আন্তর্জাতিক ক্রিকেটে অন্যতম খারাপ আম্পায়ারিং সিদ্ধান্ত, দেখুন ভিডিও

মানুষ মাত্রই ভুল হয়, সেরকমই আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের জন্য বিভিন্ন সময় বিভিন্ন খেলোয়ার কে এর ফল ভুগতে হয়েছে। কখনো আউট না হয়ে ব্যাটসম্যান কে ড্রেসিং রুমে ফিরে যেতে হয়েছে ও আবার কখনো বোলার কে তার প্রাপ্য উইকেট থেকে বঞ্চিত করা হয়েছে। যার কারণে আইসিসি বারংবার তাদের নিয়মে পরিবর্তন এনেছে। আম্পায়ারের ভুল সিদ্ধান্তের জন্যই বর্তমান ক্রিকেটে DRS এর অন্তর্ভুক্তি।

কিন্তু ক্রিকেট মাঠে কিছু সময়ে আম্পেয়াররা এমন কিছু সিদ্ধান্ত নেন যা অত্যন্ত দুঃখজনক। ৪ জুলাই দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে এরকম একটি সিদ্ধান্ত যা ডেল স্টেইন, এবি ডি ভিলিয়ার্স ও এলবি মরকেল কে প্রতিক্রিয়া দিতে বাধ্য করেছে। ১৯ ওভারের শেষ বলে ফাস্ট বোলার ওবেদ ম্যাককয় লেগ স্টাম্প এর বাইরে একটি শটপিচ স্লো বাউন্সার দেন। যা সাউথ আফ্রিকান ব্যাটসম্যান লাফ দিয়েও বলের নাগাল পায় না।

আরো পড়ুন- মিতালি রাজের বিশ্ব রেকর্ড। শচীন টেন্ডুলকারের সঙ্গে একই আসনে মিতালি রাজ

ম্যাচের ধারাভাষ্যকার পর্যন্ত বলটিকে হোয়াইট বল বলে গন্য করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় অনফিল্ড আম্পেয়ার বলটিকে হোয়াইট দেয় না, ওভার সম্পন্ন করে দেওয়া হয়। যে সিদ্ধান্ত দেখে হতবাক ক্রিকেটমহল। ফলে সঙ্গত কারণেই দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটাররা টুইটারে ক্ষোভ প্রকাশ করেছে।

ভিডিও সৌজন্যে- টুইটার

দক্ষিণ আফ্রিকা ফাস্ট বোলার ডেল স্টেইন টুইটারে লিখেছেন, “পৃথিবীতে কিভাবে এটি হোয়াইট বল নয়?” এই টুইটের নিচে কমেন্ট করে এবি ডিবিলিয়াস লিখেছে, “আশ্চর্যকর”। এই হোয়াইট বল নিয়ে আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না।

Twitter source- Dale steyn, AB de Villiers

Leave a Reply