মঙ্গলে হেলিকপ্টার উড়ানোর ভিডিও শেয়ার করল নাসা

NASA's Ingenuity Helicopter set a new record

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর মঙ্গল গ্রহে প্রথমবারের জন্য উড়ল ‘ইনজেনুইটি’ (Ingenuity) হেলিকপ্টার।

সোমবার, 19 এপ্রিল নির্ধারিত সময়ে হেলিকপ্টারটির সফলভাবে সম্পন্ন হয় হেলিকপ্টার উনার সেই ভিডিও ক্যামেরা বন্দি করেছে মঙ্গলে নাসার পারসিভেরানস রোভর (Perseverance rovor)। প্রায় 10 ফুট উঁচুতে উঠে হেলিকপ্টারটি, শূন্যে প্রায় 30 সেকেন্ড থাকবার পর পুনরায় সেটিকে নিচে অবতরণ করানো হয়। এদিনের এই উড়ান ছিল নাসার কাছে এক ঐতিহাসিক মুহূর্ত। কারণ এই হেলিকপ্টারটির মধ্যে ছিল রাইট ব্রাদার্স এর একটি ছোট কাপড়ের টুকরো।

আরো পড়ুন- নাসা: প্রথমবার চাঁদে পাড়ি দিতে চলেছেন একজন অশ্বেতাঙ্গ মানুষ

যারা জানেন না যে রাইটস ব্রাদার্স কারা তাদের জন্য সংস্কৃত ভাবে বলে রাখি রাইট ব্রাদার্স হলো দুই ভাই যাদের হাত ধরেই মানব ইতিহাস সর্বপ্রথম আকাশে উঠেছিল। 1903 সালে সর্বপ্রথম তারাই তাদের তৈরি বিমানে আকাশে উড়েছিল। নাসা 118 বছর পর তাদেরকে সম্মান জানাতেই তাদের একটি ছোট কাপড়ের টুকরো কে মঙ্গলে পাঠিয়েছে।

Twitter source- @NASAPersevere

ফেব্রুয়ারি মাসে মঙ্গলে পৌঁছায় নাসার Perseverance rovor, আর এই হেলিকপ্টারটির মিশন 30 দিন চলবে। ভবিষ্যতে নাসা আরো এরকম ভিডিও প্রকাশ্যে নিয়ে আসবে।

Previous articleCSK এর বিপক্ষে আসছে সুনীল নারিন? কি বললেন ব্রেন্ডন ম্যাককালাম
Next articleপাবজি মোবাইল ভারত মুক্তির তারিখ ঘোষণা করল ডায়নামো গেমিং
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply