সৌরজগতের সবচেয়ে বড় বৃহস্পতির চাঁদের নিকটতম ছবি শেয়ার করলো নাসা, দেখুন সেই ছবি

সৌরজগতের সবচেয়ে বড় বৃহস্পতির চাঁদের নিকটতম ছবি শেয়ার করলো নাসা, দেখুন সেই ছবি

আমেরিকার অন্যতম মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার জুনো প্রোব গত সোমবার ৭ই জুন সৌরজগতের সবচেয়ে বড় চাঁদের ৬৪৫ মাইল (১,০৩৮ কিলোিটার) দূর থেকে ছবি তুলেছে। এই বৃহত্তম চাঁদটি আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির উপগ্রহ, যেটির নাম গ্যানিমিড (Ganymede)। এই উপগ্রহটি বুধ এর চেয়েও বড়। ২০০০ সালের পরে গানিমিডের এত কাছে পৌঁছানো প্রথম প্রোব এই জুনো প্রোব। এর আগে নাসার গ্যালিলিও স্পেসক্রাফট এই চাঁদের প্রায় ৬২০ মাইল (১,০০০ কিমি) পর্যন্ত পৌঁছতে পেরেছিল।

গত সোমবার গ্যানিমিড এর ছবি এবং অন্যান্য তথ্য গ্রহণ করা হয়। তবে সেই তথ্য প্রক্রিয়া করতে কিছুটা সময় লাগে। যার স্বাদ ইতিমধ্যেই পৃথিবীবাসীরা পেয়েছি। ফ্লাইবাই দ্বারা তোলা দুটি ছবি পৃথিবীতে এসেছে গত মঙ্গলবার ৮ই জুন। আর সেই ছবিগুলি নাসা তাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে।

দুটি ছবির মধ্যে একটি ছবি তোলা হয়েছিল Junocam দ্বারা। যে ছবিতে গেনিমিডের গহবর ও অসমতল জায়গা সহ পুরো একপাশ দেখা গিয়েছে। যে দিকটা দেখে বিজ্ঞানীরা ধারণা করছেন যে সেটি বরফে ঢাকা বিরাট জলের হ্রদ হতে পারে।

আরো পড়ুন-নাসা আর্টেমিস মিশনের মুখ্য ভূমিকায় ভারতীয় বংশোদ্ভূত এই মহিলা

JunoCam এর ব্যবহার করে যে ছবি দুটি তোলা হয় তার মধ্যে একটি ছবির রেজোলিউশন প্রায় ০.৬ মাইল প্রতি পিক্সেলে। ছবিগুলি সবুজ ফিল্টার ব্যবহার করে তোলা হয়েছিল। যদিও ছবিটি সাদাকালো, তবে জুনোক্যাম এর লাল ও নীল রঙের ফিল্টারগুলির সাথে নেওয়া সংস্করণ স্পেসক্রাফটটি পৃথিবীতে ফিরে আসার পরে মিশন দল রঙ্গিন ও প্রকৃতিক তৈরি করতে সক্ষম হবে। এমনটাই জানাচ্ছে নাসার কর্মকর্তারা।

দ্বিতীয় যে ছবিটি তোলা হয়েছিল সেটি তুলতে জুনো ক্যাম ব্যবহার করেছে তার নেভিগেশন ক্যামেরাটি। এই ছবিটির রেজোলিউশন ০.৩৭ থেকে ০.৫৬ মাইল প্রতি পিক্সেলে। এই ছবিটিতে গ্যানিমিডএর সূর্যের বিপরীত দিকটি ধরা পড়েছে।

জুনো (Juno) লঞ্চ করা হয় গত ২০১১ সালের আগস্ট মাসে এবং এটি বৃহস্পতি গ্রহের কাছে পৌঁছায় ২০১৬ সালের জুলাই মাসে। এই সৌরচালিত প্রোবটি বৃহস্পতি গ্রহকে পর্যবেক্ষণ করার জন্য তৈরি। এই মহাকাশযান দ্বারা প্রাপ্ত তথ্য গুলি বৃহস্পতি এবং সৌরজগৎ সৃষ্টি কিভাবে হয়েছে তা জানতে বিজ্ঞানীদের সাহায্য করে চলেছে গত কয়েক বছর ধরে।

Previous articleকেন উইলিয়ামসনের চোট, বড় খবর ভারতীয় দলের জন্য
Next articleএবার মহাকাশে পাড়ি দিতে চলেছেন অ্যামাজনের CEO জেফ বেজোস
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply