মোবাইল হারানো/চুরি, সাহায্য করবে গুগল ম্যাপ, জেনেনিন কিভাবে

বর্তমানে পৃথিবীতে স্মার্ট ফোন ব্যবহার করেননা এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। স্মার্টফোনকে জীবনের একটি অংশ বলা চলে। তবে অনেক সময় অতি প্রিয় স্মার্টফোনটি চুরি হয়ে যায় বা পকেটে থেকে পড়ে হারিয়ে যায় যেখানে সেখানে। এমন পরিস্থিতিতে আপনার ফোনটি খুঁজে পাওয়া খুবই কঠিন। প্রশাসনের কাছে সাহায্য চাইলেও লেগে যেতে পারে অনেকটা সময়।

কিন্তু সহজ একটি উপায় আপনার জানা থাকলে সহজে খুঁজে পেতে পারেন আপনার চুরি হওয়া বা হারিয়ে যাওয়া স্মার্টফোনটি। তবে এক্ষেত্রে আপনাকে সাহায্য করবে google। কিন্তু কীভাবে জানেন? চলুন তবে জেনে নেওয়া যাক।

  • বর্তমান বাজারে যত নতুন স্মার্টফোন আছে তার অধিকাংশ ফোনে একটি ফিচার রয়েছে যেটির নাম ফাইন্ড মাই ডিভাইস (Find my device)। এন্ড্রয়েড ফোনে এই নামেই ফিচারটি রয়েছে। তবে অ্যাপেল এর ক্ষেত্রে এই ফিচারটি ফাইন্ড মাই ফোন (Find my phone) নামে উপলব্ধ।

আরো পড়ুন-Marvel Studios:THE ETERNALS এ থাকছেন এই ভারতীয় অভিনেতা

  • যে ফোনটি হারিয়েছে বা চুরি হয়েছে সেটিকে খুঁজে পেতে প্রয়োজন আরেকটি ইন্টারনেটযুক্ত স্মার্টফোন বা ল্যাপটপের। সেই ফোন বা ল্যাপটপ-এ লগইন করতে হবে হারিয়ে যাওয়া ফোনটি তে ব্যবহৃত গুগোল আইডি টি।
  • লগইন এর পর যেকোন ব্রাউজারে গিয়ে খুলে ফেলুন www.googlemaps.google.co.in অথবা গুগোল ম্যাপ অ্যাপ্লিকেশন। এইখানে আপনাকে হারিয়ে যাওয়া ফোনে ব্যবহৃত গুগোল আইডিতে লগইন করতে হবে। লগইন বা সাইন ইন-এর পর ডান দিকে উপরে তিনটি ডট আইকন দেখতে পাবেন, এবার সেখানে ক্লিক করুন।
  • তিনটি ডট আইকনে ক্লিক করলে টাইমলাইন অপশনটি আসবে আপনার সামনে। এই অপশনে ক্লিক করলে আপনাকে দিতে হবে একটি নির্দিষ্ট তারিখ। হারিয়ে যাওয়া বা চুরি হওয়ার পরের দিনের তারিখটি হবে সব থেকে ভালো উপায়। এর পরবর্তী যা যা তথ্য প্রয়োজন তা দিয়ে দিন। তাহলেই আপনি আপনার ফোনের লোকেশন হিস্ট্রিটি পেয়ে যাবেন।

লোকেশন হিস্ট্রিটি অনুসরণ করে সহজেই আপনি আপনার হারিয়ে যাওয়া ফোনটি খুঁজে পেতে পারেন। তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার ফোনে find my device অপশনটি চালু আছে কিনা। যদিও বর্তমানে বেশিরভাগ ফোনেই বাই ডিফল্ট এটি চালু থাকে। তবু একবার যাচাই করে নেবেন অবশ্যই।

মন্তব্য করুন