করোনার ভয়ে এবার দেশে ফিরছেন 3 অস্ট্রেলিয়ান ক্রিকেটার। দেখুন বিশদে

আইপিএল 2021 খবর: এবার করোনা আতঙ্ক অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে। ভারতে প্রতিনিয়ত বাড়তে থাকা অতিমারির জন্য এবার আইপিএল ছেড়ে দেশে ফিরছেন 3 অস্ট্রেলিয়ান ক্রিকেটার। অ্যাডাম জাম্পাকেন রিচার্ডসন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের, এছাড়া রয়েছে রাজস্থান রয়েলসের এন্ড্রু টাই

2021 আইপিএল ভারতে অনুষ্ঠিত হচ্ছে সম্পূর্ণ জৈব সুরক্ষা বলয়ের মধ্যে। আইপিএল শুরুর পূর্বে প্রত্যেক খেলোয়াড়ের করোনা পরীক্ষা করা হয় এবং নিয়মমাফিক ৭ দিনের কোরেন্টিন রাখা হয়। রাজস্থানের খেলোয়াড় ইংল্যান্ডের ব্যাটসম্যান লিভিংস্টোন এই বায়ো-বাবল নিয়ম মানতে পারবেন না বলে আইপিএল থেকে দেশে ফিরে যাবে সিদ্ধান্ত নিয়েছে।

আরো পড়ুন- শেষ ওভারে 37 রান। 62 (28) রানের ইনিংস রবীন্দ্র জাদেজার, দেখুন ভিডিও

অস্ট্রেলিয়ার এই তিনজন খেলোয়াড়ই তাদের ব্যক্তিগত কারণ দেখিয়ে দেশে ফেরার অনুমতি চেয়েছে। কিন্তু সংবাদ সূত্র অনুসারে ভারতের বাড়তে থাকা অতিমারির প্রভাবেই তাদের এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। এই তিনজন খেলোয়াড় এখনো পর্যন্ত 2021 আইপিএলে তাদের ফ্র্যাঞ্চাইজির হয়ে একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি। টুর্নামেন্টের মাঝপথে এরকম সিদ্ধান্ত সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজির পক্ষে যথেষ্ট উদ্বেগজনক।

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে দেশ-বিদেশের প্রত্যেক খেলোয়াড় কে আশ্বস্ত করা হলেও কিছু বিদেশি খেলোয়াড় তাদের ভয় কাটিয়ে উঠতে পারেনি। আইপিএল শুরুর পূর্বে চেন্নাই সুপার কিংসের জশ হেজলউড বায়ো-বাবলে থাকতে পারবে না বলে জানিয়ে দেয়। এই দু-মাস তিনি তার পরিবারের সঙ্গে সময় দিতে চান বলে জানিয়েছিলেন।

মন্তব্য করুন