কলকাতা নাইট রাইডার্স খেলোয়াড় তালিকা 2023

কলকাতা নাইট রাইডার্স খেলোয়াড় তালিকা: ২০২৩ সালের আইপিএল শুরু হচ্ছে ৩১ শে মার্চ থেকে। আইপিএলের নিলাম গত বছর ২৩ শে ডিসেম্বর সম্পন্ন হয়ে যায় এরপরে বহু খেলোয়ার আইপিএল থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছে ও চোট আমাদের কারণে অনেক ক্রিকেটার আইপিএল থেকে ছিটকে গেছে। এবার আইপিএলের কলকাতা নাইট রাইডার্স খেলোয়াড় তালিকা একবার চোখ বুলিয়ে নিয়ে যাক। আইপিএল ২০২৩ নিলামে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট অত্যন্ত দক্ষতার সাথে প্রত্যেক খেলোয়াড়ের দরদাম করেছে এবং কলকাতার জন্য সেরা একাদশ তৈরি করার জন্য উপযুক্ত ক্রিকেটারদের বেছে নিয়েছে। নিচে কলকাতা নাইট রাইডার্স প্লায়ার্স লিস্ট আপনারা দেখতে পাবেন, যেখানে খেলোয়াড়দের সাথে তাদের নিলামে কেনা অর্থের পরিমাণ উল্লেখ করা আছে। এছাড়া সালোয়াররা ক্রিকেটে কোন বিভাগে অংশগ্রহণ করবে তার উল্লেখ করা আছে।

আইপিএলের ইতিহাসে কলকাতা নাইট রাইডার্স একটি জনপ্রিয় দল কারণ এই ফ্রাঞ্চাইজের মালিক ভারতের জনপ্রিয় বলিউড সুপারস্টার শাহরুখ খান। আইপিএলের বেশিরভাগ ম্যাচের আপনি এই অভিনেতাকে কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে আপনি দেখতে পাবেন। সময় পেলেই তিনি নিজের দলকে সাপোর্ট করতে চলে আসেন। এছাড়া KKR আইপিএলে দুবারের চ্যাম্পিয়ন দল, ২০১২ ও ২০১৪ সালে KKR আইপিএল ট্রফি জয়লাভ করে গৌতম গম্ভীরের অধিনায়ক থাকাকালী। বর্তমানে কলকাতা নাইট রাইডার্স এর অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তবে তার ইনজুরি থাকার কারণে, এবছর কলকাতার অধিনায়ক ঘোষণা করা হয়েছে, নীতিশ রানাকে

আপনার কি মনে হয় এ বছর কলকাতা নাইট রাইডার্স কিরকম পারফরম্যান্স করবে আইপিএল ২০২৩ সালে, কমেন্ট করতে ভুলবেন না।

কলকাতা নাইট রাইডার্স খেলোয়াড় তালিকা

  1. শ্রেয়াস আইয়ার
  2. আন্দ্রে রাসেল
  3. ভেঙ্কটেশ আইয়ার
  4. বরুণ চক্রবর্তী
  5. নীতিশ রানা
  6. সুনীল নারিন
  7. উমেশ যাদব
  8. টিম সাউদি
  9. সাকিব আল হাসান
  10. ডেভিড উইজ
  11. N. জগদীসান
  12. বৈভব অরোরা
  13. রিংকু সিং
  14. লিটন দাস
  15. মনদীপ সিং
  16. হর্ষিত রানা
  17. অনুকূল রায়
  18. সুয়শ শর্মা
  19. কুলবন্ত খেজরোলিয়া
  20. শার্দুল ঠাকুর
  21. লকি ফার্গুসন
  22. রহমানুল্লাহ গুরবাজ

কলকাতা নাইট রাইডার্স রিটেন করা খেলোয়াড়দের তালিকা

  1. শ্রেয়াস আইয়ার
  2. গুরবাজ
  3. রিংকু সিং
  4. আন্দ্রে রাসেল
  5. সুনীল নারিন
  6. নীতিশ রানা
  7. অনুকূল রায়
  8. ভেঙ্কটেশ আইয়ার
  9. শার্দুল ঠাকুর
  10. টিম সাউদি
  11. লকি ফার্গুসন
  12. উমেশ যাদব
  13. বরুণ চক্রবর্তী
  14. হর্ষিত রানা

কলকাতা নাইট রাইডার্স রিলিজ করা খেলোয়াড়দের তালিকা

  1. ফিঞ্চ
  2. অভিজিৎ তোমর
  3. উঃ রাহানে
  4. অ্যালেক্স হেলস
  5. অশোক শর্মা
  6. বাবা ইন্দ্রজিৎ
  7. চমিকা করুনারত্নে
  8. মোহাম্মদ নবী
  9. পি. কামিন্স
  10. প্রথম সিং
  11. রমেশ কুমার
  12. রাসিখ দার
  13. স্যাম বিলিংস
  14. শেলডন জ্যাকসন
  15. শিবম মাভি

২০২৩ আইপিএলে কলকাতার অধিনায়ক কে ?

নিতিশ রানা

কলকাতা নাইট রাইডার্স মালিক কে ?

শাহরুখ খান

কলকাতা নাইট রাইডার্স কতবার আইপিএল জিতেছে ?

২ বার

মন্তব্য করুন