শনির উপগ্রহগুলির এক আশ্চর্য ভিডিও শেয়ার করল নাসা, দেখুন সেই ভিডিও

শনির উপগ্রহগুলির এক আশ্চর্য ভিডিও শেয়ার করল নাসা, দেখুন সেই ভিডিও

আমাদের সৌরজগতের সবচেয়ে রহস্যময় গ্রহ শনি বা Saturn। আর এই গ্রহের উপগ্রহের সংখ্যাও কম নয়। শনি গ্রহের সবচেয়ে রহস্যময় বস্তু হলো তার চারপাশে ঘিরে থাকা বলয়। বলয় যুক্ত এই গ্রহের উপগ্রহ গুলির এক অত্যাশ্চর্য ভিডিও সম্প্রতি নাসার তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রকাশ করেছে।

নাসা দ্বারা প্রকাশিত ভিডিওতে শনির উপগ্রহগুলিকে প্যারেড করতে দেখা গিয়েছে। উপগ্রহের গ্রহকে ঘিরে প্যারেড করতে দেখে অবাক নেটিজেনরা। প্রশংসা এবং বিস্ময়ে ভরে ওঠা এই ভিডিও অবশ্যই একবারও দেখে নেওয়া প্রয়োজন।

নাসা হাবল টেলিস্কোপের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিজুয়ালাইজেশন ভিডিও প্রকাশ করেছে। যে ভিডিওতে শনির উপগ্রহ গুলি কে কিছুটা লাইন বেঁধে প্যারেড করতে দেখা যাচ্ছে। তাদের দেখে মনে হচ্ছে যেন শনি গ্রহের কথা শুনে তারা এগিয়ে চলেছে সামনের দিকে, স্থির লক্ষ্য এবং মন্থর গতি নিয়ে সোজা সামনে এগিয়ে চলেছে তারা। তাদের মধ্যে নিয়ম-শৃঙ্খলার কোন ত্রুটি নেই।

আরো পড়ুন-মঙ্গলযানের নতুন আবিষ্কার, লাল গ্রহে জলের ধারা বয়ে যেত কোন এক সময়

অসাধারণ এই ভিডিওটি নেওয়া হয়েছে নাসার অন্যতম হাবল টেলিস্কোপ এর সাহায্যে। হাবল টেলিস্কোপ দ্বারা গৃহীত ভিসুয়ালাইজড ভিডিওতে দেখা গিয়েছে শনির চারটি উপগ্রহ তাদের গ্রহকে ঘিরে এগিয়ে চলেছেন। এই চারটি উপগ্রহের নাম এনসেলাডাস, টাইটান, ডিওন এবং মাইমাস। নাসা প্রকাশিত এই পোস্টটিতে এখনও পর্যন্ত ৯২ হাজার লাইক সংখ্যা ছাড়িয়েছে। ক্রমশই সেই সংখ্যা বেড়েই চলেছে। এছাড়াও ছবিতে এসেছে অগুনিত কমেন্ট। ভিডিওটি শেয়ার হওয়ার সাথে সাথেই নেটমাধ্যমে ভাইরাল হয় ভিডিওটি। তবে উপগ্রদের এমন শৃংখলাবদ্ধ গতির কারণ বিজ্ঞানের অজানা।

Previous articleমঙ্গলযানের নতুন আবিষ্কার, লাল গ্রহে জলের ধারা বয়ে যেত কোন এক সময়
Next articleপ্রোফাইল পিকচার দেখতে পারবেন কেবল পছন্দের কন্টাক্ট, হোয়াটসঅ্যাপের নয়া আপডেট
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply