মহাকাশের অত্যাশ্চর্য ছবিগুলি যদি আপনার মনে আলোড়ন জায়গায় তবে বলাবাহুল্য নাসা দ্বারা প্রকাশিত নতুন এই ছবিটিও আপনার মনে আলোড়ন জাগাতে যথেষ্ট। হ্যাঁ! ঠিক এমনই একটি ছবি সম্প্রতি নাসা প্রকাশ করেছে তাদের টুইটার হ্যান্ডেলে। নাসার হাবল টেলিস্কোপ দ্বারা গৃহীত ক্যারিনা নীহারিকার একটি ছবি ও ভিডিও বারবার আপনাকে মন মুগ্ধ করে তুলবে।
নাসার হাবল টেলিস্কোপ ক্যারিনা নীহারিকা বা নেবুলার একটি ছোট অংশের ছবি খুব স্পষ্ট করে তুলে ধরতে সক্ষম হয়েছেন। নেবুলাটি আমাদের পৃথিবী থেকে প্রায় ৭৫ হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত। নীহারিকাটি সম্পূর্ণ হাইড্রোজেন গ্যাস দ্বারা তৈরি। ছবির সাথে নাসা যে ভিডিওটি প্রকাশ করেছে সেখানে নীহারিকার পাহাড়ের মত মেঘ দেখা যাচ্ছে। যা সত্যি আশ্চর্যের।
✨ Welcome to the Mystic Mountain ⛰️
— Hubble (@NASAHubble) June 8, 2021
This #HubbleClassic explores a small portion of the Carina Nebula, which is one of the largest star-forming regions in our galaxy.
The nebula is about 7,500 light-years away from us and mostly made up of hydrogen gas: https://t.co/ozNYev1d0k pic.twitter.com/n7XnXwgb7Q
image cradit- @nasahubble
আরো পড়ুন-মিল্কিওয়ে গ্যালাক্সির পাশেই দৈত্যাকার ‘ব্লিঙ্কিং স্টার’, কি বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা
ছবিটি ঠিক যেন কোন হলিউডের সিনেমায় দেখানো কল্পনার শহর বা দেবতাদের আবাসস্থান, অথবা কোন স্বপ্নপুরী। আমাদের পৃথিবীর বাইরের জগতে এমন কোন জায়গা রয়েছে তা কল্পনার অতীত। এতটাই সুন্দর এই নেবুলা। নাসার এই ছবিটি বর্তমানে নেটিজেনদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অগুনতি মন্তব্য করেছেন অনেকেই। এমন ছবি সত্যি আশ্চর্যের।
[…] […]