মিল্কিওয়ে গ্যালাক্সির বাইরে নতুন এক গ্রহের সন্ধান পেল নাসা

মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে নতুন আরো একটি গ্রহ আবিষ্কার করল। নাসার  চন্দ্র এক্স-রে টেলিস্কোপ যন্ত্রের সাহায্যে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির বাইরে প্রথম কোন গ্রহের সন্ধান পেলেন তারা। নাসার তরফ থেকে জানানো হয়েছে যে গ্যালাক্সি থেকে গ্রহটি খুঁজে পাওয়া গিয়েছে সেই ছায়াপথটির দূরত্ব পৃথিবী থেকে 28 মিলিয়ন আলোকবর্ষ দূরে।

নাসা জানিয়েছে তাদের চন্দ্র অবজারভেটরি তারা এমনভাবে তৈরি করেছেন যাতে অনেক দূর থেকেও কোনো উতপ্ত অঞ্চল থেকে এক্সরে নির্গত হলে তা ডিটেক্ট করতে পারে। তারা এও জানান যে অঞ্চল থেকে নতুন এই গ্রহর সন্ধান করেছেন তারা, সেখানে এক সঙ্গে জোটবদ্ধ হয়ে রয়েছে অনেকগুলি ছায়াপথ বা ক্লাস্টার অফ গ্যালাক্সি। এক্স রে অবজারভেটরি এমন একটি জায়গা খুঁজে পেয়েছে, যেখানে রয়েছে প্রচুর উজ্জ্বলতা। এই উজ্জলতা তখনই চোখে পড়ে যখন একটি গ্রহ নক্ষত্রের সামনে থাকে, এমন অবস্থানের সময় নক্ষত্রের আলো গ্রহের উপর পড়ে বিচ্ছুরিত হয় এবং অনেক পরিমাণে উজ্জ্বলতা সৃষ্টি করে।

আরো পড়ুন- অবসর শেষে ফের মঙ্গলে অভিযান শুরু পারসিভেরান্স রোভারের

নাসা দ্বারা আবিষ্কৃত নতুন এই এক্সোপ্লানেট আবিষ্কার করেছেন Harvard Smithsonian Center for Astrophysics এর Dr Rosanne Di Stefano এবং তার সহকর্মীরাও তাকে সাহায্য করেছিলেন। নতুন পদ্ধতির সাহায্যে তারা আবিষ্কার করেন। যে পদ্ধতিতে বর্তমানে আরো নানান নতুন গ্রহ আবিষ্কার হয়ে চলেছে প্রতিনিয়ত। বিজ্ঞানীরা জানান যে অঞ্চলে এক্সোপ্লানেটটি খুঁজে পাওয়া গিয়েছে সেখানে এক টানা তিনঘন্টা পর্যবেক্ষণ চালিয়েছিলেন তারা। পর্যবেক্ষণ চলাকালীন একসময় এক্স রশ্মির নিষ্কাশন শুন্য হয়ে গিয়েছিল। যার থেকে বিজ্ঞানীরা ধারণা করেন নতুন এই এক্সোপ্লানেট এর আয়তন শনি গ্রহের কাছাকাছি। তবে সুনিশ্চিত সিদ্ধান্তে আসতে বিজ্ঞানীদের আরো কিছু পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।

“মিল্কিওয়ে গ্যালাক্সির বাইরে নতুন এক গ্রহের সন্ধান পেল নাসা”-এ 1-টি মন্তব্য

Leave a Reply