WTC ফাইনালে ওপেনার রূপে কাকে দেখতে চান যুবরাজ সিং। জানালেন নিজেই

আর মাত্র কয়েকদিন বাদে ১৮ জুন শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনাল যেখানে মুখোমুখি হবে ভারত এবং নিউজিল্যান্ড। কিন্তু ভারতের প্রথম একাদশ কি হবে সেটা নিয়ে এখনই জল্পনা শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে যুবরাজ সিং কোন দু-জন ওপেনারকে তিনি দেখতে চান সেটি বলেছেন।

“টেস্ট ম্যাচে রোহিত শর্মা এখন অনেক অভিজ্ঞ। ওপেনার হিসাবে তাঁর প্রায় ৭ টি শতরান রয়েছে। তবে রোহিত এবং শুভমান গিল দুজনেই ইংল্যান্ডে এখনো ওপেন করেননি”- যুবরাজ সিং স্পোর্টস টাকের একটি সাক্ষাৎকারে বলেছেন।

আরো পড়ুন- কেন উইলিয়ামসনের চোট, বড় খবর ভারতীয় দলের জন্য

তিনি আরো বলেছেন, “ডিউক বল খুব তাড়াতাড়ি সুইং করে তাদেরকে খুব তাড়াতাড়ি পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে”। “ইংল্যান্ডে একটি সেশন করে খেলা অত্যন্ত জরুরী। সকালে বল সুইং করে, আবার দুপুরে আপনি রান করতে পারবেন, চা পানের বিরতির পর বল আবারও সুইং করবে।”

তবে যুবরাজ সিং রোহিত শর্মা ও শুভমান গিলের উপরই ভরসা দেখেছেন। আগামী ১৮ জুন থেকে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ইতিমধ্যে ভারতীয় দল ইংল্যান্ডে পৌঁছে গেছে, জয়ের ব্যাপারে যুবরাজ সিং আশাবাদী।

Leave a Reply