২০২৪ সালে নভোচারীদের চাঁদে নিয়ে যেতে SpaceX এর সঙ্গে ২.৯ বিলিয়ন ডলারের চুক্তিবদ্ধ হলো নাসা

আমেরিকা যুক্তরাষ্ট্রের অন্যতম মহাকাশ গবেষণা কেন্দ্র ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) বিলিয়নেয়ার এলন মাস্ক-এর সংস্থা SpaceX কে ২.৯ বিলিয়ন ডলার পুরস্কার দেওয়ার কথা জানিয়েছে। এই দুই সংস্থার মাঝে হওয়া চুক্তি অনুযায়ী আগামী ২০২৪ সালের মধ্যে এলন মাস্ক-এর সংস্থা SpaceX নভোচারীদের চাঁদে নিয়ে যাওয়ার জনে spacecraft অর্থাৎ মহাকাশযান বানাবে নাসার জন্যে।

আমেরিকান মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা নভোচারীদের চাঁদে নিয়ে যাওয়ার জন্য মহাকাশযান তৈরি করতে চায়। আর এক্ষেত্রে আরো দুটি বৃহৎ সংস্থা ব্লু-অরিজিন (জেফ বেজোজ) এবং ডিফেন্স কন্ট্রাক্টর ইনক. কে পিছনে ফেলে তারা এলন মাস্ক-এর SpaceX কেই বেছে নিয়েছে।

SpaceX কে বেছে নেওয়ার পিছনে অবশ্য অনেকগুলো যথাযথ কারণও রয়েছে। সম্প্রতি নাসা চারজন নভোচারীকে আন্তরজাতিক স্পেস স্টেশনে পাঠায় আর এই মিশনে নাসাকে সাহায্য করেছে SpaceX এর The Crew Dragon spacecraft। এই মিশনটিকে নিয়ে এক বছরে ইতিমধ্যেই নাসা ও SpaceX একত্রে তিন বার ক্রু মিশন সম্পন্ন করে ফেলেছে।

আরো পড়ুন – SPACEX এর পুরনো ক্যাপসুলে করেই আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাঠানো হলো নতুন ক্রু মেম্বারদের

নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে চার জন নভোচারী সহ SpaceX এর The Crew Dragon spacecraft সফল এবং সুরক্ষিত ভাবে আন্তরজাতিক স্পেস স্টেশনে (ISS) পৌঁছাতে সক্ষম হয়। আর এই মিশনে ব্যবহৃত ক্যাপসুলটি ছিল সয়ংক্রিয়, যেটি মাত্র ১ দিনের মধ্যেই নভোচারী দের ISS-এ নিয়ে যেতে সক্ষম হয়।

SpaceX এর এই The Crew Dragon spacecraft টি পুনর্ব্যবহার যোগ্য এবং প্রথমবারের জন্যে এটিকে পুনর্ব্যবহার করতে সক্ষম হয়েছে এই আমেরিকান বাণিজ্যিক রকেট কোম্পানি।

SpaceX এর তরফ থেকে নাসার বিভিন্ন মিশনে ব্যবহৃত স্পেসক্রাফট গুলি অভূতপূর্ব ভূমিকা রেখেছে। যে কারণে আগামী দিনে নাসা এই সংস্থার তৈরি স্পেসক্রাফটি ব্যাবহার করেই নভোচারীদের চাঁদে পাঠাতে চান। আর এজন্যেই নাসা SpaceX কে ২.৯ বিলিয়ন মার্কিন ডলার দিতে রাজি হয়েছে।

“২০২৪ সালে নভোচারীদের চাঁদে নিয়ে যেতে SpaceX এর সঙ্গে ২.৯ বিলিয়ন ডলারের চুক্তিবদ্ধ হলো নাসা”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন