পৃথিবীর এক অত্যাশ্চর্য ছবি শেয়ার করল নাসা, কোন জায়গার ছবি এটি?

পৃথিবীর এক অত্যাশ্চর্য ছবি শেয়ার করল নাসা, কোন জায়গার ছবি এটি?

আমেরিকার অন্যতম মহাকাশ গবেষণা কেন্দ্র ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) সম্প্রতি তাদের ইন্সটাগ্রাম হ্যান্ডেল একটি ছবি প্রকাশ করেছে। পৃথিবীর এমন এক জায়গার ছবি এটি যা সহজে বোঝা সম্ভব নয়। পৃথিবীর কোন জায়গায় এমন দৃশ্য দেখা যায় তা প্রকাশ্যে এনেছে নাসা। ছবিটি পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি সাহারা মরুভূমির। মহাকাশ থেকে দেখতে সাহারা মরুভূমি কে এতটাই অদ্ভুত লাগে তা আগে হয়তো কখনো জানা ছিল না।

নাসার তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে Shane Kimbrough নামের একজন নভোষ্চর আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে এই ছবিটি তুলেছেন। তবে তিনি নির্দিষ্ট করে বলেননি যে এই ছবিটি সাহারা মরুভূমির। ছবিটি দেখে অনেকেই মনে করছেন এটি মঙ্গল গ্রহের ছবি, কারণ সমস্ত ছবি জুড়ে রয়েছে একটা লালচে-গোলাপী আভা, ঠিক যেমনটা লালগ্রহ অর্থাৎ মঙ্গলগ্রহের পৃষ্ঠদেশে দেখা যায়।

নভশ্চর Shane Kimbrough দ্বারা গৃহীত এই ছবিটি নাসা ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যাপশনে লেখেন ‘Too hot to handle’। নাসা ছবিটি প্রকাশের সাথে সাথেই দর্শকদের জানান তারা যেন মঙ্গল গ্রহের সাথে ছবিটিকে গুলিয়ে না ফেলেন, কারণ পৃথিবীর আফ্রিকার সাহারা মরুভূমির অত্যাশ্চর্য দৃশ্য এটি। নাসা ছবিটি ইন্টারনেট মাধ্যমে শেয়ার করার সাথে সাথে সাহারা মরুভূমি সম্পর্কে নতুন নতুন তথ্য প্রদান করেছেন। স্যাটেলাইট ডেটা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আবহাওয়া, বাতাস এবং অন্যান্য পদ্ধতির মাধ্যমে সাহারা মরুভূমি থেকে প্রতিবছর গড়ে ১৮২ মিলিয়ন টন ধুলো অন্যত্র ছড়িয়ে পড়ে। সাহারা মরুভূমি থেকে ১৬০০ মাইল দূরে অবস্থিত আটলান্টিক মহাসাগরে সাহারা মরুভূমি ধুলোবালি জমা হয়। নাসার একটি সমীক্ষা অনুযায়ী সাহারা মরুভূমি থেকে আটলান্টিক মহাসাগরে এক বছরে গড়ে ৬,৮৯,২৯০ টন সেমিট্রাক ভর্তি বালির সমপরিমাণ বালি জমা হয়।

আরো পড়ুন-মঙ্গল গ্রহে ঘুরতে যাওয়ার সুযোগ! কিভাবে আবেদন জানাবেন? জানালো নাসা

নাসা আরো জানিয়েছে সাহারা মরুভূমির এই বালি আমাজনের মাটি উর্বর করতে এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বিচ তৈরি করতেও সাহায্য করে। শুধু তাই নয় দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকার বাতাসেও প্রভাব ফেলে এই সাহারা মরুভূমির বালি। এমনকি প্রাকৃতিক দুর্যোগ যেমন হারিকেন ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগের হাত থেকেও রক্ষা করে সাহারা মরুভূমি।

Previous articleপরিবর্তন হচ্ছে ভারতীয় ক্রিকেট দলের সমস্ত কোচিং স্টাফের
Next article‘তবুও তোমার দরকার নেই’- টুইটারে লিখলেন জসপ্রিত বুমরা
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply