পুনরায় যান্ত্রিক গোলযোগ দেখা দিল নাসার হাবল স্পেস টেলিস্কোপে, চালু করা হলো সেফ মোডে

বর্তমানে মহাকাশের সমস্ত আশ্চর্য ও অদ্ভুত ছবিগুলি আমরা বিভিন্ন সামাজিক মাধ্যমগুলোতে দেখে থাকি, তার অধিকাংশই গৃহীত হয় নাসার স্পেস টেলিস্কোপ হাবল (Hubble space telescope) দ্বারা। মহাকাশের বিস্তারিত পর্যবেক্ষণের জন্য নাসার মূল হাতিয়ার এই স্পেস টেলিস্কোপ। তবে সম্প্রতি এই টেলিস্কোপে পুনরায় দেখা দিয়েছে যান্ত্রিক গোলযোগ। নাসা জানিয়েছে বর্তমানে এই স্পেস টেলিস্কোপকে সেফ মোডে রাখা হয়েছে। বিজ্ঞানীরা টেলিস্কোপের কাজ বন্ধ করে দিতে একপ্রকার বাধ্য হয়েছেন।

নাসার অন্যতম হাবল স্পেস টেলিস্কোপে কি ধরনের সমস্যা দেখা দিয়েছে তার উপরে ইতিমধ্যেই বিজ্ঞানীরা পরীক্ষা-নিরীক্ষা করা শুরু করে দিয়েছেন। বিজ্ঞানীদের বর্তমানে মূল লক্ষ্য স্পেস টেলিস্কোপ এর যান্ত্রিক গোলযোগ খুঁজে বের করা। একটি টুইট বার্তার মাধ্যমে তারা জানিয়েছেন হাবল স্পেস টেলিস্কোপে ‘Synchronisation issues‘ দেখা দিয়েছে। এই সমস্যার সমাধান বর্তমানে নাসার বিজ্ঞানীদের কাছে একটি বেশ বড় চ্যালেঞ্জ। সমস্যার সমাধান হবে কি না সে বিষয়েও নির্দিষ্ট কোনো তথ্য তারা দিতে পারছেন না আপাতত।

আরো পড়ুন-মিল্কিওয়ে গ্যালাক্সির বাইরে নতুন এক গ্রহের সন্ধান পেল নাসা

মার্কিন স্পেস এজেন্সি ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি যৌথভাবে নির্মাণ করেছিলেন হাবল স্পেস টেলিস্কোপ। যেটি ১৯৯০ সালে লঞ্চ করা হয় প্রথমবারের জন্য। তারপর থেকে এখনো পর্যন্ত ১.৩ মিলিয়ন পর্যবেক্ষণ চালিয়েছে এই স্পেস টেলিস্কোপ। কিছুদিন আগে স্পেস টেলিস্কোপ এর একটি যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছিল। যে কারণে প্রায় এক মাস বন্ধ ছিল পর্যবেক্ষণের কাজ। তবে সেই সময়ে যান্ত্রিক গোলযোগ খুঁজে বের করতে এবং তা সারিয়ে তুলতে সক্ষম হয়েছিলেন তারা। বর্তমানে হাবল টেলিস্কোপ এর সাকসেসর হিসেবে নতুন আরো একটি স্পেস টেলিস্কোপ নির্মাণ করেছেন নাসা, যেটির নাম জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ।

“পুনরায় যান্ত্রিক গোলযোগ দেখা দিল নাসার হাবল স্পেস টেলিস্কোপে, চালু করা হলো সেফ মোডে”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন