে কেকেআরের সদস্য কিন্তু বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট সিরিজের জন্য তিনি এখনো কলকাতার দলের সঙ্গে যোগদান করতে পারেননি। এখন দেখার বিষয় এটাই যে কলকাতার এ বছরের আইপিএল কিরকম যায়।

মন্তব্য করুন