Finally! OLA ইলেকট্রিক স্কুটার লঞ্চের তারিখ প্রকাশিত হলো

OLA ইলেকট্রিক স্কুটার: দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর ভারতের OLA ইলেকট্রিক স্কুটার লঞ্চের তারিখ ঘোষণা করা হলো। টুইটারে কোম্পানির CEO ভাবিশ আগারওয়াল দুইদিন পূর্বে একটি টুইট করেছিলেন যেখানে লেখা ছিল এক কাপ চায়ের সাথে লঞ্চের তারিখ চিন্তাভাবনা করছি। কিন্তু এত তাড়াতাড়ি গ্রাহকদের জন্য সুখবর নিয়ে আসবে OLA ইলেকট্রিক সেটা হয়তো কেউ ভাবতে পারেনি।

OLA ইলেকট্রিক স্কুটার লঞ্চের তারিখ:-

১৫ আগস্ট লঞ্চ হতে চলেছে এই OLA ইলেকট্রিক স্কুটার।

ভারতের স্বাধীনতা দিবসের দিনটি লঞ্চের জন্য নির্ধারণ করেছে OLA ইলেকট্রিক কোম্পানি। কোম্পানির চেয়ারম্যান ও CEO তরফ থেকে টুইটারে লেখা হয়েছে, “যারা আমাদের স্কুটার বুকিং করেছেন তাদের সবাইকে ধন্যবাদ।”
“১৫ আগস্ট OLA স্কুটারের জন্য একটি লঞ্চ ইভেন্টের পরিকল্পনা করা হচ্ছে। প্রোডাক্ট এর সম্পূর্ণ বিবরণ, স্পেসিফিকেশন এবং বিস্তারিত শেয়ার করা হবে। লঞ্চের দিনের অপেক্ষায় আছি।”

Twitter source- Bhavish Aggarwal

আরো পড়ুন- ৪৩ লক্ষ গ্রাহক হারালো এয়ারটেল

জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে স্কুটারটির রিজার্ভেশন প্রক্রিয়া শুরু করা হয়। মাত্র ৪৯৯ টাকায় আপনি এই ইলেকট্রিক স্কুটার টি বুকিং করতে পারবেন। যদিও এই বুকিং আপনি চাইলে পরবর্তীকালে বাতিলও করতে পারেন। রিজার্ভেশন প্রক্রিয়া শুরু হবার একদিনের মধ্যেই বুকিং সংখ্যা ১ লক্ষ্য ছড়ায়। যারা ইতিমধ্যে ওলা ইলেকট্রিক স্কুটার বুকিং করেছেন তারা লঞ্চের পরবর্তীকালে প্রথম গাড়িটি উপভোগ করতে পারবেন।

কোম্পানির তরফ থেকে এখনো কোনো প্রকাশ্যে বিবরণ দেওয়া না হলেও, সংবাদমাধ্যম অনুসারে স্কুটার টি সম্পূর্ণ ভাবে ‘key less‘ বা চাবী ছাড়া চালু করা যেতে পারে OLA মোবাইল অ্যাপের মাধ্যমে। এছাড়া ডিজিটাল মিটার, LED লাইটস ইত্যাদি রয়েছে। ১৮ মিনিটে ৫০ শতাংশ ব্যাটারি চার্জ হবে বলে দাবি করা হয়েছে কোম্পানির তরফ থেকে এবং এই চার্জে ৭৫ কিলোমিটার পথ যাওয়া যাবে। এখন গ্রাহকদের ১৫ আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে সম্পূর্ণ স্পেসিফিকেশন জানার জন্য।

Leave a Reply