মিল্কিওয়ে গ্যালাক্সির DOWNTOWN এর অত্যাশ্চর্য ছবি শেয়ার করেছে নাসা, দেখুন সেই ছবি

আমেরিকার অন্যতম মহাকাশ গবেষণা কেন্দ্র ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির হিংসাত্মক ও অতি শক্তিশালী ‘ডাউনটাউন’ এর ছবি শেয়ার করেছে তাদের সোশ্যাল মিডিয়ায়।

গত দুই দশক ধরে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির কয়েক বিলিয়ন তারা ও অগুনিত ব্ল্যাকহোলের মাঝে ঠিক কেন্দ্রবিন্দুর উপরে ৩৭০ বার পর্যবেক্ষণের পর Chandra X-ray Observatory এর সাহায্যে এই ছবিটি তোলা হয়েছে। শুধু তাই নয় এই ছবিটি তোলার পেছনে দক্ষিণ আফ্রিকার রেডিও টেলিস্কোপ ও সাহায্য করেছে অনেকটাই।

আরো পড়ুন-মহাকাশ থেকে ইস্তাম্বুলের মনমুগ্ধকর ছবি তুলেছে নাসা, দেখুন সেই ছবি

গত শুক্রবার ম্যাসাচুসেট্স আমহার্স্ট বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদ ড্যানিয়েল ওয়াং বলেন, সম্পূর্ণ বিশ্বব্যাপী চলতে থাকা মহামারীর সময় তিনি গত প্রায় এক বছর এই কাজের পেছনে সময় অতিবাহিত করেছেন। যার ফল আজকে আপনাদের সামনে।

ওয়াং আরো বলেন, আমরা এই ছবিতে যা দেখতে পাচ্ছি তা হলো আমাদের ছায়াপথের শহরতলীতে একটি হিংসাত্মক এবং শক্তিশালী বাস্তুসংস্থান।

মিল্কিওয়ে গ্যালাক্সির DOWNTOWN এর অত্যাশ্চর্য ছবি শেয়ার করেছে নাসা, দেখুন সেই ছবি, chandra observatory
image credit: @chandra observatory

এই ব্যস্ততম এবং উচ্চক্ষমতাসম্পন্ন ছায়াপথের কেন্দ্রটি প্রায় ২৬,০০০ আলোকবর্ষ দূরে অবস্থিত। ওয়াং এর এই অভূতপূর্ব ছবিটি রয়েল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি এর জুন সংখ্যায় প্রকাশিত হয়েছে।

মন্তব্য করুন