গুগল প্লে-স্টোরে ‘Top free’ গেমের তালিকায় এক নম্বরে কোন গেম জানেন?

গুগল-প্লে স্টোরে ‘টপ ফ্রী’ গেম এর তালিকা সবার প্রথমে যে নামটি উঠে এসেছে সেটি হল দক্ষিণ কোরিয়ার গেমিং কোম্পানি Krafton নির্মিত ‘ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া‘। কিছুদিন আগেই অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া গেমটির ফাইনাল ভার্সন লঞ্চ করেছিল Krafton। ভারতে সবচেয়ে জনপ্রিয় মোবাইল গেম পাবজি মোবাইল নিষিদ্ধ হওয়ার পর থেকেই ভারতীয় গেমেরদের মধ্যে এই ধরনের গেমের প্রতি উৎসাহ ছিল সবচেয়ে বেশি। এই প্রসঙ্গে জেনে রাখা প্রয়োজন ২০২০ সালের সেপ্টেম্বর মাসে পাবজি মোবাইল ভারতে সরকারি ভাবে নিষিদ্ধ করা হয়েছিল। তবে তার পরেই বিভিন্ন সূত্র থেকে খবর আসতে থাকে ভারতে পুনরায় পাবজি মোবাইল ফিরতে চলেছেন নতুন এক নাম নিয়ে। আর সেই নতুন ব্যাটেল রয়েল গেমটির নাম হতে চলেছে ‘ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া’।

যদিও পাবজি মোবাইল নিষিদ্ধ হওয়ার পর আরো একটি গেম ভারতের বাজার দখল করতে চেয়েছিল। যে গেমটি নাম ছিল FAUG। তবে গেমারদের মধ্যে এই গেমটির প্রতি উৎসাহ ছিল অনেকটাই কম। সে ক্ষেত্রে ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়ার ভারতে প্রি-রেজিষ্ট্রেশন শুরু হওয়ার পর গেমারদের মাঝে এই গেমের প্রতি উৎসাহ বেড়ে যায় আরো কয়েক গুন। গেমটি প্রকাশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ১ কোটি অর্থাৎ ১০ মিলিয়ন ডাউনলোড সংখ্যা ছাড়িয়ে যায় গুগল-প্লে স্টোরে। যদিও krafton এর তরফ থেকে IOS ইউজারদের জন্য এই গেমটির রিলিজ নিয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি এবং IOS ডিভাইস গুলোতে কবে এই গেমটি আসতে চলেছে সে বিষয়ে কোনো আভাসও দেয়নি এই কোরিয়ান সংস্থা।

আরো পড়ুন-প্রি-রেজিষ্ট্রেশন শুরু হলো মার্ভেলের নতুন মোবাইল গেম ‘Future Revolution’ এর জন্য

ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া গেমে পুরনো পাবজি মোবাইল গেমের ডেটা স্থানান্তর এর শেষ দিন ধার্য করা হয়েছে ৫ই জুলাই। Krafton জানিয়েছে ৬ জুলাই থেকে কোনো ব্যবহারকারীরাই আর পাবজি মোবাইল থেকে ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া গেমে তাদের ডেটা স্থানান্তর করতে পারবেন না। এছাড়াও গত পয়লা জুলাই ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়ার একটি ইভেন্ট ‘Daily fortune pack‘ বন্ধ করে দেওয়া হয়েছিল সাময়িক সময়ের জন্য। তবে এই ইভেন্ট বন্ধ করে দেওয়ার পিছনে কোন পর্যাপ্ত কারণ জানায়নি Krafton। ইভেন্টটি ২৭ জুলাই পর্যন্ত চালু রাখার কথা ছিল। তবে ৩০ জুন ইভেন্ট শুরুর পর দিনই সংস্থার তরফ থেকে ইভেন্টটি বন্ধ করে দেওয়া হয়।

“গুগল প্লে-স্টোরে ‘Top free’ গেমের তালিকায় এক নম্বরে কোন গেম জানেন?”-এ 2-টি মন্তব্য

মন্তব্য করুন