প্যান-আধার লিঙ্ক সময়সীমা বাড়লো এই তারিখ পর্যন্ত

প্যান-আধার লিঙ্ক সময়সীমা বাড়লো এই তারিখ পর্যন্ত: সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT) আধার কার্ডের সঙ্গে পার্মানেন্ট একাউন্ট নম্বর (PAN) লিংক করার সময়সীমা বাড়িয়েছে। সম্প্রতি প্রকাশিত একটি প্রেস কনফারেন্সে CBDT জানিয়েছে “কর দাতাদের জন্য আরো কিছু সময় প্রদান করা হচ্ছে, প্যান এবং আধার কার্ড লিংক করার শেষ তারিখ বেশ কিছুদিন বাড়ানো হয়েছে। যার ফলে সকলেই তাদের প্যান এবং আধার কার্ড লিঙ্ক করার জন্য নির্ধারিত কর্তৃপক্ষকে কোন প্রতিক্রিয়া সম্মুখীন না করে অবহিত করতে পারবেন“।

এই নিয়ে পঞ্চম বার সিবিডিটি PAN কার্ড আধারের সাথে লিংক এরসময়সীমা বাড়াল

প্যান-আধার লিঙ্ক কি?

আয়কর আইন ১৯৬১ (‘Atc’) এর অধীনে ১ জুলাই ২০১৭ তারিখে প্রত্যেক ব্যক্তিকে যার কাছে একটি প্যান কার্ড এবং একটি আধার নম্বর রয়েছে তাদের সকলকে ৩১শে মার্চ ২০২৩ এর মধ্যে আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করাতে হবে নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে।

১ এপ্রিল ২০২৩ তারিখের মধ্যে এটি করতে ব্যর্থ হলে এই আইনের অধীনে কিছু প্রভাব পড়বে, প্যান এবং আধার কার্ড লিঙ্ক করার উদ্দেশ্যে নির্ধারিত কর্তৃপক্ষকে জানানোর তারিখ বাড়ানো হয়েছে ৩০ শে জুন ২০২৩ পর্যন্ত।

CBDT এর তরফ থেকে জানানো হয়েছে

প্যান-আধার লিঙ্ক-এর সময়সীমা বাড়লো এই তারিখ পর্যন্ত 30th june 2023

৩০ জুনের আগে প্যান- আধার লিঙ্ক না করা হয় তাহলে কি হবে?

‘১ জুলাই ২০২৩ থেকে করদাতারা যারা প্যান কার্ড এবং আধার কার্ডের লিংক করতে ব্যর্থ হয়েছে তাদের আধার কার্ড নিষ্ক্রিয় করে দেয়া হবে’ CBDT জানিয়েছে।

প্যান কার্ড নিষ্ক্রিয় হওয়ার ফলাফল গুলির নিম্নরূপ-

  • নিষ্ক্রিয় হয়ে যাওয়া প্যান কার্ড গুলি কোন রকম ভাবেই ফেরত দেওয়া হবে না।
  • প্যান নিষ্ক্রিয় থাকার সময় এই জাতীয় অর্থ ফেরত এর উপরে সুদ প্রদেয় হবে না।
  • টিডিএস (TDS) এবং টিসিএস (TCS) কেটে নেওয়া হবে, অথবা ইনকাম ট্যাক্স এর ১৯৬১ এর ধারায় অতিরিক্ত চার্জ করা হবে।

প্যান-আধার লিঙ্ক জরিমানা

CBDT জানিয়েছে যদি PAN নিষ্ক্রিয় হয়ে যায় তবে PAN কার্ড আধারের সাথে লিংক করার জন্য ১০০০ টাকা নামমাত্র জরিমানা দিতে হবে। ১০০০ টাকা ফি প্রদানের পর নির্ধারিত কর্তৃপক্ষের কাছে আধার সূচনা করতে হবে। এরপর ৩০ দিনের মধ্যেই আপনার প্যান আবার চালু করে দেয়া হবে।

প্যান-আধার লিঙ্ক বাধ্যতামূলক নয় এই ক্ষেত্রে

প্যান-আধার লিঙ্ক বাধ্যতামূলক নয় এই চারটি বিভাগে।

  • আসাম, জম্মু ও কাশ্মীর এবং মেঘালয় রাজ্যের বাসিন্দাদের জন্য প্যান-আধার লিঙ্ক প্রয়োজন নেই।
  • আয়কর আইন ১৯৬১ এর আওতায় নন রেসিডেন্ট ইন্ডিয়া (NRI) দের জন্য এই লিংকের প্রয়োজন নেই।
  • পূর্বের বছর অনুযায়ী যে সমস্ত ব্যক্তিদের ৮০ বছরের ঊর্ধ্বে বয়স তাদের ক্ষেত্রেও এর প্রয়োজন নেই।
  • যারা ভারতীয় নাগরিক নয় তাদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য নয়।

উপরিউক্ত বিভাগে গুলির মধ্যে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে PAN কার্ড আধারের সাথে লিংক এর কোন প্রয়োজনীয়তা নেই। তারা চাইলে স্বেচ্ছায় নথি দুটি লিংক করাতে পারেন। অন্যান্য ব্যক্তিদের জন্য ৩০ শে জুনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আগামী ৩০ জুন ২০২৩ এর মধ্যে উপযুক্ত চারটি বিভাগ ছাড়া সকলকেই প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করানো বাধ্যতামূলক।

CBDT জানিয়েছে এখনো পর্যন্ত ৫১ কোটিরও বেশি প্যান-আধার লিঙ্ক সম্পন্ন হয়েছে।

মন্তব্য করুন