বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা ধন্যবাদ জানালো প্রথম সারির কর্মীদের। দেখুন বিশদে

বিসিসিআই 2021 সালের আইপিএল স্থগিত করে দেওয়ার পর ভারত অধিনায়ক বিরাট কোহলি প্রথম দিন থেকেই করোনা বিরুদ্ধে লড়াইয়ে কাজে নেমে পড়ে। গত শুক্রবার বিরাট কোহলিঅনুষ্কা শর্মা একত্রে একটি রিলিফ ফান্ড তৈরি করে যেখানে তারা অন্যান্যদেরও এগিয়ে আসার বার্তা দেয়। 24 ঘন্টার মধ্যে তারা এই ফান্ডে 3.6 কোটি টাকা সংগ্রহ করে বিরাট কোহলি তার টুইটারের মাধ্যমে প্রকাশ করে।

এরপর রবিবার বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা দু-জনেই তাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভারতের করোনা অতিমারিতে কর্মরত প্রথম সারির কর্মীদের ধন্যবাদ জানায়। টুইটারে বিরাট কোহলি লিখেছে যে, “সমস্ত স্বাস্থ্যসেবা ও সম্মুখভাগ কর্মীদের কাছে আমার কৃতজ্ঞতা ছাড়া আর কিছুই নেই, আমি তাদের চেতনা এবং উত্সর্গকে দেখে বিস্মিত। আমি এমন সমস্ত লোককেও ধন্যবাদ জানাতে চাই যারা এইরকম কঠিন সময়ে এগিয়ে এসেছিলেন এবং একে অপরকে সাহায্য করেছিলেন। আপনাদের মতো নায়কদের নিয়ে ভারত কৃতজ্ঞ।”

বিরাট কোহলির টুইট

Twitter source- virat Kohli

আরো পড়ুন- 24 ঘন্টার মধ্যে 3.6 কোটি টাকা রিলিফ ফান্ডে জোগাড় করলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা

টুইটারে অনুসরণ লিখেছেন যে, “আমরা আমাদের সমস্ত স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির কর্মীদের একটি বড় ধন্যবাদ জানতে চাই, তাদের উত্সর্গ সত্যই অনুপ্রেরণামূলক। আপনারা জাতির জন্য আপনার ঝুঁকিপূর্ণ জীবনকে অব্যাহত রেখেছেন এবং তার জন্য আমরা চিরকাল আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। আপনারাই প্রকৃত নায়ক, বিরাট এবং আমি ও সমগ্র জাতির জন্য।”

Ketto-তে তারা এই ফান্ড তৈরি করেছে, তারা নিজেরাও দু’কোটি টাকা দিয়েছে এই ফান্ডে। 24 ঘণ্টার মধ্যে তারা প্রায় অর্ধেক টাকা তুলতে পেরেছে এবং তারা বাকিদেরও এগিয়ে আসার জন্য আবেদন জানিয়েছে।

“বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা ধন্যবাদ জানালো প্রথম সারির কর্মীদের। দেখুন বিশদে”-এ 1-টি মন্তব্য

Leave a Reply