এবার মহাকাশে পাড়ি দিতে চলেছেন অ্যামাজনের CEO জেফ বেজোস

এতদিন যাবৎ মহাকাশে কেবলমাত্র মহাকাশচারীরাই যেতে পারতেন। তবে এবার মহাকাশে পাড়ি দিতে চলেছেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন, যিনি আবার অ্যামাজনের প্রতিষ্ঠাতাও; যাকে আমরা সকলেই জেফ বেজোস নামে জানি। মহাকাশে তিনি একা যাচ্ছেন না, তার সাথে থাকবেন তার নিজের ভাইও। আগামী জুলাই মাসের ২০ তারিখ মহাকাশের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে চলেছেন জেফ বেজোস ও তার ভাই। যে বিষয়ে তিনি তার নিজস্ব ইনস্টাগ্রাম প্রোফাইল একটি ভিডিও শেয়ার এর মাধ্যমে জানিয়েছেন।

জেফ বেজোস ও তার ভাই মার্ক বেজোস মহাকাশের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে Blue-Origin এর একটি মহাকাশযানে চড়ে। এই মহাকাশ যানটি পুনর্ব্যবহারযোগ্য সাবঅর্বিটাল রকেট, যার নাম নিউ শেপার্ড। তবে তারা কেবল দুজনই এই মহাকাশ যাত্রায় থাকছেন না, তাদের সাথে থাকবেন নভশ্চর দের একটি দল এবং কিছুদিন আগে শুরু হওয়া একটি অকশন এর বিজেতা। এই অকশনটি আগামী ১০ই জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে।

যে মহাকাশযানের সংস্থার সাথে জেফ বেজোস এবং তার ভাই মহাকাশে যেতে চলেছেন সেই Blue-Origin একটি মার্কিন এরোস্পেস কোম্পানি। যার প্রতিষ্ঠাতা জেফ বেজোস নিজেই। তিনি সংস্থাটি প্রতিষ্ঠা করেন ২০০০ সালে। ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে তিনি জানিয়েছেন, ছোটবেলা থেকেই তাঁর মহাকাশে পাড়ি দেওয়ার স্বপ্ন, যা অবশেষে ২০ই জুলাই পূরণ হতে চলেছে।

আরো পড়ুন-সৌরজগতের সবচেয়ে বড় বৃহস্পতির চাঁদের নিকটতম ছবি শেয়ার করলো নাসা, দেখুন সেই ছবি

আগামী ২০ জুলাই নিউ শেপার্ড রকেটটি জেফ বেজোস এবং অন্যান্য সদস্যদের নিয়ে পাড়ি দেবে মহাকাশের এমন একটি জায়গায় যেখানে পৃথিবীর বায়ুমণ্ডল শেষ এবং বাইরের মহাকাশে সূচনা। এই জায়গাটিকে বলা হয় kármán line। সম্পূর্ণ যাত্রাটি হবে প্রায় ১০ মিনিট সময়ের মধ্যে।

Previous articleসৌরজগতের সবচেয়ে বড় বৃহস্পতির চাঁদের নিকটতম ছবি শেয়ার করলো নাসা, দেখুন সেই ছবি
Next articleWTC ফাইনালে ওপেনার রূপে কাকে দেখতে চান যুবরাজ সিং। জানালেন নিজেই
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

2 COMMENTS

Leave a Reply