বিশ্বের সবচেয়ে বড় নীলা পাথর: শ্রীলঙ্কায় খোঁজ পাওয়া গেলো বিশ্বের সবচেয়ে বড় নীলা পাথর। কিন্তু কোনো গবেষণা বা প্রত্নতাত্ত্বিক দ্বারা ক্ষরণ করে নয় এই নীলা পাথর খুঁজে পাওয়ার গল্পটা একটু অন্যধরনের।
পাথরটি শ্রীলঙ্কায় রত্নপুরা এলাকার এক রত্ন ব্যবসায়ীর বাড়িতে উদ্ধার করা হয়। বাড়িতে কুয়ো খনন করার সময় একটি বিস্ময়কর পাথর খননকারী শ্রমিকরা খুঁজে পায়। পরবর্তীকালে ওই রত্ন ব্যবসায়ী পাথরটিকে পরিষ্কার করে, এই পরিষ্কার করতে প্রায় ১ বছর সময় লেগে যায় বলে জানা যাচ্ছে।
শ্রীলঙ্কায় যে এলাকায় এই পাথরটি পাওয়া গেছে তার নাম রত্নপুরা। অঞ্চলটি অতীতকাল থেকেই এই ধরনের বিরল শ্রেণীর পাথর পাওয়ার জন্য বিখ্যাত। এই কারণেই অঞ্চলটির নামকরণ করা হয়েছে রত্নপুরা। বর্তমানে যে পাথরটি পাওয়া গেছে এটি তৈরি হতে প্রায় ৪০ কোটি বছর সময় লেগেছিল বলেই মনে করা হচ্ছে।
আরো পড়ুন- পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হীরে। খোঁজ মিললো আফ্রিকাতে
বিশ্বের সবচেয়ে বড় নীলা পাথর

এই নীলা পাথরটির ওজন মোটামোটি ৫১০ কিলোগ্রাম। পাথরটি দেখতে ফ্যাকাশে নীল রংয়ের ও এই পাথরটিকে নির্মল শিলা বা ‘Serendipity Sapphire’ বলা হয়। বিশেষজ্ঞদের মতে এই পাথরটির আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি বা ১০০ মিলিয়ন আমেরিকান ডলার। শ্রীলংকার জাতীয় রত্ন ও জুয়েলারি কর্তৃপক্ষের মতে এটি বিশ্বের সবচেয়ে বড় নীলা পাথর। পাথরটির আকার ও মূল্য বিবেচনা করে দেখলে বিশ্বের বিভিন্ন জাদুঘর ও ব্যক্তিগত গ্রাহকরা এর প্রতি আকৃষ্ট হবে বলেই মনে করছেন শ্রীলঙ্কান কর্তৃপক্ষ।
পূর্ব থেকেই শ্রীলংকা মূল্যবান রত্ন রপ্তানিকারক দেশ ২০২০ সালে প্রায় অর্ধ বিলিয়ন ডলার শ্রীলঙ্কায় আয় করে এই ধরনের রত্ন হীরা ইত্যাদির রপ্তানি করে। সম্প্রতি পাওয়া এই নীলা পাথর আন্তর্জাতিক বাজারে গ্রাহকদের আকৃষ্ট করবে বলে মনে করা হচ্ছে।
[…] […]