বিসিসিআইয়ের ক্রিকেটারদের বার্ষিক চুক্তির তালিকা

আমরা সবাই জানি ভারতের জাতীয় দলের হয়ে যে সমস্ত ক্রিকেটাররা খেলে তারা বিসিসিআইয়ের চুক্তির অধীনে থাকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের মোট 4 টি বিভাগের চুক্তি পর্যায়ে রয়েছে A+, A, B, C। জাতীয় দলে যে সমস্ত খেলোয়াড় দীর্ঘদিন ধরে খেলেন তাদের এই চুক্তির আওতায় আনা হয়।

সম্প্রতি ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া গ্রেড-B থেকে গ্রেড-A তে উঠে এসেছে। এছাড়াও শার্দুল ঠাকুর গ্রেড-C থেকে গ্রেড-B তে উঠে এসেছে। 2018 সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ম্যাচে অভিষেক হওয়ার পর থেকে 2020-21 অস্ট্রেলিয়া সফরের ভালো পারফর্মেন্স এর সুবাদেই তার এই পদোন্নতি। অস্ট্রেলিয়া সফরে অভিষেক হওয়া শুভমান গিল ও মোহাম্মদ সিরাজ কে গ্রেড-C তে স্বীকৃতি দেওয়া হয়েছে। রবীন্দ্র জাদেজার পরিবর্ত খেলোয়াড় রূপে আশা অক্ষর প্যাটেল কেও গ্রেড-C দেওয়া হয়েছে।

চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার ফলে পেশার ভুবনেশ্বর কুমার কে A গ্রেড থেকে B গ্রেডে নামিয়ে দেওয়া হয়েছে। C গ্রেডে থাকা মনিশ পান্ডে এবং কেদার যাদব শেষ কয়েকটি সিরিজে দলের বাইরে থাকার ফলে চুক্তি থেকে তাদের নাম বাতিল করা হয়েছে। ভারতের বর্তমান 2 স্পিন বোলার যুবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব কে B থেকে C গ্রেডে নামিয়ে দেওয়া হয়েছে।

বিসিসিআইয়ের A+ ক্যাটাগরি হলো সর্বোচ্চ বিভাগ চুক্তির ক্ষেত্রে, যেখানে বর্তমানে তিনজন ক্রিকেটার রয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মা ও জসপ্রিত বুমরা। এই বিভাগে প্রত্যেকে বছরে 7 কোটি টাকা করে পান বোর্ডের থেকে।

আরো পড়ুন- ‘ক্ষমা চাওয়া উচিত দর্শকদের কাছে’- KKR এর হারের পর টুইট শাহরুখ খানের

এক নজরে দেখে নেওয়া যাক চারটি বিভাগের খেলোয়ারদের তালিকা।

গ্রেড-A+ বিভাগ: (7 কোটি)

বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরা।

গ্রেড-A বিভাগ: (5 কোটি)

চেতেশ্বর পূজারা, অজিংক্যা রাহানে, শিখর ধাওয়ান, কেএল রাহুল, মোহাম্মদ শামী, ইশান্ত শর্মা, ঋষভ পান্ত, হার্দিক পান্ডেয়া, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা।

গ্রেড-B বিভাগ: (7 কোটি)

ঋদ্ধিমান সাহা, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার, শারদুল ঠাকুর, মায়াঙ্ক আগরওয়াল।

গ্রেড-C বিভাগ: (7 কোটি)

কুলদীপ যাদব, নবদীপ সায়নী, দীপক চাহার, শুবমান গিল, হনুমা বিহারী, অক্ষর প্যাটেল, শ্রেয়াস আইয়ার, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, মোহাম্মদ সিরাজ।

প্রত্যেকটি বিভাগেই বার্ষিক অর্থবন্টনের পরিমাণ বিভিন্ন সাধারণত খেলোয়াড়দের পারফরমেন্সের উপর এই গ্রেড সিস্টেম কাজ করে।

“বিসিসিআইয়ের ক্রিকেটারদের বার্ষিক চুক্তির তালিকা”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন