অন্ধ্রপ্রদেশ ইন্টার রেজাল্ট ২০২৩

অন্ধ্রপ্রদেশ ইন্টার রেজাল্ট ২০২৩

অন্ধ্রপ্রদেশ ইন্টার রেজাল্ট ২০২৩: অন্ধ্রপ্রদেশের ইন্টারমিডিয়েট এডুকেশন এর ফলাফল প্রকাশিত হতে চলেছে খুব শীঘ্রই। বোর্ড অফ ইন্টারমিডিয়েট এডুকেশন অন্ধ্রপ্রদেশ এই রেজাল্ট প্রকাশিত করবে। প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা যাদের পরীক্ষা সংঘটিত হয়েছিল ১৫ মার্চ, ১৬ মার্চ, ৩ এপ্রিল ও ৪ এপ্রিল ২০২৩। BIEAP এই পরীক্ষা আয়োজন করেছিল যেখানে লক্ষ লক্ষ পড়ুয়া অংশগ্রহণ করেছিল। বর্তমানে এখনো পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে রেজাল্টের দিন ঘোষণা করা হয়নি কিন্তু বিগত বছর গুলির ট্রেন্ড অনুযায়ী মে, জুন মাসে এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়ে থাকে। bse.ap.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা পরীক্ষার ফলাফল সরাসরি পেয়ে যাবেন।

অন্ধ্রপ্রদেশ ইন্টার রেজাল্ট ২০২৩

বোর্ডের নামBIEAP
পরীক্ষার নামAPBIE ইন্টারমিডিয়েট
পরীক্ষার ধরনঅফলাইন
পরীক্ষার তারিখ১৫ মার্চ-৪ এপ্রিল
প্রথম বর্ষ পরীক্ষার ফলাফলমে, জুন
দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফলমে, জুন
রাজ্যঅন্ধ্রপ্রদেশ
ওয়েবসাইটbse.ap.gov.in

প্রথম বর্ষ ইন্টারমিডিয়েট ফলাফল অন্ধ্রপ্রদেশ ২০২৩ তারিখ

  • অন্ধ্রপ্রদেশ APBIE বোর্ড এই প্রথম বর্ষের পরীক্ষার আয়োজন করেছিল।
  • ১৬ মার্চ ও ৩ এপ্রিল প্রথম বর্ষের পরীক্ষা সংঘটিত হয়েছিল।
  • সায়েন্স, কমারস ও আর্টস এই তিনটি বিভাগে পরীক্ষা আয়োজন করা হয়।
  • মে মাসের শেষের দিকে বা জুন মাসে এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
  • অফিসিয়াল ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশিত হবে ছাত্রছাত্রীরা তাদের রোল নাম্বার ও জন্ম তারিখ দিয়ে ফলাফল দেখতে পারবেন।
  • এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ছাত্র ছাত্রীরা দ্বিতীয় বর্ষ ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারবেন।

দ্বিতীয় বর্ষ ইন্টারমিডিয়েট ফলাফল অন্ধ্রপ্রদেশ ২০২৩ তারিখ

  • অন্ধ্রপ্রদেশ APBIE বোর্ড এই দ্বিতীয় বর্ষ ইন্টারমিডিয়েট পরীক্ষা আয়োজন করেছিল।
  • ১৬ মার্চ ও ৪ এপ্রিল এই দ্বিতীয় বর্ষের পরীক্ষা আয়োজন করা হয়।
  • ছাত্র-ছাত্রীদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা পরবর্তী ভবিষ্যতের জন্য।
  • জুন মাসের প্রথম সপ্তাহে এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্ধ্রপ্রদেশ ইন্টার রেজাল্ট সায়েন্স, কমারস ও আর্টস গ্রেট সিস্টেম

শ্রেণীসমূহমার্কস রেঞ্জ
A+৯০-১০০ মার্কস
A৮০-৯০ মার্কস
B+৭০-৮০ মার্কস
B৬০-৭০ মার্কস
C+৫০-৬০ মার্কস
C৪০-৫০ মার্কস
D+৩০-৪০ মার্কস
D২০-৩০ মার্কস
E১০-২০ মার্কস

কিভাবে দেখবেন অন্ধ্রপ্রদেশ ইন্টার রেজাল্ট ২০২৩

  • প্রথমে আপনাকে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে bse.ap.gov.in।
  • এরপর হোম পেজ থেকে রেজাল্ট বাটনে ক্লিক করতে হবে।
  • এরপর ইন্টারমিডিয়েট রেজাল্ট এর উপর ক্লিক করবেন।
  • সেখান থেকে প্রথম বর্ষ / দ্বিতীয় বর্ষ আপনাকে নির্বাচন করতে হবে।
  • এরপর আপনাকে হল টিকিট নাম্বার দিতে হবে পরবর্তী পেজে যাওয়ার জন্য।
  • এই পেজে আপনি বিষয় অনুযায়ী নম্বর বিশদে দেখতে পাবেন।
  • আপনি চাইলে অন্ধ্রপ্রদেশ ইন্টার রেজাল্ট নিজের মোবাইলে সেভ করে রাখতে পারেন।

কিভাবে অন্ধ্রপ্রদেশ ইন্টার রেজাল্ট মার্কশিট পাবেন

  • অনলাইনে অফিশিয়াল ওয়েবসাইটে ছাত্রছাত্রীরা ফলাফল দেখতে পাবেন।
  • অনলাইনে তারা ফলাফলের মেমো নিজের ডিভাইসে সেভ করতে পারবেন।
  • বোর্ডের দেওয়া মার্কশিট ছাত্রছাত্রীরা তাদের বিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে পেয়ে যাবেন।

অন্ধ্রপ্রদেশ ইন্টার রেজাল্ট ২০২৩

APBIE বোর্ড প্রথম বর্ষ ইন্টারমিডিয়েট ফলাফলCLICK HERE
APBIE বোর্ড দ্বিতীয় বর্ষ ইন্টারমিডিয়েট ফলাফলCLICK HERE

Previous articleকলকাতা বনাম ব্যাঙ্গালোর ম্যাচ হাইলাইটস- ভিডিও
Next articleপশ্চিমবঙ্গের বনভূমি|forest in west bengal in bengali
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply