১০ টি রঙে আসতে চলেছে OLA ইলেকট্রিক স্কুটার

OLA ইলেকট্রিক স্কুটার: কিছুদিন পূর্বে কোম্পানির তরফ থেকে OLA ইলেকট্রিক স্কুটার প্রি-রিজার্ভেশন প্রক্রিয়া শুরু করা হয়েছিল। মাত্র ৪৯৯ টাকায় আপনি OLA ইলেকট্রিক কোম্পানির ওয়েবসাইটে গিয়ে এই নতুন প্রজন্মের স্কুটারটি কে বুকিং করতে পারবেন এবং এই প্রক্রিয়া এখনো চলছে। কোম্পানির তরফ থেকে স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়েছে, কেউ যদি পরবর্তীকালে অনিচ্ছা প্রকাশ করেন তবে তার টাকা ফেরত দেওয়া হবে।

মাত্র ২৪ ঘন্টার মধ্যেই কোম্পানির ওয়েবসাইটে বুকিং সংখ্যা ১ লক্ষ্য ছাড়িয়ে যায়। যদিও কোম্পানির তরফ থেকে এখনো স্কুটারটি লঞ্চের তারিখ বা স্কুটারটির বিবরণ প্রকাশিত হয়নি। সম্প্রতি কোম্পানির CEO ভাবিশ আগারওয়াল ইলেকট্রিক স্কুটার টি কোন কোন রঙে উপলব্ধ হতে চলেছে সেই বিষয়ে একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে ৮ টি রংয়ের স্কুটার দেখা গেলেও, মোট ১০ টি রঙে লঞ্চ হতে চলেছে এই ইলেক্ট্রিক স্কুটারটি।

PicsArt 07 23
Image credit- Ola Electric

আরো পড়ুন- ২৩ জুলাই ভারতের বাজারে লঞ্চ হবে Samsung Galaxy A22 5G, জানুন বিশদে

ফলে বলতে গেলে সব রঙেই স্কুটারটিকে পাবে গ্রাহকরা। ভারতীয় সংবাদমাধ্যম অনুসারে আগত এই ইলেকট্রিক স্কুটারটি একবার চার্জ দিলে চলবে প্রায় ১৩০-১৪০ কিমি. এবং সর্বোচ্চ ৮০ কিমি/ঘন্টা গতিবেগ থাকবে। কিছু উন্নত ডিজিটাল প্রযুক্তি থাকবে স্কুটার টির মধ্যে যেমন, মোবাইল ফোনের সাথে কানেক্টিভিটি, সব এলইডি লাইট, অ্যাপ দ্বারা নিয়ন্ত্রিত অর্থাৎ কোনো চাবি থাকবেনা। এছাড়া সিটের তলায় বড় জায়গা রাখা হবে। এই ইলেকট্রিক স্কুটার টির জন্য সারা ভারত জুড়ে চার্জিং পয়েন্ট তৈরি করা হবে কোম্পানির তরফ থেকে।

Twitter source- Bhavish Aggarwal

“১০ টি রঙে আসতে চলেছে OLA ইলেকট্রিক স্কুটার”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন