কলকাতা বনাম ব্যাঙ্গালোর ম্যাচ হাইলাইটস- ভিডিও

কলকাতা বনাম ব্যাঙ্গালোর ম্যাচ হাইলাইট - KKR VS RCB Match Highlights in bengali

কলকাতা বনাম ব্যাঙ্গালোর ম্যাচ হাইলাইটস- আইপিএল ২০২৩ নবম ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। RCB অধিনায়ক টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নয়। এরপর প্রথমে ব্যাট করতে নেমে কলকাতা ২৬ রানে ২ উইকেট ও ৮৯ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে। এরপর ম্যাচের রাস ধরে শার্কেল ঠাকুর ও রিঙ্কু সিং, ষষ্ঠ উইকেটে দুজনে ১০০ রানের পার্টনারশিপ তৈরি করে। এর ফলে কলকাতা ২০০ রানের গণ্ডি সক্ষম হয়। RCB ব্যাট ব্যাট করতে নেমে ৪ ওভারে ৪০ রান করলেও এরপর ধীরে ধীরে উইকেট হারাতে থাকে। শেষ পর্যন্ত ১২৩ রানে অলআউট হয়ে যায় RCB, কলকাতা ৮১ রানে ম্যাচটি জয়লাভ করে।

কলকাতা বনাম ব্যাঙ্গালোর ম্যাচ হাইলাইটস

ম্যাচKKR VS RCB
ম্যাচ নং৯ নম্বর ম্যাচ
টসRCB টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়
তারিখ২ এপ্রিল ২০২৩
সময়৭.৩০
স্টেডিয়ামইডেন গার্ডেন কলকাতা

কলকাতা নাইট রাইডার্স একাদশ

মনদীপ সিং, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (সি), রিংকু সিং, আন্দ্রে রাসেল, শার্দুল ঠাকুর, সুনীল নারিন, টিম সাউদি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একাদশ

বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস (সি), দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, মাইকেল ব্রেসওয়েল, শাহবাজ আহমেদ, ডেভিড উইলি, কর্ন শর্মা, হর্ষাল প্যাটেল, আকাশ দীপ, মোহাম্মদ সিরাজ

কলকাতা নাইট রাইডার্স ইনিংস

ব্যাটসম্যানরান
ঠাকুর68(29)
গুরবাজ57(44)
বোলিংউইকেট
উইলি2/16
কর্ণ শর্মা2/26

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ইনিংস

ব্যাটসম্যানরান
ফাফ ডু প্লেসিস23(12)
বিরাট কোহলি21(18)
বোলিংউইকেট
বরুণ চক্রবর্তী4/15
সুয়শ শর্মা3/30

কলকাতা নাইট রাইডার্স ৮১ রানে ম্যাচটি জয়লাভ করে, ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন শর্দুল ঠাকুর

কলকাতা বনাম ব্যাঙ্গালোর ম্যাচ হাইলাইটস- KKR VS RCB Match Highlights in bengali

Previous articleপশ্চিমবঙ্গে সেরা ১০ টি সরকারি বিটেক কলেজ
Next articleঅন্ধ্রপ্রদেশ ইন্টার রেজাল্ট ২০২৩
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply