হাবল টেলিস্কোপ এর নতুন আবিষ্কার, ১৩.৮ বিলিয়ন বছর পুরোনো নক্ষত্রের হদিশ

হাবল টেলিস্কোপ এর নতুন আবিষ্কার, ১৩.৮ বিলিয়ন বছর পুরোনো নক্ষত্রের হদিশ

হাবল স্পেস টেলিস্কোপ: হাবল টেলিস্কোপ বরাবরই মহাকাশের অজানা রহস্য সমাধানে বিশেষ ভূমিকা পালন করে এসেছে, আর এই ঘটনাই আরও একবার প্রমাণ করল নাসা

মহাকাশে ভাসমান সবথেকে শক্তিশালী টেলিস্কোপ এর মধ্যে একটি নাসার হাবল স্পেস টেলিস্কোপ, এখনো পর্যন্ত মহাকাশের বিভিন্ন অজানা রহস্য সমাধানে  বিশেষ ভূমিকা পালন করে এসেছে এটি। সম্প্রতি নাসার এই টেলিস্কোপ এখনো পর্যন্ত সবথেকে দূরে থাকা একটি তারার সন্ধান পেয়েছে, যে তারার অস্তিত্ব ছিল ১৩.৮ বিলিয়ন বছর আগে। নাসা এই তারাটির নাম দিয়েছে ‘ইয়ারেন্ডেল‘। বিজ্ঞানীরা জানিয়েছেন বিগ ব্যাঙ এর পর যখন মহাকাশের সৃষ্টি হয়েছিল তখন প্রথম বিলিয়ন বছরে এই নক্ষত্রের অস্তিত্ব ছিল, নাসা এই আবিষ্কার কে এখনো পর্যন্ত সবচেয়ে শ্রেষ্ঠ আবিষ্কার বলে দাবি করেছে।

হাবল স্পেস টেলিস্কোপ এর অফিশিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে, হাবল স্পেস টেলিস্কোপের দ্বারা আবিষ্কৃত নতুন নক্ষত্রটি এতটা দূরে অবস্থিত যে এই নক্ষত্রের আলো পৃথিবীতে পৌঁছাতে ১২.৯ বিলিয়ন বছর সময় লেগেছে। পৃথিবীতে নক্ষত্রটির আলো এসে পৌঁছে ছিল যখন মহাবিশ্ব বর্তমান সময়ের মাত্র ৭ শতাংশ তৈরি হয়েছিল। বিজ্ঞানিদের গবেষণায় জানা গিয়েছে ইয়ারেন্ডেল নামক এই নক্ষত্রের ভর সূর্যের ভরের ৫০ গুন বেশি এবং এর উজ্জ্বলতা সূর্যের থেকে কয়েক লক্ষ গুন বেশী।

নতুন এই আবিষ্কার সম্পর্কে গবেষক ব্র্যায়ান ওয়েলচ বলেছেন এতদিন পর্যন্ত আমরা মহাবিশ্বের রহস্য উদঘাটনের ক্ষেত্রে এক বিশেষ অধ্যায় বাদ রেখেছিলাম, তবে বর্তমানে নতুন আবিষ্কারের ফলে সেই অধ্যায়টি আমাদের সামনে স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। আমাদের কাছে এমন সুযোগ এসে উপস্থিত হয়েছে যার সাহায্যে আমরা জানতে পারব এই মহাবিশ্বের সৃষ্টি কিভাবে।

আরো পড়ুন-জিওম্যাগনেটিক স্টর্ম: আরো একবার সৌর ঝড় আছড়ে পড়তে পারে পৃথিবীতে, সতর্কবার্তা জারি বিজ্ঞানীদের

নতুন এই আবিষ্কারে উপর গবেষণা চালানোর জন্য নাসা শুধু হাবল টেলিস্কোপকেই ব্যবহার করবে না, তারা ব্যবহার করবে পৃথিবীর সবচেয়ে বড় টেলিস্কোপ জেমস ওয়েবকেও। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এর সাহায্য নিয়ে বিজ্ঞানীরা জানতে পারবেন তারা যে বর্ণালী বা স্পেক্ট্রা খুঁজে পেয়েছেন সেটি আসলে ইয়ারেন্ডেল এর ছবি। এছাড়াও ওই নক্ষত্রের বয়স, তাপমাত্রা, ভর, ব্যাসার্ধ সংক্রান্ত সমস্ত তথ্য খুজে পাবেন বলে জানা গিয়েছে।

Previous articleWhatsApp update: হোয়াটসঅ্যাপ ভয়েস মেসেজ এর ক্ষেত্রে আসতে চলেছে নতুন ৬টি আপডেট, জানালেন মার্ক জুকারবার্গ
Next article425 ফুট লম্বা সাপের খোঁজ, গুগল ম্যাপ এর ছবি ঘিরে ভাইরাল সোশ্যাল মিডিয়া
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply