Whatsapp-এ ডিলিট করা মেসেজ পড়তে চান? জেনে নিন কিভাবে পড়বেন

বর্তমানে সবথেকে জনপ্রিয় মেসেজিং অ্যাপ Whatsapp আমরা প্রায় সকলেই ব্যবহার করে থাকি। আর প্রায় সকলেই যারা এই অ্যাপটি ব্যবহার করেন তারা ভালোভাবেই জানেন যে এই অ্যাপের সাহায্যে পাঠানো যে কোন মেসেজ মুছে ফেলা যায়। আর এই মুছে ফেলা বা ডিলিট করে দেওয়ার জন্যে দুটি অপশন রয়েছে হোয়াটসঅ্যাপে। যার মধ্যে একটি হল ডিলিট ফর মি এবং অপরটি ডিলিট ফর এভরিওয়ান। আর এই ডিলিট ফর এভরিওয়ান অপশনটির সাহায্যে যিনি মেসেজ পাঠিয়েছেন এবং যাকে মেসেজ পাঠানো হয়েছে তাদের দুজনের কাছ থেকেই মেসেজটি ডিলিট হয়ে যায়।

Whatsapp-এ ডিলিট করা মেসেজ কিভাবে পড়বেন

তবে এই ডিলিট হয়ে যাওয়া মেসেজ দেখারও একটি উপায় বা ট্রিক রয়েছে। যার সাহায্যে সহজেই সেই মেসেজ দেখা সম্ভব। তবে তার জন্য আপনাকে ইন্সটল করতে হবে একটি অ্যাপ্লিকেশন। কি এই অ্যাপ্লিকেশন এবং কিভাবে ব্যবহার করবেন চলুন জেনে নেওয়া যাক।

আরো পড়ুন – Signal অ্যাপ ব্যবহার করে বিতর্কে জড়ালেন ফেসবুকের CEO Mark Zuckerberg

আপনার মোবাইলে থাকা প্লে-স্টোর থেকে সহজেই পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনটি, যেটির নাম Whatsremoved+। তবে আপনি যদি অ্যাপেল ইউজার হন তাহলে এটি আপনার অ্যাপ স্টোরে পাবেন না। এটি কেবল অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য উপলব্ধ।

প্লে-স্টোর থেকে খুব সহজেই অ্যাপটি আপনি ডাউনলোড করতে পারবেন এবং এর সাইজ খুব একটা বেশি নয় মাত্র ৪.৯০ MB। অ্যাপটি ইন্সটল করার পর এটিকে ওপেন করুন। অ্যাপটি ওপেন করলে আপনার সামনে অনেকগুলো অপশন আসবে যার মধ্যে ‘ফাইল’ নামের একটি অপশন রয়েছে। যেখানে আপনি আপনার হোয়াটস্যাপ থেকে ডিলিট করে দেওয়া ছবি, ভিডিও, ভয়েস মেসেজ এবং ডকুমেন্টগুলি পেয়ে যাবেন। আপনার দেখার আগে ডিলিট হয়ে যাওয়া মেসেজ সহজে দেখে নিতে পারবেন এই অ্যাপের সাহায্যে।

“Whatsapp-এ ডিলিট করা মেসেজ পড়তে চান? জেনে নিন কিভাবে পড়বেন”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন