রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর খেলোয়াড় তালিকা ২০২৩

রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর খেলোয়াড় তালিকা ২০২৩

রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর খেলোয়াড় তালিকা: CSK এর মত রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ভারতে অত্যন্ত জনপ্রিয় একটি আইপিএল দল কারণ এই দলে রয়েছেন বিরাট কোহলি। যিনি এতদিন আইপিএলে ব্যাঙ্গালোরের হয়ে ক্রিকেট খেলেছেন এবং অধিনায়ক ছিলেন। তবে গত বছর আইপিএল থেকে বিরাট কোহলি অধিনায়কত্ব থেকে সরে দাড়িয়েছেন। বর্তমানে RCB আইপিএল দলের অধিনায়ক দক্ষিণ আফ্রিকার ফাফ ডুপ্লেসি। সারা ভারতের থেকে দর্শকের সমর্থন পেলেও দলটি এখনো পর্যন্ত আইপিএল ট্রফির মুখ দেখতে পারেনি। যদিও আরসিবি ফাইনালে অংশগ্রহণ করেছে। দলটির পারফরম্যান্স খুব একটা ভালো না বিগত আইপিএল গুলি বিচার করলে। RCB দল প্রায় প্রত্যেক বছরই পরিবর্তন হতে থাকে, যা এই দলের দুর্বলতা বলে মনে করা হচ্ছে। তবে ২০২৩ সালের আইপিএলে ব্যাঙ্গালোরের দল অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন এবং টি-টোয়েন্টি স্পেশালিস্ট খেলোয়াড়ে পরিপূর্ণ।

নিচের দেওয়া তালিকায় আপনারা দেখতে পাবেন, রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর খেলোয়াড় তালিকা, রিটার্ন করা ক্রিকেটার, রিলিজ করার ক্রিকেটারদের সম্পূর্ণ বিবরণ। এছাড়া আইপিএলের অন্যান্য দলগুলির খেলোয়ারদের সম্বন্ধে জানতে নিচের আর্টিকেলগুলি পড়তে পারেন।

রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর খেলোয়াড় তালিকা ২০২৩

  1. বিরাট কোহলি
  2. গ্লেন ম্যাক্সওয়েল
  3. মোহাম্মদ সিরাজ
  4. ফাফ ডু প্লেসিস
  5. হর্ষল প্যাটেল
  6. ওয়ানিন্দু হাসরাঙ্গা
  7. দীনেশ কার্তিক
  8. জোশ হ্যাজেলউড
  9. শাহবাজ আহমদ
  10. অনুজ রাওয়াত
  11. আকাশ দীপ
  12. মহিপাল লোমরর
  13. ফিন অ্যালেন
  14. শেরফেন রাদারফোর্ড
  15. জেসন বেহরেনডর্ফ
  16. সুয়শ প্রভুদেসাই
  17. অনীশ্বর গৌতম
  18. কর্ণ শর্মা
  19. ডেভিড উইলি
  20. রজত পতিদার
  21. সিদ্ধার্থ কাউল
  22. ছামা মিলিন্দ

রিলিজ করা রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর খেলোয়াড় তালিকা

  1. অনীশ্বর গৌতম
  2. কর্ণ শর্মা
  3. আকাশ দীপ
  4. সিদ্ধার্থ কাউল
  5. ছামা মিলিন্দ
  6. ডেভিড উইলি
  7. লুব্নিথ সিসোদিয়া

রিটেন করা রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর খেলোয়াড় তালিকা

  1. ফাফ ডু প্লেসিস
  2. ফিন অ্যালেন
  3. রজত পতিদার
  4. বিরাট কোহলি
  5. দীনেশ কার্তিক
  6. গ্লেন ম্যাক্সওয়েল
  7. হর্ষল প্যাটেল
  8. ওয়ানিন্দু হাসরাঙ্গা
  9. মোহাম্মদ সিরাজ
  10. জোশ হ্যাজেলউড
  11. জেসন বেহরেনডর্ফ
  12. সুয়াশ এস প্রভুদেসাই
  13. শেরফেন রাদারফোর্ড
Previous articleপ্রধানমন্ত্রী কৃষি সিঞ্চন যোজনা Online Apply
Next articleকাছেরি বাড়ি পশ্চিমবঙ্গ – ভুতুড়ে বাড়ি
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply